টুকরো খবর |
কারখানা গড়তে ১৪টি সংস্থাকে রাজ্য দিল ১৮২ একর |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কারখানা গড়ার জন্য ১৪টি সংস্থাকে ১৮২ একর জমি দিয়েছে রাজ্যের শিল্প দফতর। এর মধ্যে পেরেক, চুন তৈরির মতো ছোট সংস্থা থেকে বড় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পও রয়েছে। শুক্রবার মহাকরণে এই খবর জানিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “পশ্চিমবঙ্গ শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের শিল্পাঞ্চলগুলিতে সংস্থাগুলির চাহিদা অনুযায়ী জমি দেওয়া হয়েছে।”শিল্প দফতর এখন টেন্ডারের মাধ্যমেই বিভিন্ন সংস্থাকে শিল্পাঞ্চলের জমি দিয়ে থাকে। এর আগেও জমি পেয়েছে বেশ কিছু সংস্থা। পার্থবাবু এ দিন জানান, ওই সব শিল্পাঞ্চলে আর বেশি জমি নেই। ৬৭ একরের মতো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। তিনি বলেন, “নিগমকে নতুন শিল্পাঞ্চল গড়তে বলা হয়েছে। যাতে আরও সংস্থাকে জমি দেওয়া যায়।” পাশাপাশি পার্থবাবু এ দিন বলেন, “বিভিন্ন জেলায় নতুন যে ১৩টি তথ্যপ্রযুক্তি শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা আছে, তার অধিকাংশের কাজও শুরু হয়ে গিয়েছে।”
|
সাইবার হানা অম্বানীর আয়কর অ্যাকাউন্টে |
সংবাদসংস্থা • মুম্বই |
সাইবার হানা। এ বার অনিল অম্বানীর অ্যাকাউন্টে! রিলায়্যান্স এডিএজি গোষ্ঠীর কর্ণধার অনিল অম্বানীর আয়কর রিটার্ন অ্যাকাউন্ট হ্যাক করলেন হায়দরাবাদের ২১ বছর বয়সী শিক্ষানবীশ চার্টার্ড অ্যাকাউন্ট। দেশের অন্যতম ধনী শিল্পপতি অনিলের আয় ঠিক কত, তাঁর আয়করের অঙ্কই বা কেমন, এই কৌতূহলের বসেই নাকি এই কাণ্ড ঘটিয়ে বসেছেন মনোজ দাগা অ্যান্ড কোম্পানিতে শিক্ষানবিশী মেয়েটি। অনিলের আয় বা করের অঙ্ক জেনেই ক্ষান্ত হননি। জেনেছেন তাঁর প্যান নম্বরও। শুধু তা-ই নয়, বদলে দিয়েছেন আয়কর দফতরের ওয়েবসাইটে তাঁর অ্যাকাউন্টের পাসওয়ার্ড-ও। দু-দু’বার। দু’বারই অম্বানীর চার্টার্ড অ্যাকাউন্ট সংস্থার কাছে ই-মেল মারফত পাসওয়ার্ড বদলের খবর পাঠায় আয়কর দফতর। তার পর বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানায় এডিএজি গোষ্ঠী। পুলিশ জানিয়েছে, শীঘ্রই মেয়েটিকে সাইবার অপরাধের জন্য গ্রেফতার করবে তারা।
|
২৪ তারিখ ধর্মঘটের ডাক কোল ইন্ডিয়ায় |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বেতন বৃদ্ধি এবং সঠিক সময়ে পদোন্নতির দাবিতে আন্দোলনে নেমেছেন কোল ইন্ডিয়ার অফিসারেরা। এ নিয়ে ২৪ সেপ্টেম্বর এক দিনের ধর্মঘট হবে বলে জানান কোল মাইনস অফিসার্স অ্যাসোসিয়েশন- এর সেক্রেটারি জেনারেল পি কে সিংহ। অবশ্য আগে ধর্না ও অনশন ধর্মঘটের কমর্সূচিও নিয়েছেন তাঁরা। সিংহ-র অভিযোগ, “বহু রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজের ভিত্তিতে ভাতা চালু হলেও, কোল ইন্ডিয়ায় তা হয়নি।”
|
ফের পড়ল সূচক, সামান্য উঠল টাকা |
সংবাদসংস্থা • মুম্বই |
দেশের আর্থিক পূর্বাভাস তেমন সুবিধের নয়। তার উপর সামনেই রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি। ত্রাণ প্রকল্প বন্ধ করা হবে কি না, তা-ও শীঘ্রই জানাবে মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ। ফলে উৎকণ্ঠা ও সাবধানতার ‘জোড়া ফলা’ শুক্রবারও টেনে নামাল শেয়ার বাজারকে। এ দিন সেনসেক্স মাত্র ৪৯.১২ পয়েন্ট পড়েছে। তবে দিনভর তা অস্থির ছিল। অবশ্য গতকালের মতো এ দিন আর পড়েনি টাকা। ডলারে তা উঠেছে ১ পয়সা।
|
ব্যর্থ চটকল বৈঠক |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চটকল কর্মীদের দাবিদাওয়া ও ত্রিবার্ষিক চুক্তি নিয়ে দ্বিতীয় বৈঠকেও রফাসূত্র বেরলো না। গত এপ্রিলে প্রথম বৈঠক হয়েছিল। শুক্রবার শ্রম কমিশনারের ঘরে বৈঠকে ছিলেন তৃণমূলের দোলা সেন, আই এন টি ইউ সির গণেশ সরকার, সিটুর গোবিন্দ গুহ প্রমুখ। ছিলেন মালিক সংগঠন আইজেএমএ-র প্রতিনিধিরাও।
|
পেট্রোল বেড়ে ৮৩.৬৩ টাকা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
শুক্রবার মধ্যরাত থেকে কলকাতায় দর লিটারে ২.০৬ টাকা বেড়ে হল ৮৩.৬৩ টাকা। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, টাকার দামে পতন ও বিশ্ব বাজারে তেলের দর বাড়ায় এই সিদ্ধান্ত। তবে হালে চাকা কিছুটা ঘুরেছে। আগামী দু’সপ্তাহেও তা বজায় থাকলে দাম কমবে পেট্রোলের। অবশ্য এই বৃদ্ধির সমালোচনা করে ফেসবুকে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “কেন প্রতি দিন দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?”
|
ঠাকুর দেখার টিকিট |
দুর্গোপুজোয় ঠাকুর দেখাতে নয়া উদ্যোগ সিটিসি কর্তৃপক্ষের। সিটিসি-র বাস ও ট্রামে চেপে কলকাতার ঠাকুর দেখার জন্য বিশেষ টিকিট বিক্রি হবে। টিকিটের মূল্য দৈনিক মাথাপিছু ১০০ টাকা। এই টিকিটে যে কোনও জায়গার ঠাকুর দেখা যাবে। অন্য দিকে, ষষ্ঠী থেকে নবমী ব্যবস্থা থাকছে সিটিসি-র বিশেষ বাসেরও। এ ক্ষেত্রে হাওড়া এবং টালিগঞ্জ ডিপো থেকে সকাল ন’টায় ছাড়বে বাস। সিটিসি নির্দিষ্ট মন্ডপগুলো দেখাতে বড়দের মাথাপিছু ২০০ টাকা এবং পাঁচ বছরের কম বাচ্চাদের জন্য ১৫০ টাকা ধার্য করেছে।
|
হিডকো-র মেলা |
পুজোর পর ‘হিডকো’-র পৃষ্ঠপোষকতায় শুরু হবে মেলা। নিউ টাউনের ১ নম্বর অ্যাকশন এরিয়ায় ‘হিডকো’ ভবনের ঠিক পাশে। ‘হিডকো’-র চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, “গত বছর রবীন্দ্রতীর্থে আয়োজিত বিজয়া সম্মিলনীর সময়ে স্থানীয় বাসিন্দারা এ রকম মেলা করার প্রস্তাব জানান। তাই এই আয়োজন।”
|
গাড়ি ফেরাচ্ছে ফোডর |
দেশে ১.৬৬ লক্ষ ফিগো ও ক্লাসিক গাড়ি ফেরাচ্ছে ফোর্ড। সমস্যা স্টিয়ারিং ও রিয়ার সাসপেনশনে।
|
নতুন নিয়োগ |
বিক্রম কির্লোস্কার গাড়ি শিল্পের সংগঠন সিয়ামের প্রেসিডেন্ট হলেন। |
|