খেলার টুকরো খবর

জয়ী শাঁখারিপুকুর
তৃতীয় ডিভিশন ফুটবল লিগে খেতাব জিতেছে শাঁখারিপুকুর অগ্রদূত সঙ্ঘ। রবিবার শেষ ম্যাচে তারা লোকো ইয়ং মেন্স সোসাইটিকে ৭-০ গোলে হারায়। হ্যাট্রিক করেন শিবনাথ মান্ডি। দু’টি করে গোল করেছেন বাসুদেব বেরা ও রানা সেন। এই প্রতিযোগিতায় আটটি ম্যাচ খেলে সাতটিতে জয় ও একটি ড্র করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে অগ্রদূত। তারা মোট ৫০টি গোল করে। তার মধ্যে বাসুদেব ১৩টি গোল করেছেন। ম্যাচ শেষের পরে প্রত্যেক ফুটবলারকে ক্লাবের তরফে সংবর্ধনা দেওয়া হয়।

হারল ভাতার
ভাতার একাদশ অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে একমাসের ফুটবল প্রতিযোগিতা। ভাতার মাধব পাবলিক স্কুল মাঠে উদ্বোধনী ম্যাচে জৌ গ্রাম কোচিং সেন্টার ৩-২ গোলে টাইব্রেকারে হারায় ভাতার তিলকা মাঝি একাদশকে। দ্বিতীয় ম্যাচে হাওড়া ফুটবল কোচিং সেন্টার ৩-১ গোলে হারিয়েছে আয়োজক ভাতার একাদশ অ্যাথলেটিক ক্লাবকে। হাওড়ার হয়ে বিজু মাইতি, শেখ আলম ও অভি মণ্ডল গোল করেন। ব্যবধান কমান প্রশান্ত দুলে।

চ্যাম্পিয়ন দোমহানি
শিল্পী সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দোমহানি কাশিডাঙা তুফান সঙ্ঘ। রবিবার ফাইনালে তারা বেলডাঙা মিলন সঙ্ঘকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। বিজয়ী দলের রাজা মিত্র ফাইনালের সেরা হন। আয়োজক সংস্থার পক্ষে স্বপন পাত্র জানান, ১৬টি দল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।

জিতল বড়শূল
রাধারানি স্টেডিয়ামে আয়োজিত সুপার ডিভিশন ফুটবলে বড়শূল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন ১-০ গোলে হারিয়েছে জাতীয় সঙ্ঘকে। গোল করেন বিজয় হেমব্রম। দ্বিতীয় ডিভিশন ফুটবলে প্রতিযোগিতায় তেওয়ারিবাগান সাথী সঙ্ঘ ১-০ গোলে হারায় বেগুট মিল সঙ্ঘকে। গোলদাতা শম্ভু সরেন।

জিতল টিএফএ
ছাত্র সঙ্ঘ আয়োজিত মঞ্জু চৌধুরী ও পার্বতীচরণ রায় স্মৃতি ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় বিজয়ী হল টিএফএ। রামসায়ের মাঠে তারা নিয়ামতপুর ফ্রেন্ডস ক্লাবকে ৩-০ গোলে হারায়। শনিবার এই প্রতিযোগিতায় এএফএল ৩-১ গোলে সিওর ডিফিটকে হারায়।

অনূর্ধ্ব ১৯ ফুটবল
কোচবিহারের তুফানগঞ্জ স্টেডিয়ামে অয়োজিত অনূর্ধ্ব ১৯ আন্তঃজেলা ফুটবলের সেমিফাইনালে উঠেছে বর্ধমান। কোয়ার্টার ফাইনালে মালদাকে ১-০ গোলে হারায় তারা। গোল করেন সুখেন মান্ডি।

মেমারির হার
চিচুড়িয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় বিজয়ী হল ইন্দ্রজিৎ অ্যাকাডেমি। চিচুড়িয়া মাঠের এই খেলায় তারা মেমারি একাদশকে ২-০ গোলে হারায়।
স্মৃতি ফুটবল
ইকড়া মহিষাবুড়ি জনকল্যাণ সঙ্ঘ আয়োজিত লখাই কোড়া ও বুধু কোড়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হল কাজোড়া খোপাডাঙা। ফাইনালে তারা ইকড়া রামাজি ইস্পাতকে টাইব্রেকারে ৩-০ গোলে হারায়।

গোপালপুরের হার
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ফুটবলে হিরাপুর হাইস্কুল মাঠে বিজয়ী হল ডামড়া অ্যাকাডেমি। তারা গোপালপুর ইউসিকে ২-০ গোলে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.