|
|
|
|
|
|
|
পুস্তক পরিচয় ৩... |
|
চরিত্রের অভিধান |
স্মৃতি ঝালিয়ে নেওয়ার এক আশ্চর্য উপায় ফেঁদেছেন দীপক গোস্বামী। পরশুরামের (রাজশেখর বসু) গল্পের চরিত্রাবলিকে দু’মলাটে ধরেছেন পরশুরামচরিত (এম সি সরকার, ২০০.০০)। ধন্যবাদহীন এই কাজটি করার জন্যে তিনি ধন্যবাদার্হ। বর্ণানুক্রমিক ভাবে সব চরিত্র সাজানো, এবং সে-উল্লেখে ঠাঁই পেয়েছে পরশুরাম-কৃত উপস্থাপনার নিহিত কৌতুকটুকু। ভূমিকা-য় দীপকবাবু সেটি স্পষ্টও করেছেন: ‘যেহেতু হাস্যরস সৃষ্টির জন্য পরশুরাম মূলত হাস্যরসাত্মক চরিত্র, কৌতুককর সংলাপ এবং হাস্যজনক পরিস্থিতির ব্যবহার করেছেন, এই পদ্ধতি অনুসরণ করেই আমরা তাঁর গল্পের পাত্রপাত্রীদের তাঁরই তৈরি পরিবেশ ও সংলাপসহ ধরতে চেয়েছি।’ একটি অনুক্রমণীও সাজিয়েছেন শেষে, যেখানে গল্পের নামগুলি বর্ণানুক্রমিক ভাবে সাজানো, কারণ ‘কখনও কখনও পাঠকের স্মৃতিতে গল্পের নামটি অটুট থাকলেও চরিত্রের নামটি ঝাপসা হয়ে আসে।’ |
|
|
|
|
|