আসানসোলের কল্যাণপুরের কে সেক্টরের পুজো মণ্ডপ সাজানোর কাজ চলছে জোর কদমে। মণ্ডপশিল্পী সুতনু মাইতি জানান,
মেদিনীপুরের ২২ জন শিল্পী প্লাইয়ের উপর পাটকাঠি দিয়ে নিপুণ হাতে কাজ করে চলেছেন। বছরের বাকি সময় কেউ চাষবাস,
আবার কেউ অন্য কোনও ভাবে জীবিকা নির্বাহ করলেও পুজো মরসুমে প্রায় দু’মাস ধরে এ কাজই করেন তাঁরা।
সংসারের বছরভরের খরচের অনেকটাই এতে উঠে আসে। ছবি: শৈলেন সরকার। |
হাতে আর দু’দিনও নেই। কাটোয়ার কুমোরপাড়ায় জোরকদমে
চলছে বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি। ছবিটি তুলেছেন অসিত বন্দ্যোপাধ্যায়। |
সামনে বিশ্বকর্মা পুজো। শিল্পশহরে বেড়েছে ঘটের চাহিদা। বিক্রির আগে দুর্গাপুরের
বি সি রায় রোডে
কুমোরপাড়ায় ডাঁই করা রয়েছে ঘট। ছবি: বিশ্বনাথ মশান। |
গ্রীষ্মে নদীখাত শুকিয়ে গেলেও বর্ষায় টইটম্বুর হয়ে রয়েছে ছাড়িগঙ্গা। সারাবছর ভাগীরথীতে মাছ ধরলেও
এই ক’টা মাস এখানে মাছ ধরেই জীবন চালান কালনার মৎস্যজীবীরা। ছবিটি তুলেছেন মধুমিতা মজুমদার। |
রানিগঞ্জ বাজারে রবিবার রিক্সায় চড়ে দুই বহুরূপী।—নিজস্ব চিত্র। |
রবিবার পুরভোটের প্রচারে বর্ধমানে এসেছিলেন রাজ্যের ক্রীড়া ও পরিবহণ মন্ত্রী মদন মিত্র।—নিজস্ব চিত্র। |