টুকরো খবর
বন্দিনী অন্তঃসত্ত্বা হলেন কী ভাবে, ধন্দে কর্তারা
জেলের মধ্যেই অন্তঃসত্ত্বা হলেন এক বন্দিনী। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে উদ্বেগে আছে কারা দফতর। লৌহকপাটের অন্তরালে কী ভাবে এটা সম্ভব হল, তার সবিস্তার তদন্তের নির্দেশ দিয়েছেন আইজি (কারা) রণবীর কুমার। রাজ্যের কারা দফতরের এআইজি (দক্ষিণ) বিচিত্রা ভট্টাচার্য বৃহস্পতিবার রাতেই তদন্ত শুরু করেছেন। কারা দফতর সূত্রের খবর, নারী পাচার-সহ বিভিন্ন মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ওই বন্দিনী ২০০৯ সাল থেকে আলিপুর মহিলা জেলে আছেন। তাঁর স্বামীও একই অপরাধে বন্দি। তিনি আছেন কলকাতারই প্রেসিডেন্সি জেলে। স্বামী-স্ত্রী একসঙ্গে বন্দিদের নিয়ে তৈরি ‘রাজদর্শন’ নাটকে অভিনয় করতেন। সেই সূত্রে তিনি অনেক সময়েই স্বামীর সঙ্গে থাকার সুযোগ পেয়েছেন বলে জানান ওই বন্দিনী। জেল-কর্তাদের জেরার মুখে ওই বন্দিনী দাবি করেছেন, তাঁর গর্ভে স্বামীরই সন্তান রয়েছে। বন্দিনীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি মাস ছয়েকের অন্তঃসত্ত্বা। কারা দফতরে প্রশ্ন উঠেছে, মহিলা ছ’মাসেরও বেশি অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও বিষয়টি জেল-কর্তৃপক্ষের নজর এড়িয়ে গেল কী ভাবে? এক কারাকর্তা বলেন, “জেলের মধ্যে কোনও মহিলার অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনা নজিরবিহীন। এর আগে কখনও এমন ঘটেছে বলে মনে পড়ছে না। এই ঘটনা জেলের মধ্যে সংশোধনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলবে।”

ছিনতাইয়ের নাটক করে ধৃত ৩
বান্ধবীকে দামি মোবাইল উপহার দিয়েও তাঁর মন জিততে পারেননি। তাই মোবাইল ফেরত পেতে ছিনতাইয়ের নাটক ফেঁদে শুক্রবার ধরা পড়লেন এক যুবক। তাঁর নাম অনিল জায়সবাল। মুকেশ ও সুমিত নামে তাঁর দুই বন্ধুও ধরা পড়েছেন। পুলিশ জানায়, অনিলের বান্ধবী পল্লবী রায়চৌধুরী অভিযোগ করেন, বুধবার এক রেস্তোরাঁয় মুকেশ ও অনিলের সঙ্গে খেতে যান তিনি। অনিলের গাড়িতে ফেরার সময়ে বাইপাসে এক বাইক-আরোহী গাড়ি আটকে গুলি করার হুমকি দিয়ে তাঁদের মোবাইল ছিনিয়ে পালায়। তখনই পল্লবীকে ট্যাক্সিতে চলে যেতে বলেন অনিল। নিজে মুকেশের সঙ্গে দুষ্কৃতীকে ধরতে বেরোনোর কথা বলেন। রেস্তোরাঁর সামনের সিসিটিভির ফুটেজ দেখেই অনিলকে খুঁজে বার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় অনিল ছিনতাইয়ের গল্প ফাঁদার কথা স্বীকার করেন। ধৃতদের আজ, শনিবার আদালতে তোলা হবে।

কেপমার ধৃত
গ্রেফতার হল এক কেপমার-সহ তিন দুষ্কৃতী। বৃহস্পতিবার, লেকটাউন থেকে। ধৃতদের নাম রাজেশ সিংহ, সুকুর আলি ও মহম্মদ সেলিম। কলকাতা ও সংলগ্ন এলাকার বিভিন্ন কেপমারির ঘটনায় গত দশ বছর ধরে রাজেশকে খুঁজছিল পুলিশ। পুলিশ জানায়, এদের নিশানায় ছিলেন মূলত ব্যাঙ্ক থেকে বেরনো গ্রাহকেরা। দুই সঙ্গী ভিতর থেকে গ্রাহকদের সম্পর্কে তথ্য যোগাড় করত। ব্যাঙ্কের বাইরে রাজেশ গ্রাহকদের ঠকিয়ে সেই টাকা হাতিয়ে নিত। সর্বাধিক ১৬ লক্ষ টাকা পর্যন্ত কেপমারি করেছে তারা। পুলিশের অনুমান, রাজেশ ভিন রাজ্যেও কেপমারিতে যুক্ত। রাজেশ পুলিশকে জানায়, সম্প্রতি শারীরিক সমস্যার কারণে কেপমারি ছেড়ে দিয়েছে। কিন্তু গত কয়েক মাসে লেকটাউন ও বাঙুরে ব্যাঙ্কের গ্রাহকদের নিশানা করে কিছু কেপমারি ঘটেছে। সেগুলির সঙ্গে রাজেশের যোগ আছে কি না দেখছে পুলিশ।

হাসপাতালে মহাশ্বেতাকে দেখে এলেন মুখ্যমন্ত্রী
বেসরকারি হাসপাতালে ভর্তি মহাশ্বেতা দেবীকে শুক্রবার সন্ধ্যায় দেখে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাশ্বেতা বুধবার ফুসফুসে সংক্রমণ নিয়ে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। মুখ্যমন্ত্রী এ দিন পূর্ব মেদিনীপুরে গিয়েছিলেন। ঘটনাচক্রে সেই জেলারই নন্দীগ্রামের ঘটনা নিয়ে মহাশ্বেতার উপন্যাস-ভিত্তিক একটি বাংলা ছবি এ দিনই মুক্তি পেয়েছে। ফিরে মহাশ্বেতার কাছে যান মুখ্যমন্ত্রী। প্রবীণ সাহিত্যিকের সঙ্গে আধ ঘণ্টার কথাবার্তায় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বন্ধ থাকবে জাদুঘর
সংস্কারের জন্য প্রায় পাঁচ মাস বন্ধ থাকবে ভারতীয় জাদুঘর। জাদুঘরের অধিকর্তা অরিজিৎ দত্তচৌধুরী বলেন, “যত্রতত্র এসি মেশিন বসানো হবে না। গ্যালারির ব্রিটিশ আমলের বন্ধ জানলা খুলে দেওয়া হবে। যান্ত্রিক ভাবে এগুলো খোলা-বন্ধের কথাও ভাবা হচ্ছে।” ২০১৪-র ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জাদুঘরের দ্বিশতবর্ষপূর্তি। অরিজিৎবাবু বলেন, “সংস্কৃতি মন্ত্রক এ জন্য প্রায় ১০০ কোটি টাকা মঞ্জুর করেছে। সংস্কারের দায়িত্বে রয়েছে এনবিসিসি।” জাদুঘরের লাগোয়া ফুটপাথ থেকে হকার সরাতে চান কর্তৃপক্ষ। অছি পরিষদের এক বৈঠকে প্রাক্তন অধিকর্তা অনুপ মতিলাল বলেন, “হকার সরাতে মেয়র ও পুলিশ কমিশনারকে চিঠি দিই। কিন্তু লাভ হয়নি।” জাদুঘরের সংস্কারের দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা বাসুদেব দাশগুপ্ত বলেন, “১৮ জুন পুর-কমিশনারকে চিঠি দিয়েছি। উত্তর আসেনি। হকার সরাতে মহাকরণে চিঠি দেওয়ার কথা ভাবা হচ্ছে।” কর্তৃপক্ষের আবেদন সত্ত্বেও হকার সরানো হয়নি কেন? মেয়র শোভন চট্টোপাধ্যায়ের উত্তর, “ওই ফুটপাথ থেকে হকার সরানো সম্ভব নয়।”

পার্ট টু অনার্সের ফল প্রকাশ
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পার্ট টু অনার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ২৪ সেপ্টেম্বরের মধ্যে কলেজে আবেদন জানাতে হবে। কলেজগুলিকে ওই আবেদন ২৭ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে বলে সহ-উপাচার্য (শিক্ষা) ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় শুক্রবার জানান। এ দিন বিএ, বিএসসি পার্ট টু অনার্সের নম্বর প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়। ২৮ হাজার ৪১৫ জনের অনার্সের নম্বর বেলা ৩টেয় www.wbresults.nic.in ওয়েবসাইটে দেওয়া হয়। কলেজেও নম্বরের তালিকা পাঠানো হচ্ছে। সহ-উপাচার্য বলেন, “ছাত্রছাত্রীরা যাতে পরবর্তী পড়াশোনার পরিকল্পনা ও প্রস্তুতিতে মন দিতে পারে, সেই জন্যই অনার্সের নম্বর আগে প্রকাশ করা হল। এর মাধ্যমে জেনারেল বিষয়গুলির পরীক্ষকদেরও বার্তা দেওয়া হল যে, তাঁরাও যেন দ্রুত ফল জমা দেন।” ২২ মে পার্ট টু অনার্সের পরীক্ষা শেষ হলেও পঞ্চায়েত ভোটের জেরে জেনারেল পরীক্ষা শেষ হয় অগস্টে। পুজোর ছুটির আগেই ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ।

পুরনো খবর:
মহালয়ায় ভ্রাম্যমাণ শৌচাগার
মহালয়ার দিন গঙ্গার পাড়ে ২০টি ঘাটে ভ্রাম্যমাণ শৌচাগার বসানো হবে। ওই দিন গঙ্গায় তর্পণ করতে আসা মানুষজনের সুবিধার্থে এই ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। শুক্রবার মেয়র পারিষদ (বস্তি) স্বপন সমাদ্দার বলেন, “মহালয়ার ভোরে গঙ্গায় প্রচণ্ড ভিড় হয়। অনেকেই প্রাতঃকৃত্য করেন ঘাটের ধারেকাছে। তাতে এলাকা নোংরা হয়।” তিনি জানান, ঘাট সংলগ্ন এলাকা যাতে নোংরা না হয় তার জন্যই এই ব্যবস্থা। মায়ের ঘাট, আহিরীটোলা, নিমতলা, প্রিন্সেপ ঘাট, বাগবাজার, সর্বমঙ্গলা ঘাট, বাজে কদমতলা-সহ ২০টি ঘাটে ওই ব্যবস্থা থাকবে বলে জানান স্বপনবাবু।

সার্জেন্ট পিটিয়ে ধৃত গাড়িচালক
ট্রাফিক নিয়ম অমান্য করা ও ট্রাফিক সার্জেন্টকে মারধরের অভিযোগে শুক্রবার গালিফ স্ট্রিটে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম রামকৃষ্ণ দাস। তিনি গাড়ি নিয়ে ‘নো এন্ট্রি’ এলাকায় ঢুকে পড়েছিলেন। কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট প্রবীর প্রামাণিক গাড়িটিকে থামানোর চেষ্টা করেন। রামকৃষ্ণ না-থেমে ওই সার্জেন্টকে ঠেলতে ঠেলতে এগিয়ে যান। তার পরে গাড়ি থেকে নেমে তিনি প্রবীরবাবু এবং দুই হোমগার্ডের সঙ্গে তর্ক জুড়ে দেন। স্থানীয় লোকেদের ডেকে এনে তাঁদের উপরে চড়াও হন। প্রবীরবাবু শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেন। গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

সমস্যায় বড়িশা পাঠাগার
  ছবি: অরুণ লোধ
রোজ গড়ে পাঠক আসেন ৩০ জন। ৪৫-৫০টি বই আদানপ্রদানও হয়। তবু নানা সমস্যা ১১০ বছরের বড়িশা পাঠাগারের। সম্পাদক রঞ্জন রায়চৌধুরী জানালেন, গ্রন্থাগারিক নেই, কর্মীর অভাব, কম্পিউটার নেই, র্যাকও অপ্রতুল। ১৯০৪-এর ২২ এপ্রিল সাবর্ণ রায়চৌধুরী পরিবারের বেনাকিবাড়ির ছোট্ট একটি ঘরে ৫৬টি বই নিয়ে পথ চলা শুরু পাঠাগারটির। ১৯৫০-এ নামকরণ হয় বড়িশা পাঠাগার।

গ্রেফতার তিন
হরিদেবপুর থানার বড়িশায় একটি সোনার দোকানে ডাকাতির চেষ্টার ঘটনায় বৃহস্পতিবার তিন অভিযুক্ত গ্রেফতার হল। ধৃতদের নাম তরুণ বাগ ওরফে কালু, শুভময় চক্রবর্তী এবং বিজয় বর্মা। পুলিশ জানায়, ৫ অগস্ট ওই ডাকাতির চেষ্টা হয়। তার দু’দিন আগে এলাকায় বিজয়কে দেখা গিয়েছিল। ওই সোনার দোকানের বিষয় সকল তথ্য সে-ই জোগাড় করেছে বলে পুলিশের অনুমান। আর এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত দিয়েছে আদালত।

গয়না-সহ গ্রেফতার ২
শুল্ক দফতরকে না-জানিয়ে বিমানে সোনার গয়না নিয়ে যাওয়ার অভিযোগে কলকাতা বিমানবন্দরে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম আর মুগান ওরফে টিন কাও কাও এবং ইউ জন ওরফে তুন মিনজো। দু’জনেরই মায়ানমারের বাসিন্দা। পুলিশি সূত্রের খবর, ওই দু’জন মায়ানমার থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতায় আসেন।

দেরিতে এল ট্রেন, যাত্রী-বিক্ষোভ
একটি লোকাল-সহ দু’টি এক্সপ্রেস ট্রেন দেরিতে চলার জন্য বিক্ষোভ দেখালেন যাত্রীরা। শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে কলকাতা স্টেশনে এই ঘটনা ঘটেছে। রেল সূত্রে জানা গিয়েছে, এ দিন নির্ধারিত সময়ের থেকে প্রায় ৪৫ মিনিট দেরিতে ট্রেনগুলি প্ল্যাটফর্মে আসে। সেই জন্যই যাত্রীরা বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে। তবে যাত্রীদের অভিযোগ, ট্রেনগুলি প্রতিদিনই স্টেশনে পৌঁছতে দেরি করে। সেই কারণেই নিত্য ভোগান্তির মুখে পড়তে হয় তাঁদের।

শ্রীচৈতন্য সংগ্রহালয়
শ্রীচৈতন্যের জীবন ও কাজ নিয়ে একটি সংগ্রহালয়ের পরিকল্পনা করেছে গৌড়ীয় মিশন। বিভিন্ন পুরাবস্তুর প্রতিরূপ, পুথি এবং পেন্টিং নিয়ে এই সংগ্রহালয়টি তৈরি করা হবে বলে জানিয়েছেন মিশন কর্তৃপক্ষ। সোমবার সকাল এগারোটায় বাগবাজারে গৌড়ীয় মিশনে সংগ্রহালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। মিশনের সাধারণ সম্পাদক বি এস সন্ন্যাসী মহারাজ জানিয়েছেন, এক হাজার বর্গমিটার জমিতে গড়ে তোলা হবে সংগ্রহালয়ের ত্রিতল ভবনটি। বিভিন্ন প্রদর্শ ছাড়াও থাকবে সভাঘর, স্পেস থিয়েটার, ক্যান্টিনও। এ ছাড়া ডিজিট্যাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে মিশনের সংগ্রহে থাকা বৈষ্ণব পুথিগুলিও।
সংগ্রহালয়ের নকশা

শ্রীচৈতন্যের ব্যবহৃত কাঁথা প্রাচীন পুঁথি গ্যালারির নকশা

 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.