নানা ধরনের প্রচুর গুলি এবং ১৫ হাজার টাকার জাল নোট-সহ এক ব্যক্তিকে শুক্রবার মালদহ টাউন স্টেশন থেকে গ্রেফতার করল রেল পুলিশ। রেল পুলিশ জানায়, ধৃত সত্যনারায়ণ সিংহ বিহারের ভাগলপুরের গোপালপুর গ্রামের বাসিন্দা। বয়স বছর ৪৫। নাগাল্যান্ড থেকে গুয়াহাটি সে, সেখান থেকে ট্রেনে চেপে গত রাতে সে মালদহে পৌঁছয়। দিনের বেশির ভাগ সময় সে স্টেশনের বিশ্রামাগারে ছিল। কিছুক্ষণ ঘোরাফেরা করেছে মালদহ শহরেও। এ দিন বিকেলে কাটিহার প্যাসেঞ্জার ধরার জন্য সে প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল। তার সঙ্গের ট্রলি ব্যাগে ৭.৬২ মিলিমিটারের ৬১০ রাউন্ড, ৯ এমএম পিস্তলের ১৬ রাউন্ড এবং থ্রি-নট-থ্রি রাইফেলের ৯ রাউন্ড গুলি ছিল বলে রেল পুলিশের দাবি। মালদহ টাউন স্টেশনের রেল পুলিশের আইসি সুজিত কুমার ঘোষ বলেন, “সন্দেহের বশে তল্লাশি চালানোতেই গুলি ও জাল টাকা উদ্ধার হয়।”
|
জমি থেকে বেগুন তোলা নিয়ে শরিকি সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। জখম দু’জন। শুক্রবার দুপুরে বৈষ্ণবনগর থানার শাহাবানচকের চন্দ্র নারায়ণপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহতের নাম আবদুল খালেদ (১৮)। জখম মাফিজুর শেখ, নামিজ শেখকে হাসপাতালে ভর্তি । পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “বেগুন তোলা কেন্দ্র করে গোলমালে এক জন মারা গিয়েছে।”
|
৮১ নম্বর জাতীয় সড়ক সংস্কার শুরু করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মালদহে কদুবাড়ি থেকে চাঁচল পর্যন্ত ওই সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে । সোমবার সংস্কারের দাবিতে সড়কের ১০টি এলাকায় অবরোধ করে উন্নয়ন সমিতির সদস্যরা। গাজোলে কদুবাড়ি থেকে হরিশ্চন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়কের ৫০ কিমি রাস্তার ১৪ কিমি তৈরির কাজ ক’ মাস আগে শেষ হয়।
|
কাজের টোপ দিয়ে এক মহিলাকে দিল্লি নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে জঁয়গার এক ব্যক্তিকে ধরল পুলিশ। তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার পথে ধূপগুড়ি, শিলিগুড়িতে ধর্ষণ করা হয়। দিল্লির পরিচারিকার কাজ পাইয়ে দিয়ে ওই ব্যক্তি জঁয়গা ফিরে আসেন। বৃহস্পতি বার মহিলা জঁয়গায় অভিযোগ করলে অভিযুক্তকে ধরে পুলিশ।
|
শস্যবিমার ক্ষতির টাকা আলু চাষিদের দিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নির্দেশ দিল ক্রেতা সুরক্ষা আদালত। ১০ সেপ্টেম্বর এ নির্দেশ দেওয়া হয়। ধসায় আলুর ফলন মার খাওয়ার ৩ বছরের মাথায় ক্ষতি বাবদ শস্যবিমার টাকা পাওয়া নিয়ে আশার আলো দেখছেন তুফানগঞ্জের টাটেরকুঠির ২৪ কৃষক। হেনস্থায় চাষিদের আরও ১০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেয় আদালত।
|
দুটি এলাকা থেকে দুটি দেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার গোয়ালপোখর ও চোপড়ায় ঘটনাটি ঘটে। মৃত মলিনা বিবি (৪২)-র বাড়ি গোয়ালপোখরের ভেলাগাছিতে। অপর মৃত কিশোরীর নাম রিতা দেবনাথ (১৬)। তার বাড়ি চোপড়ার দাসপাড়া এলাকায়।
|
পুলিশ-প্রশাসন আশ্বাস দেওয়ায় থানায় অবস্থান কর্মসূচি স্থগিত রাখল কংগ্রেস। শুক্রবার এ কর্মসূচি ছিল। |