২০১৩-’১৪ সালের আর্থিক পূর্বাভাস প্রকাশ করছেন প্রধানমন্ত্রীর
মুখ্য উপদেষ্টা
সি রঙ্গরাজন। শুক্রবার।-পিটিআই |
• আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৫.৩%। ছিল ৬.৪%।
• বৃদ্ধির চাকায় গতি ফিরবে বছরের দ্বিতীয়ার্ধে।
• ভাল বৃষ্টির দৌলতে কৃষিতে বৃদ্ধি ছোঁবে ৪.৮%। শিল্পে বৃদ্ধি ২.৭%।
• পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধি ৭% থেকে কমে ৬.৬%।
• আগামী মার্চের শেষে সার্বিক মূল্যবৃদ্ধি ৫.৫%।
• চলতি খাতে বাণিজ্য লেনদেনে ঘাটতিই প্রধান মাথাব্যথা।
তবে বছর শেষে তা নেমে আসবে জাতীয় আয়ের ৩.৮ শতাংশে।
• ডলারে টাকার দাম কিছুটা শুধরেছে। চলতি খাতে ঘাটতি নামলে, এই সমস্যা আরও কিছুটা কমবে।
• টাকা স্থিতিশীল না-হওয়া পর্যন্ত অপরিবর্তিত থাকা উচিত আর্থিক নীতি।
• চিন্তার কারণ রাজকোষ ঘাটতিও। তাকে ৪.৮ শতাংশে
বেঁধে রাখতে পেট্রোপণ্যে আরও ভর্তুকি ছাঁটাইয়ের সুপারিশ।
• বাণিজ্য ঘাটতি ১৮,৫০০ কোটি ডলার।
• অনেকখানি কমে সোনা আমদানি দাঁড়াবে ৩,৮০০ কোটি ডলারে।
• নিট মূলধন আসা কমে হবে ৬,১৪০ কোটি ডলার। ছিল ৮,৯৪০ কোটি।
• সঞ্চয়ের হার বাড়লেও কমবে লগ্নি।
• বেহাল অর্থনীতিকে চাঙ্গা করতে আর্থিক সংস্কারের দাওয়াই। পরামর্শ কর-ব্যবস্থা সংস্কারেরও। |