খেলার টুকরো খবর
|
|
জয়ী শাঁখারিপুকুর
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
তৃতীয় ডিভিশন ফুটবল লিগে খেতাব জিতেছে শাঁখারিপুকুর অগ্রদূত সঙ্ঘ। রবিবার শেষ ম্যাচে তারা লোকো ইয়ং মেন্স সোসাইটিকে ৭-০ গোলে হারায়। হ্যাট্রিক করেন শিবনাথ মান্ডি। দু’টি করে গোল করেছেন বাসুদেব বেরা ও রানা সেন। এই প্রতিযোগিতায় আটটি ম্যাচ খেলে সাতটিতে জয় ও একটি ড্র করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে অগ্রদূত। তারা মোট ৫০টি গোল করে। তার মধ্যে বাসুদেব ১৩টি গোল করেছেন। ম্যাচ শেষের পরে প্রত্যেক ফুটবলারকে ক্লাবের তরফে সংবর্ধনা দেওয়া হয়।
|
হারল ভাতার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ভাতার একাদশ অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে একমাসের ফুটবল প্রতিযোগিতা। ভাতার মাধব পাবলিক স্কুল মাঠে উদ্বোধনী ম্যাচে জৌ গ্রাম কোচিং সেন্টার ৩-২ গোলে টাইব্রেকারে হারায় ভাতার তিলকা মাঝি একাদশকে। দ্বিতীয় ম্যাচে হাওড়া ফুটবল কোচিং সেন্টার ৩-১ গোলে হারিয়েছে আয়োজক ভাতার একাদশ অ্যাথলেটিক ক্লাবকে। হাওড়ার হয়ে বিজু মাইতি, শেখ আলম ও অভি মণ্ডল গোল করেন। ব্যবধান কমান প্রশান্ত দুলে।
|
চ্যাম্পিয়ন দোমহানি
নিজস্ব সংবাদদাতা • কুলটি |
শিল্পী সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দোমহানি কাশিডাঙা তুফান সঙ্ঘ। রবিবার ফাইনালে তারা বেলডাঙা মিলন সঙ্ঘকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। বিজয়ী দলের রাজা মিত্র ফাইনালের সেরা হন। আয়োজক সংস্থার পক্ষে স্বপন পাত্র জানান, ১৬টি দল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।
|
জিতল বড়শূল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
রাধারানি স্টেডিয়ামে আয়োজিত সুপার ডিভিশন ফুটবলে বড়শূল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন ১-০ গোলে হারিয়েছে জাতীয় সঙ্ঘকে। গোল করেন বিজয় হেমব্রম। দ্বিতীয় ডিভিশন ফুটবলে প্রতিযোগিতায় তেওয়ারিবাগান সাথী সঙ্ঘ ১-০ গোলে হারায় বেগুট মিল সঙ্ঘকে। গোলদাতা শম্ভু সরেন।
|
জিতল টিএফএ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ছাত্র সঙ্ঘ আয়োজিত মঞ্জু চৌধুরী ও পার্বতীচরণ রায় স্মৃতি ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় বিজয়ী হল টিএফএ। রামসায়ের মাঠে তারা নিয়ামতপুর ফ্রেন্ডস ক্লাবকে ৩-০ গোলে হারায়। শনিবার এই প্রতিযোগিতায় এএফএল ৩-১ গোলে সিওর ডিফিটকে হারায়।
|
অনূর্ধ্ব ১৯ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
কোচবিহারের তুফানগঞ্জ স্টেডিয়ামে অয়োজিত অনূর্ধ্ব ১৯ আন্তঃজেলা ফুটবলের সেমিফাইনালে উঠেছে বর্ধমান। কোয়ার্টার ফাইনালে মালদাকে ১-০ গোলে হারায় তারা। গোল করেন সুখেন মান্ডি।
|
মেমারির হার
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
চিচুড়িয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় বিজয়ী হল ইন্দ্রজিৎ অ্যাকাডেমি। চিচুড়িয়া মাঠের এই খেলায় তারা মেমারি একাদশকে ২-০ গোলে হারায়। |
স্মৃতি ফুটবল
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
ইকড়া মহিষাবুড়ি জনকল্যাণ সঙ্ঘ আয়োজিত লখাই কোড়া ও বুধু কোড়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হল কাজোড়া খোপাডাঙা। ফাইনালে তারা ইকড়া রামাজি ইস্পাতকে টাইব্রেকারে ৩-০ গোলে হারায়।
|
গোপালপুরের হার
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ফুটবলে হিরাপুর হাইস্কুল মাঠে বিজয়ী হল ডামড়া অ্যাকাডেমি। তারা গোপালপুর ইউসিকে ২-০ গোলে হারায়। |
|