বাঁকুড়ায় রেলের গুডশেডের পরিকাঠামোগত উন্নয়ন ও কেঠারডাঙা রেল ফটকে নীচে রাস্তা তৈরি করার দাবি তুলল সিটুর বাঁকুড়া জেলা মুটিয়া মজদুর ইউনিয়ন। মোট ছ’দফা দাবিতে তারা বুধবার বাঁকুড়া স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দেয়। সিটুর জেলা সহ-সভাপতি তথা সিপিএমের জেলা কমিটির সদস্য প্রতীপ মুখোপাধ্যায়ের দাবি, “শতাধিক মহিলা-সহ প্রায় ৫০০ জন শ্রমিক রেলের গুডশেডে কাজ করেন। অথচ পানীয় জল বা শৌচাগারের ব্যবস্থা নেই। গুডশেডে ঢোকার রাস্তাটি বেহাল হয়ে পড়ায় মাল বইতে গিয়ে শ্রমিকরা পড়ে গিয়ে চোট পাচ্ছেন। গুডশেডের ভিতরে আলোর ব্যবস্থা নেই। এই ব্যবস্থাগুলি তৈরি করার দাবি জানিয়েছি।” একই সঙ্গে তাঁরা কেঠারডাঙা রেল ফটকের নীচে রাস্তা ও রূপসীবাংলা এক্সপ্রেস ট্রেনটিকে হাওড়া পর্যন্ত নিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন। দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন বাঁকুড়ার স্টেশন ম্যানেজার বিশ্বনাথ মুদি।
|
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল পুলিশ। বুধবার রাত ১০টায় বিষ্ণুপুর থানার খড়কাটা জঙ্গলে পুলিশ দু’জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি এক নলা বন্দুক ও ভোজালি। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সইদুল্লা মিদ্যা ও সাবির আলি খান। তাদের বাড়ি কোতুলপুর থানার ধ্বজনারায়ণপুর গ্রামে। পুলিশের দাবি, বাঁকাদহ গ্রামে একটি দোকানে ডাকাতির মতলব ছিল ধৃতদের। বৃহস্পতিবার বিষ্ণুপুর আদালতে তাদের ৬ দিনের পুলিশি হেফাজত হয়। বুধবার রাতেই পাশের জয়পুর থানার হরিণাশুলি গ্রাম থেকে পুলিশ লালমোহন ভুঁইয়া নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি মোটরবাইক ও পাইপগান আটক করে পুলিশ। আদালত তাকে তিন দিন পুলিশি হেফাজতে পাঠায়।
|
দরজার তালা ভেঙে চুরির অভিযোগ উঠল ওন্দার চূড়ামনিপুর গ্রাম পঞ্চায়েত ভবনে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি নজরে আসে। পঞ্চায়েতের সিপিএম প্রধান নাদিমা বিবি মল্লিকের অভিযোগ, “এ দিন সকালে গিয়ে দেখি অফিসের সদর দরজা ও ছ’টি ঘরের তালা ভাঙা। ন’টি ত্রিপল-সহ কিছু ফাইল পত্র চুরি গিয়েছে।” ওন্দার বিডিও শুভঙ্কর ভট্টাচার্য বলেন, “চুরির অভিযোগ পেয়েছি। পুলিশের কাছে অভিযোগটি জানানো হয়েছে।” |