নারী নির্যাতন রুখতে সরব হল স্কুলপড়ুয়া কিশোর-কিশোরীরা। শনিবার কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটিতে ‘নারী নির্যাতন এবং প্রতিরোধ’ শীর্ষক বিষয়ে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নারী নিগ্রহ রোধে মূলত জনসচেতনতা বাড়িয়ে সামাজিক দৃষ্টিভঙ্গির বদলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করল স্কুলপড়ুয়ারা। হিন্দু স্কুল, পাঠভবন, অ্যাসেম্বলি অফ গড চার্চ, বেথুন, বেলতলা গার্লস, যাদবপুর বিদ্যাপীঠ, নাকতলা হাইস্কুল, দমদম মতিঝিল গার্লস-সহ ২৮টি স্কুলের একাদশ বা দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ‘নারী নিগ্রহ বিরোধী কমিটি’ আয়োজিত ওই প্রতিযোগিতায় ছিল। সাম্প্রতিক নারী নিগ্রহের ঘটনার দৃষ্টান্ত দিয়ে সওয়াল করেছে, নারীকে দ্বিতীয় শ্রেণির নাগরিক বা পণ্য বা সম্পত্তি ভাবার মানসিকতা বদলাতে হবে। তার জন্য প্রকৃত শিক্ষার প্রয়োজন। চিত্র পরিচালক শতরপা সান্যাল, ভলিবল খেলোয়াড় অনিতা রায় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সজল মাইতি ছিলেন বিচারকের আসনে।
|
২০ লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি ফোন এবং বাড়িতে নকল পার্সেল বোমা পাঠিয়ে এক ব্যবসায়ীকে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার হল এক যুবক। পুলিশ জানায়, শুক্রবার রাতে বিজয়কুমার সাউ নামে ওই যুবককে কসবা থেকে ধরা হয়। তার কাছ থেকে একটি মোবাইল এবং সিম কার্ড উদ্ধার হয়েছে। লেক থানা এলাকার সাউথ এন্ড পার্কের এক ব্যবসায়ী বাসিন্দা বাবুলাল বেঙ্গানি নামে এক ব্যবসায়ী অভিযোগ করেন, এ মাসের প্রথম দিকে কয়েক দিন ২০ লক্ষ টাকা তোলা চেয়ে তাঁর কাছে ফোন আসে। একটি ভুয়ো পার্সেল বোমাও পাঠানো হয়। তিনি পুলিশে অভিযোগ। তদন্তে পুলিশ জানতে পারে, ওই ব্যবসায়ীর পাশের বাড়িতে গাড়ি চালাত বিজয়। ৩ সেপ্টেম্বর কসবার একটি দোকান থেকে তার সঙ্গী মকবুল হকের নামে সিম কার্ড কেনে বিজয়। ওই নম্বর থেকেই হুমকির ফোন আসছিল। পুলিশ খোঁজ নিয়ে দেখে মকবুল কলকাতায় নেই। কিন্তু ফোনের টাওয়ার লোকেশন দেখাচ্ছে দক্ষিণ কলকাতা। ওই মোবাইলে যাঁরা ফোন করেন, তাঁদের থেকে পুলিশ জানতে পারে বিজয় ফোনটি ব্যবহার করছে। এর পরেই ধরা হয় তাকে। মকবুলকে খুঁজছে পুলিশ।
|
স্কুলে পড়ে গিয়ে চোট পেলেও চিকিত্সা করানো হয়নি বলে শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করলেন এক ছাত্রীর বাবা। শনিবার ঠাকুরপুকুর থানায় এই অভিযোগ দায়ের হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার বেহালার ওই স্কুলে শারীরশিক্ষার ক্লাসে পড়ে গিয়ে কব্জিতে চোট পায় পঞ্চম শ্রেণির ছাত্রী অনন্যা কাঁঠাল। ছাত্রীর বাবা দিলীপ কাঁঠাল অভিযোগ করেন, স্কুলের একাধিক শিক্ষক শারীরশিক্ষার শিক্ষককে ছাত্রীর অভিভাবকের কাছে বিষয়টি জানানোর অনুরোধ করলেও তিনি গুরুত্ব দেননি। বরং ছাত্রীকে পরিচয়পত্রের ফিতেয় হাত ঝুলিয়ে রাখতে বলা হয়। দিলীপবাবু জানান, মেয়ের হাতের কব্জি ফুলে ছিল, যন্ত্রণা হচ্ছিল। সন্ধ্যায় হাতের এক্স-রে করলে দেখা যায়, কব্জি ভেঙেছে। শুক্রবার ওই ছাত্রীর হাতে অস্ত্রোপচার হয়। শারীর শিক্ষার শিক্ষক পলাশ মণ্ডল বলেন, “ছাত্রীটির হাতে বরফ লাগানো হয়েছিল। হাঁটু ছড়ে যাওয়ায় ওষুধও লাগানো হয়।” তিনি জানান, স্কুল ছুটির পরে ছাত্রীর মামা তাকে নিতে এলে তাঁকে বলা হয়, প্রাথমিক চিকিত্সা হয়েছে। বাড়ি গিয়ে চিকিত্সকের কাছে নিয়ে যেতেও বলা হয়।
|
পুজোর মুখে রবিবার। ধর্মতলা চত্বরে এমন দিনে কেনাকাটার ভিড় থাকে বিপুল। তেমন দিনেই সমাবেশের ফলে অসুবিধা হতে পারে। তাই আম জনতার কাছে আগাম দুঃখপ্রকাশ করে নিল ডিওয়াইএফআই। তবে সংগঠনের রাজ্য সভাপতি আভাস রায়চৌধুরী শনিবার জানান, মানুষের অসুবিধার কথা ভেবেই ধর্মতলা চত্বরে তাঁদের যুব সমাবেশ বেলা ৩টের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা হবে। চাকরির ভুয়ো ঘোষণা নয়, প্রকৃত অর্থেই সব হাতে কাজ চাই এই দাবিতে আজ, রবিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে বামফ্রন্টের যুব সংগঠনগুলির সমাবেশ।
|
গুদাম থেকে চুরি গেল ১৩৫টি এলইডি টেলিভিশন। শুক্রবার রাতে, পশ্চিম বন্দর এলাকার হাইড রোড থেকে। পুলিশ জানায়, চুরি যাওয়া জিনিসের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। গুদামটি টেলিভিশন প্রস্তুতকারী একটি সংস্থার। পুলিশের অনুমান, গুদামের ঘুলঘুলি ভেঙে চোরেরা ভিতরে ঢোকে। স্থানীয় দুষ্কৃতীরা ঘটনায় জড়িত কি না দেখা হচ্ছে।
|
ব্যঙ্গচিত্র কাণ্ডে অভিযুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র এবং তাঁর প্রতিবেশী সুব্রত সেনগুপ্তের পাশে দাঁড়ালেন তাঁদের আবাসনের ৫২১ জন আবাসিক। অম্বিকেশ ও সুব্রতবাবুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা।
|
তিন যুবকের থেকে তিন কোটি টাকা বাজেয়াপ্ত করল সিঁথি থানার পুলিশ। শুক্রবার, সাউথ সিঁথি রোড এলাকা থেকে। ধৃতদের নাম পিন্টু শুক্ল, প্রশান্ত শুক্ল ও মনোজ সিংহ। টাকার উত্স দেখাতে না পারায় কেন্দ্রীয় সরকারের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে শনিবার তাদের তুলে দেওয়া হয়। |