খনি শিল্পে দক্ষ কর্মীর অভাব রয়েছে। উপযুক্ত কর্মী তৈরির উপর জোর না-দিলে ভবিষ্যতে উত্পাদন বৃদ্ধির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। শনিবার কলকাতায় মাইনিং, জিওলজিকাল অ্যান্ড মেটালার্জিকাল ইনস্টিটিউট (এমজিএমআই) আয়োজিত খনি শিল্প নিয়ে এক আলোচনাসভায় এই মন্তব্য করেন কোল ইন্ডিয়ার সিএমডি এস নরসিংহ রাও। দক্ষ কর্মী তৈরির ব্যাপারে তাঁরা দায়িত্ব নিতে রাজি বলে কোল ইন্ডিয়ার কাছে প্রস্তাব দেন এমজিএমআই-এর কর্তারা।
এ দিকে বেসরকারি উদ্যোগে ৭টি খনি থেকে কয়লা উত্তোলনের পরিকল্পনা করেছে কোল ইন্ডিয়া। এ জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। নরসিংহ রাও জানান, “ওই ৭টি খনিতে প্রতি বছর মোট ১.৭৫ কোটি টন কয়লা উত্তোলন করা যাবে। এর জন্য মূলধন লাগবে ৩ হাজার কোটি টাকা।” খনিগুলি থেকে কয়লা তোলার দায়িত্ব কাদের হাতে তুলে দেওয়া হবে, সে ব্যাপারে ২০১৪ সালের মার্চ মাসের মধ্যেই কোল ইন্ডিয়া চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান রাও। |