খুনের হুমকি জেরারকে
সংবাদসংস্থা • লন্ডন |
লিভারপুলের জার্সি গায়ে ৪০০তম ম্যাচে অধিনায়কত্ব করতে নামার আগেই বিপত্তি। আচমকা খুনের হুমকি পেলেন স্টিভন জেরার। যা নিয়ে রীতিমতো উত্তাল লিভারপুল। মেলউড ট্রেনিং গ্রাউন্ডে সতীর্থদের সঙ্গে ফ্রি কিক প্র্যাক্টিসে ব্যস্ত থাকার সময়ই প্রকাশ্যে এই হুমকি পান জেরার। মাঠের বাইরে থেকে এক ব্যক্তি জেরারকে উদ্দেশ্য করে হুমকি দেন। প্রথমে ইংল্যান্ড অধিনায়ক পাত্তা দেননি। কিন্তু অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ক্রমাগত হুমকি দিতে শুরু করেন। আক্রমণ ক্রমশ ব্যক্তিগত পর্যায়ে যেতে শুরু করলে প্রথমে ইংরেজ অধিনায়ক ওই ব্যক্তিকে থামার ইশারা করেন। তাতেও কাজ হয়নি। চিৎকার চলতে থাকে, “তোমার বাড়ি কোথায় জানি জেরার তোমার বাড়ি জ্বালিয়ে দেব। তোমাকে আর তোমার বাচ্চাদের মেরে ফেলব।” এ সব শুনে আর চুপ করে থাকতে পারেননি জেরার। মাঠের বাইরে বেরিয়ে ওই ব্যক্তির মুখোমুখি হওয়ার চেষ্টা করেন তিনি। লিভারপুলের সহকারী ম্যানেজার কলিন পাসকো জেরারকে থামান। তাঁকে শান্ত করার চেষ্টা করেন। আর ওই ব্যক্তিকে থামাতে দ্রুত মাঠের বাইরে চলে যান ক্লাবের কিট ম্যানেজার লি র্যডক্লিফ। কিন্তু তিনি পৌঁছনোর আগেই বাইরে চড়ে পালিয়ে যান ওই ব্যক্তি। ঠিক কেন জেরারকে এমন হুমকির মুখে পড়তে হল সেটা পরিষ্কার নয়।
|
আজ পর্যন্ত টাইগার উডসও যা পারেননি, গল্ফের সেই বিরল ‘ম্যাজিক’ করে দেখালেন জিম ফুরিক! শিকাগোয় বিএমডব্লিউ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে মার্কিন তারকা স্কোর করলেন ৫৯। যা গল্ফের বহুকাঙ্খিত ‘ম্যাজিক নম্বর’। পিজিএ ইতিহাসে এটাই এখনও পর্যন্ত এক রাউন্ডে সর্বকালের সেরা স্কোর। এবং এই স্কোর রয়েছে আর মাত্র পাঁচ জনের। অভিজাত সেই ক্লাবের ষষ্ঠ সদস্য হলেন ফুরিক। চলতি মরসুমে ফিনিক্স ওপেনে মিকেলসন ৬০ স্কোর করেছিলেন। অগস্টের ব্রিজস্টোন আমন্ত্রণী গল্ফে ৬১ স্কোর করে সাড়া ফেলেছিলেন উডস। কিন্তু ‘ম্যাজিক ক্লাব’-এর সদস্যপদ জোটেনি তাঁদেরও। কনওয়ে ফার্মস কোর্সে ১১টি বার্ডি, এক ঈগল ও একটি বোগি-সহ বারো-আন্ডার ৫৯ করে এই দুই মহাতারকাকেই ছাপিয়ে গেলেন ফুরিক। প্রাক্তন যুক্তরাষ্ট্র ওপেন জয়ী ও আট বারের রাইডার কাপ তারকার ইতিহাস স্পর্শ করার চিত্রনাট্যটা টানটান সাসপেন্স থ্রিলারের মতোই রোমাঞ্চকর! যার ক্লাইম্যাক্সে দমবন্ধ করা চাপ সামলে শেষ হোল বার্ডি করতেই হত। ওই সময় ফুরিক নিজেকে তাতাতে বলেন, “জীবনে সুযোগ একটাই পাবে। এটা হাতছাড়া করো না।” এবং নিখুঁত পাটে বার্ডি করে বাজিমাত করে যান!
|
কালীঘাট এম এস-কে ৩-১ হারিয়ে প্রায় দশ বছর পর ডুরান্ড সেমিফাইনালে উঠল মহমেডান। দুটো গোল করেন স্ট্রাইকার অজয় সিংহ। পেন পরপর বেশ কয়েকটা সুযোগ নষ্ট করলেও ম্যাচ শেষ হওয়ার ১২ মিনিট আগে একটা গোল করে ৩-১ করেন। ওই গ্রুপের অন্য ম্যাচে ভাইচুং ভুটিয়ার সিকিম ইউনাইটেড-কে ৬-২ উড়িয়ে শেষ চারে চলে গেল মুম্বই টাইগার্স। বিকাশ জাইরু হ্যাটট্রিক-সহ চার গোল করেন। অন্য দুটি গোল মালসোয়ামা ও জিশানের। সোমবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি মহমেডান ও মুম্বই টাইগার্স।
|
সৌরভ গঙ্গোপাধ্যায়, অরুণলালদের পর বাংলা থেকে এ বার কমেন্ট্রি বক্সে ঢুকে পড়তে চলেছেন প্রাক্তন বাংলা অধিনায়ক দীপ দাশগুপ্ত। তবে আন্তর্জাতিক ম্যাচে নয়, দীপকে কমেন্ট্রি করতে দেখা যাবে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে। যেখানে বেশ কয়েকটা ম্যাচে কমেন্ট্রি করার কথা আছে তাঁর। |