পরিবর্তিত পাঠ্যক্রমের সংস্কৃত বই দেরি করে পাওয়ায় ষাণ্মাসিক পরীক্ষার আগে বিপাকে পড়েছে হুগলি কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্রেরা। শুক্রবার তারা ক্লাস বয়কট করে বিক্ষোভ দেখাল।
স্কুল সূত্রে জানা গিয়েছে, চলতি শিক্ষাবর্ষের প্রথম থেকে পরিবর্তিত পাঠ্যক্রমের বই না মেলায় পুরনো পাঠ্যক্রমের সংস্কৃত বই-ই পড়াচ্ছিলেন শিক্ষকেরা। কয়েক দিন আগে নতুন বই হাতে আসে ছাত্রদের। নতুন বইতে গদ্য, পদ্য বা নাটক আলাদা। এ দিকে, পুজোর পরেই ষাণ্মাসিক পরীক্ষা। তাই পরীক্ষায় অসুবিধা হওয়ার দাবি তোলে ছাত্রেরা। |
স্কুল চত্বরে বিক্ষোভ দেখাল হুগলি কলেজিয়েট স্কুলের পড়ুয়ারা। —নিজস্ব চিত্র।
|
প্রধান শিক্ষক দিলীপকুমার শ্যামল ছাত্রদের সমস্যার কথা মেনে নিয়েছেন। তিনি বলেন, “চলতি শিক্ষাবর্ষে পাঠ্যক্রম অনুযায়ী সংস্কৃতের পাঠ্যবই দেরিতে প্রকাশিত হয়েছে। কয়েকদিন আগে নতুন বইটি হাতে আসার পরে দেখা যায়, পুরনো বইয়ের থেকে গদ্য, পদ্য বা নাটক আলাদা। সমস্যার কথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে জানানো হয়েছে।” উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বলেন, “সংস্কৃতের পাঠ্যক্রম একেবারে শেষ পর্যায়ে পরিবর্তন করা হয়। ততদিনে অবশ্য পাঠ্যক্রম ছাপা হয়ে গিয়ছিল। কিন্তু পরিবর্তনগুলি ওয়েবসাইটে জানানো হয়। অনেকে হয়তো সেটা লক্ষ্য করেননি।” মহুয়াদেবী মাসখানেক হল ওই দায়িত্ব নিয়েছেন। তাঁর আগের কর্তাদের সময়েই ওই পরিবর্তন ঘটানো হয়েছিল বলে তাঁর দাবি। তবে সভাপতির আশ্বাস, “পুজোর আগে কর্মশালা করে শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ হবে। সামনে একাদশের ষাণ্মাসিক পরীক্ষা। শিক্ষক-শিক্ষিকাদের বলা হবে, আপাতত যতটা পড়ানো সম্ভব, তা পড়িয়ে পরীক্ষা নিয়ে বাৎসরিক পরীক্ষার আগে এই পাঠ্যক্রমটা শেষ করে ফেলতে।” |