২ সভাপতিকে সরাল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
পঞ্চায়েত নির্বাচনে এলাকায় দল আশানুরূপ ফল করতে না পারায় তুফানগঞ্জের দুটি অঞ্চল কমিটির সভাপতিকে দায়িত্ব থেকে সরিয়ে দিল তৃণমূল। দলীয় সূত্রে জানা গিয়েছে পঞ্চায়েত নির্বাচনে তুফানগঞ্জ ১ ব্লকের ধলপল ২ অঞ্চল কমিটির সভাপতি সিদ্ধার্থ মণ্ডলএবং অন্দরান ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত কমিটির সবাপতি সুজিত দাসকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন অঞ্চল সভাপতি হিসাবে ধলপল ২ এলাকায় রঞ্জিত দাস এবং অন্দরান ফুলবাড়ি ২ এলাকায় ক্ষেত্রনাথ বর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে জেলার আরও ৩০টি অঞ্চল কমিটির সভাপতিও শাস্তির মুখে পড়তে পারেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “সাংগঠনিক ভিত মজবুত করতে কিছু অঞ্চল কমিটিতে রদবদল করা হচ্ছে। ইতিমধ্যে তুফানগঞ্জের দুটি অঞ্চল কমিটির সভাপতি হিসাবে পুরানোদের বদলে নতুন মুখ আনা হয়েছে। দলের স্বার্থ নিয়ে কোনও আপস করতে চাই না।” অপসারিত দুই অঞ্চল সভাপতির মধ্যে সুজিতবাবু বলেন, “আমি চক্রান্তের শিকার।” আর অন্য দিকে, সির্দ্ধাথবাবুর দাবি, “জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায়, আমি নিজেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলাম।” |
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দু’ বছর পরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হতে চলেছে। আগামী ৫ অক্টোবর সমাবর্তন অনুষ্ঠান হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল এম কে নারায়ণনের দফতর থেকে সমাবর্তনে তাঁর উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আচার্যের উপস্থিতির বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত সমাবর্তনের দিন ঠিক করতে পারছিলেন না কর্তৃপক্ষ। এ দিনে তা ঠিক হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রচাত্রী যাঁরা সমাবর্তন না হওয়ায় শংসাপত্র পাননি তাঁরা খুশি। উপাচার্য সমীর কুমার দাস বলেন, “আচার্য তথা রাজ্যপালের দফতর থেকে আগামী ৫ অক্টোবর সমাবর্তন অনুষ্ঠান করতে সম্মতি জানানো হয়েছে। সেই মতো সমস্ত আয়োজন করা হচ্ছে।” তবে সময় সংক্ষিপ্ত হওয়ায় বেশ কিছু কর্মসূচি বাদ দিতে হচ্ছে। ৯ এপ্রিল শেষ সমাবর্তন হয়েছিল। তার পর থেকে সমাবর্তন না হওয়ায় গত ২ টি শিক্ষা বর্ষের প্রচুর ছাত্রছাত্রীর শংসাপত্র দেওয়া হবে। |
শিক্ষিকাকে ধাক্কা, অভিযুক্ত করণিক
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
এক শিক্ষিকাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার চেয়ার বাইরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের এক করণিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর থানার নন্দঝাড় আদিবাসী তফসিলি স্কুলে ঘটনাটি ঘটেছে। শিক্ষিকা আর্পিতা দাসের অভিযোগ, “ক্লাস করে ফিরে এসে স্টাফ রুমে বসেছিলাম। অশিক্ষক কর্মী ধীরেন্দ্র নাথ বিশ্বাস ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দেয়। তার পরে চেয়ারটি বাইরে ফেলে দেন তিনি। স্কুল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করেছি। ওই জায়গায় ধীরেন্দ্রনাথবাবু বসতেন। এদিন সেখানে বসার পরেই ঘটনাটি ঘটে।” ধীরেন্দ্রনাথবাবুর দাবি, “মিথ্যা অভিযোগ করা হয়েছে। ওই জায়গায় আমি বসতাম। কিন্তু সকলের চলাফেরার অসুবিধা হওয়ায় পরিচালন সমিতির কথা মেনে আমি অন্যত্র বসি। দিদিমণিকে সেখান থেকে সরে যেতে বলি। উনি সরে যাওয়ার পর চেয়ারটা বাইরে ফেলে দিয়েছি।” স্কুলের প্রধান শিক্ষিকা রুমা দাস মন্তব্য করতে চাননি। |
বকেয়া টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দুই চাল ব্যাবসায়ীকে মারধর করে তিন লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে গিয়েছে একদল দুস্কৃতী। বৃহস্পতিবার ইংরেজবাজার থানার মিল্কির কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “দুষ্কৃতী ধরতে তল্লাশি চলছে।” পুলিশ জানায়, কালিয়াচকের সুজাপুরে চাল ব্যবসায়ী শাহদাদ হোসেন ও মাহাবুব আলম মিল্কি ও অমৃতি এলাকা থেকে বকেয়ার চালের টাকা তুলে গাড়িতে বাড়ি ফিরছিলেন। শাহদাদ জানিয়েছেন, আমাদের গাড়ির সামনে ছোট গাড়ি দাঁড়ায়। চারটি বাইকে ১২ জন এসে পাইপগান দেখিয়ে টাকা লুঠ করে। |