রাস্তার আলো নেই। অবিলম্বে আলোর ব্যবস্থা চেয়ে মিঠাপুর শিল্পতালুকের ৫টি ক্ষুদ্র শিল্পের কারখানায় স্মারকলিপি দিল তৃণমূলের বালানপুর শাখা। তাঁদের অভিযোগ, মিঠাপুর মোড় থেকে বালানপুর গ্রাম পর্যন্ত কোনও আলো জ্বলে না। তাই বাড়ছে সমাজবিরোদীদের অভিযোগ। শাখার সম্পাদক বাবন সিংহের দাবি, বার কয়েক আলোর দাবিতে জামুড়িয়ার পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হয়। কিন্তু কোনও লাভ হয়নি। বাবনবাবু বলেন, “কারখানা চালু করার আগে রাস্তা, জল, আলোর ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তা হয়নি।” কারখানাগুলির কর্তৃপক্ষের তরফে জানানো হয়, নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
|
এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে রবিবার হিরাপুর থানায় বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। রামনাথ প্রসাদ শর্মা (৭০) নামে ওই ব্যক্তির বাড়ি হিরাপুরের নরসিংহ বাঁধ এলাকায়। তাঁর ছেলে কমলেশ শর্মা অভিযোগে জানান, শনিবার এলাকার এক দুষ্কৃতীর ছোড়া ইটের ঘায়ে তাঁর বাবা মারা যান। তাঁর আরও অভিযোগ, বিষয়টি জানানোর পরেও পুলিশ কাউকে গ্রেফতার করছে না। রবিবার বিকেলে ওই দুষ্কৃতীকে গ্রেফতারের দাবি জানিয়ে তাঁরা বিক্ষোভও দেখান। স্থানীয়দের দাবি, এলাকায় দুষ্কৃতী তাণ্ডব বেড়েছে। পুলিশের কাছে অনেকবার অভিযোগও জানানো হলেও লাভ হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজ করা হচ্ছে।
|
সিপিএমের মহিলা সংগঠন সারা ভারত মহিলা সমিতির কুলটি জোনাল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হল নিয়ামতপুরে। শনিবার সম্মেলনে প্রায় তিনশো মহিলা প্রতিনিধি ছিলেন। এ দিন সম্মেলনকে সামনে রেখে একটি জনসভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন আসানসোলের সাংসদ বংশগোপাল চৌধুরী ও মহিলা সমিতির রাজ্য নেত্রী অঞ্জু কর। মহিলাদের সম্ভ্রম রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে মহিলা প্রতিনিধিরা একাধিক প্রস্তাব গ্রহণ করেন।
|
প্রায় হাজার অনুগামী নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আইএনটিইউসি-র জেলা সভাপতি প্রসেনজিৎ দাস। শনিবার বর্ধমানের কালীবাজারের মুকুল রায়ের সভায় হাজির হয়ে তিনি নতুন দলে যোগ দেবার কথা জানান। প্রসেনজিৎবাবু বলেন, “মানুষের কাছে কংগ্রেসের গ্রহণযোগ্যতা আর নেই। তাই দল ছাড়লাম।” তবে কংগ্রেস নেতা কাশীনাথ গঙ্গোপধ্যায় বলেন, “দলে ওঁরই গ্রহণযোগ্যতা ছিল না। উনি কংগ্রেস ছাড়ায় আমরা খুশি।”
|
১০ জন লোহা চোরকে গ্রেফতার করেছে ফরিদপুর (লাউদোহা) থানার পুলিশ। শুক্রবার রাতে তাদের ধরা হয়। এদের কাছ থেকে উচ্চ পরিবাহী ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তার ও অন্যান্য লোহার সামগ্রী উদ্ধার করা হয়েছে। ধৃতদের মধ্যে মুসা সিংহ নামে এক লোহা মাফিয়াও আছে বলে পুলিশ জানায়।
|
তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল বার্নপুরে। রবিবার এই উপলক্ষে স্থানীয় একটি প্রেক্ষাগৃহে সংগঠনের কয়েকশো কর্মী-সদস্য উপস্থিত ছিলেন। সম্মেলনে উপস্থিত রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক কর্মী-সদস্যদের জোটবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
|
বালবোধন প্রাথমিক স্কুলের নতুন শ্রেণিকক্ষ নির্মাণের জন্য আর্থিক অনুদান দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক। রবিবার তিনি আসানসোলের এই বিদ্যালয়ে এসে অনুদানের কথা ঘোষণা করেন। তিনি জানান, মোট ৮টি নতুন শ্রেণিকক্ষ নির্মাণ করা হবে।
|
মহাবীর কোলিয়ারির বিভিন্ন এলাকা থেকে ১০০ বস্তা অবৈধ কয়লা উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ওই বস্তাগুলি উদ্ধার করা হয়। রানিগঞ্জ পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তারা অভিযান চালায়।
|
দুর্গাপুর
গণেশ পুজো উপলক্ষে আধুনিক গানের আসর। টিএন রোড। সন্ধ্যা সাতটা। উদ্যোগ: আলাপ। |