পথ দুর্ঘটনায় মৃত্যু সেনার
নিজস্ব সংবাদদাতা • ইন্দাস |
উত্তরপ্রদেশের এলাহাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইন্দাসের কুশমুড়ি গ্রামের বাসিন্দা এক সেনা জওয়ানের। জখম হয়েছেন তাঁর স্ত্রী ও মেয়ে। মৃতের নাম মানিক খাঁ (৪৮)। ইন্দাসের কুশমুড়ি গ্রামে তাঁর বাড়ি। বুধবার রাতে এলাহাবাদ শহরে মোটরবাইকে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে বেরিয়েছিলেন। একটি গাড়ির ধাক্কায় তাঁরা ছিটকে পড়েন। স্থানীয় সামরিক বাহিনীর হাসপাতালে তিন জনকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পরে মানিকবাবুর স্ত্রী কাকলি খাঁ ও মেয়ে পৌলমী খাঁ-কে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে সেখানেই মৃত্যু হয় মানিকবাবুর। তাঁর শ্যালক মৃত্যুঞ্জয় খাঁ বলেন, “ভগ্নিপতির দেহ ময়নাতদন্ত করে শনিবার গ্রামের বাড়িতে পাঠাবে বলে সেনাবাহিনী আমাদের জানিয়েছে।” পরিবার সূত্রে খবর, মানিকবাবুর পরিবারে স্ত্রী ছাড়া ১৮ এবং ২০ বছরের দুই মেয়ে রয়েছেন। আর পাঁচ মাস পরেই তাঁর চাকরি থেকে অবসর নেওয়ার কথা ছিল। মৃত্যুঞ্জয়বাবু জানান, মানিকবাবু প্রায় ২৮ বছর সেনা বাহিনীতে কাজ করেন। বুধবার রাতে ছোটভাগ্নি তাঁকে দুর্ঘটনার খবর দেন।
এ দিনই স্কুলে যাওয়ার পথে বিষ্ণুপুরে দু’টি পৃথক দুর্ঘটনায় জখম হয় দুই ছাত্রী। তাদের বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করানো হয়। |
তৃণমূলের প্রতীক না পাওয়া পঞ্চায়েত ভোটে জয়ী দ্বারিকা-গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েতের নির্দল সাত সদস্য দলে ফিরে এলেন। শুক্রবার বাঁকুড়ার তামলিবাঁধে এক সভায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের উপস্থিতিতে তাঁরা আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন। ওই পঞ্চায়েতের ১২টি আসনের মধ্যে নির্দলের সাত জন জয়ী হয়ে বোর্ড গঠন করেছিলেন। তৃণমূলের জেলা সভাপতি অরূপ খাঁ বলেন, “সাত জনই তৃণমূলে যোগ দেওয়ায় ওই পঞ্চায়েতটি আমাদেরই দখলে এল।” পরে মুকুলবাবু বলেন, “লোকসভা ভোটে ভাল ফল করে তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথের কাজ শেষ করব।” এর আগে আরও কয়েকটি পঞ্চায়েতে নির্দল সদস্যরা তৃণমূলে যোগ দিয়েছেন।
|
বজ্রাঘাতে মৃত্যু হল এক মহিলার। বুধবার বিকেলে পুরুলিয়ার বলরামপুর থানার পারবাইদ গ্রামের ঘটনা। মৃতার নাম জলেশ্বরী মাঝি (৪৫)। ওই গ্রামেই তাঁর বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন বিকেলে তিনি ধান খেতে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন। সেই সময় বাজ পড়ে। সেখান থেকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন।
|
এক যুবককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল একটি পিকআপ ভ্যান। জখম হন চালক-সহ তিন জন। পিকআপ ভ্যানে থাকা দু’টি গরু মারা গিয়েছে। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে বোরো থানার জাগদা গ্রামের কাছে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে বারি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন।
|