টুকরো খবর
বিদ্যুৎ না থাকায় দফতরে ভাঙচুর, মার কমীদের
সকাল থেকে বিদু্যৎ না থাকায় বিদ্যুৎ পর্ষদের দফতরে গিয়ে ভাঙচুর চালিয়ে, আধিকারিক-কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে মালদহের বৈষ্ণবনগর থানার চকসেহেদিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটে। সকাল থেকে ওই এলাকায় বিদ্যুৎ ছিল না, বারবার ফোন করা হলেও বিদ্যুৎ দফতরের কোনও কর্মী এলাকায় আসেননি বলে দাবি করে স্থানীয় বাসিন্দাদের একাংশ পর্ষদের দফতরে গিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ। পর্ষদের আধিকারিক জ্যোর্তিময় মিত্র এবং বেসরকারি নিরাপত্তারক্ষী সুবীর দাসকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করেন। তাঁদের শারীরিক পরিস্থিতির উপরে নজরে রাখতে শনিবারও হাসপাতালে রাখা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবার সকালে অবশ্য ওই এলাকায় বিদ্যুৎ আসে। পর্ষদ সূত্রে জানান হয়েছে, যান্ত্রিক ক্রুটির কারণে এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “যাঁরা এই ভাঙচুরের কাজে অভিযুক্ত তাঁদের গ্রেফতার করার চেষ্টা চলছে।”

অ্যান্টি র‌্যাগিং কমিটির প্রস্তাব
রায়গঞ্জের একটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষকে অ্যান্টি র‌্যাগিং কমিটি গঠনের প্রস্তাব দিল জেলা প্রশাসন। স্কুলের বারান্দা-সহ কয়েকটি জায়গায় ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো এবং স্কুল কর্তৃপক্ষকে অভিভাবকদের সঙ্গে মাসে একবার করে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। শনিবার অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করে মহকুমা প্রশাসনের তরফে ওই প্রস্তাব দেওয়া হয়েছে। স্কুলের অধ্যক্ষ আলবার্ন মিনজ্ বলেন, “প্রস্তাব কার্যকরীর প্রক্রিয়া শুরু হয়েছে।” এ দিনই এক ছাত্রের অভিভাবক থানায় অভিযোগ জানান, গত শুক্রবার তাঁর ছেলেকে উঁচু ক্লাসের এক ছাত্র মুখোশ পড়ে মারধর করেছে। অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করেছে পুলিশ।

মাকে গুলি, গ্রেফতার যুবক
জমি লিখে দিতে না চাওয়ায় মায়ের কপালে গুলি চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পরে থানায় গিয়ে আত্মসর্মপণ করে অভিযুক্ত দেবাশিস স্বর্ণকার। শুক্রবার রাতে মালদহের হরিশচন্দ্রপুরের ঘটনা। আহত রাধারানী স্বর্ণকারকে মালদহের মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। শনিবার সকালে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ও পরিবার সূত্রে খবর, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দেবাশিস মাস তিনেক আগে বাড়ি ছেড়ে আলুয়াবাড়িতে চলে গিয়েছিলেন। শুক্রবার রাতে বাড়ি ফিরে মায়ের ঘরে ঢুকে তিন কাঠা জমি তার নামে লিখে দেওয়ার দাবি জানান তিনি। রাধারানিদেবী সেই দাবি মানতে না চাওয়ায় তাঁকে গুলি করে দেবাশিস পালিয়ে যায় বলে অভিযোগ। মালদহের পুলিশ সুপার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “সম্পত্তির ভাগাভাগি নিয়ে পারিবারিক বিবাদের জেরেই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করা হয়েছে।”

বাতিল হল স্কুল পরিচালন সমিতির ভোট
ভুয়ো মনোনয়ন পত্র দাখিল করায়, এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় হ্যামিল্টন হাই স্কুলের পরিচালন সমিতির নির্বাচন বাতিল করে দেওয়া হয়েছে। আজ, রবিবার ওই স্কুলে পরিচালন সমিতির ভোট নেওয়ার কথা ছিল। এক প্রার্থীর মনোনয়ন নিয়ে অভিযোগ জমা পড়ায় এদিন শনিবার ফের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। একটি মনোনয়ন ভুয়ো বলে প্রমাণিত হওয়ায় কালচিনি থানায় অভিযোগ জানান প্রধান শিক্ষক অরিন্দম মজুমদার। এর জেরেই রবিবারের নির্বাচন বাতিল করা হয়েছে।

বস্তিতে কলেজের দাবি শামুকতলায়
পুখুরিয়া থেকে সরিয়ে শামুকতলা বস্তিতে সিধু কানহু কলেজ তৈরির জন্য কলেজ পরিচালন সমিতির কাছে দাবি জানালেন শামুকতলা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান গাব্রিয়েল হাঁসদা। তিনি জানান, শামুকতলা বস্তিতে কলেজ চান বাসিন্দারা। আমরাও চাই শামুকতলা বস্তিতেই কলেজ হোক। কলেজের পরিচালন সমিতির সম্পাদক তথা সিপিএম নেতা সচিত্রমোহন চন্দ জানান, তিনবছর ধরে সাঁওতালপুর মিশন হাইস্কুলের কয়েকটি ঘরে অস্থায়ী ভাবে কঢ়েঝ চলছে। স্থায়ী ভবনের জন্য টাকা মিললেও জমির জন্য তৈরি করা যায়নি। পরে পুখুরিয়ায় কলেজের ছবি চিহ্নিত করা হয়।

কার্তুজ-সহ ধৃতের হাজত
মালদহ টাউন স্টেশন থেকে কার্তুজ-সহ ধৃত সত্যনারায়ণ সিংহকে শনিবার রেল পুলিশ মালদহ আদালতে তোলে। বিচারক ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। রেল পুলিশের আইসি সুজিত কুমার ঘোষ জানান, ধৃতকে নিয়ে অসম ও নাগাল্যান্ডে নিয়ে যাওয়া হবে। গত শুক্রবার রেল পুলিশ বিহারের ভাগলপুরের বাসিন্দা সত্যনারায়ণকে গ্রেফতার করে। তাঁর ব্যাগ থেকে এসএলআর ও ৭.৬২ এমএমের ৬১০ রাউন্ড, নাইন এমএমের ১৬ রাউন্ড এবং থ্রি নট থ্রি-র ৩০৩টি গুলি-সহ মোট ৬৩৫ রাউন্ড গুলি উদ্ধার করে।

হামলার অভিযোগ
আধার কার্ডের জন্য ছবি তোলার সময় কোচবিহারের দুটি ব্লকে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার কোচবিহার-১ ব্লক ও শীতলখুচি ব্লকে ঘটনাটি ঘটেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছবি তুলতে না পারার অভিযোগে বাদানুবাদ থেকে হাতাহাতি হয়।

বালুরঘাট দিবস
বালুরঘাটের স্বাধীনতা লড়াইয়ের বিজয়গাথা স্মরণে শনিবার পালিত হল ‘বালুরঘাট দিবস’। আত্রেয়ী নদীর ডাঙিঘাটে এবং পুরনো প্রশাসনিক ভবন চত্বরে শহিদ স্মারক স্তম্ভে পুষ্পস্তবক দেওয়া হয়।

পুলিশের উদ্যোগ
ভাড়া বৃদ্ধির দাবিতে শনিবার দুপুর থেকে ধর্মঘট শুরু করে বাগডোগরা বিমানবন্দেরর প্রি-পেড ট্যাক্সি চালকরা। কিন্তু দুপুরে যাত্রী স্বার্থের কথা চিন্তা করে স্থানীয় বাগডোগরা থানা থেকে ১৬ টি গাড়ির ব্যবস্থা করা হয়। পরে অবশ্য ডান-বাম সব ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহার করে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.