একশো দিনের কাজ নিয়ে সংঘর্ষের জেরে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মঙ্গলকোটের যজ্ঞেশ্বরডিহি গ্রামের ঘটনা। রবিবার ধৃতদের কাটোয়া আদালতে তোলা হলে বিচারক দু’দিনের জেল হেফাজতে পাঠান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসের দখলে থাকা কৈচর ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় একশো দিনের কাজে সুপারভাইজার নিয়োগ নিয়ে কংগ্রেস ও তৃণমূলের গণ্ডগোল চলছিল। বৃহস্পতিবার মঙ্গলকোটের বিডিও সুশান্তকুমার মণ্ডল দু’পক্ষকে নিয়ে মীমাংসাও করেন। পরে শনিবার যজ্ঞেশ্বরডিহি গ্রামে একশো দিনের প্রকল্পে নালা সংস্কারের কাজ শুরু হতেই আবারও সংঘর্ষ বাধে। তৃণমূলের অভিযোগ, কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত নিয়ম না মেনে গায়ের জোরে একশো দিনের কাজ করাচ্ছে। জব কার্ড থাকা সত্বেও কাজ করতে দেওয়া হচ্ছে না। এর প্রতিবাদ করতে গেলেই সংঘর্ষ বাধে বলে তাদের দাবি। কংগ্রেসের পাল্টা জবাব, শ্রমিকেরা তৃণমূলের কথা না শোনায় ওরা মারধর শুরু করে। দু’জন আহতও হয়েছেন। পুলিশ জানিয়েছে, জহর দাম নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তিন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। তাঁর অভিযোগে কংগ্রেসের উপপ্রধান-সহ ২২ জনের নামও রয়েছে।
|
মাটিতে আংশিক পোঁতা অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয়েছে রায়না থানার গণশা গ্রামে। মৃতের নাম মিন্টু ক্ষেত্রপাল (৩০)। ওই গ্রামেরই বাসিন্দা তিনি। মৃতের ভাই সন্টু ক্ষেত্রপাল রায়না থানায় অভিযোগে জানান, স্থানীয় ভৈরব দাসের স্ত্রী-র সঙ্গে তাঁর দাদার বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল। তার জেরেই ভৈরব ও সন্তোষ দাস তাঁকে খুন করেন। এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “অভিযুক্তদের গ্রেফতার করে খুনের মামলা দায়ের করা হয়েছে। সোমবার ধৃতদের আদালতে তোলা হবে।”
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। তাঁর নাম হরিলাল তাঁতি (৬০)। বাড়ি কাটোয়া শহরের বিবেকানন্দপল্লিতে। পুলিশ জানায়, শনিবার নিজের বাড়িতে কীটনাশক খান ওই বৃদ্ধ। পরে কাটোয়া মহকুমা হাসপাতালে আসার পথে তাঁর মৃত্যু হয়। রবিবার দেহটির ময়নাতদন্ত হয়েছে।
|
ফেস্টুন টাঙাতে গিয়ে এক কংগ্রেস কর্মী প্রহৃত হয়েছেন বলে অভিযোগ। শনিবার রাতে শহরের ১৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। কংগ্রেসের অভিযোগ, শেখ সাহেব নামে ওই কর্মীকে মারের ঘটনায় তৃণমূলের লোকেরা জড়িত। তবে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। |