বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন |
|
—নিজস্ব চিত্র। |
বৃহস্পতিবার ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এই উপলক্ষে উত্তর ২৪ পরগনা জেলা বিভূতি জন্মশতবর্ষ কমিটি ও ইছামতী নদী সংস্কার কমিটির যৌথ উদ্যোগে ‘পথের পাঁচালি’-র স্রষ্টার ১২০ তম জন্মদিন পালন করা হল। বনগাঁ মহকুমাশাসকের দফতরের সামনে ওই অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয়েছিল আলোচনাসভা ও সঙ্গীতানুষ্ঠানের। বিভূতিভূষণের মূর্তিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস। উপস্থিত ছিলেন ইছামতী নদী সংস্কার কমিটির সম্পাদক সুভাষ চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে।
|
সভায় তাণ্ডবে অভিযুক্ত তৃণমূল |
মঞ্চ ভেঙে, মাইকের তার ছিঁড়ে পুরভোটের প্রচারসভা পণ্ড করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আগরপাড়ার ঘোষপাড়া মোড়ে বৃহস্পতিবার পানিহাটি পুরসভার ২৪ এবং ২৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীর সমর্থনে সভা ছিল। সেখানে তৃণমূলের লোকজন তাণ্ডব চালায় বলে কংগ্রেসের অভিযোগ। ২৫ নম্বর ওয়ার্ডের গত ১৫ বছরের কাউন্সিলর এবং এ বারেরও দলীয় প্রার্থী অশোক দে এবং কেশব মিত্র নামে আর এক নেতাকে তৃণমূল মারধর করেছে বলে অভিযোগ করছেন কংগ্রেস নেতৃত্ব। খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
|
বাসের ধাক্কায় এক মহিলা-সহ দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার, বারুইপুর থানার পদ্মপুকুরে। মৃতদের নাম জাহানারা বিবি (২৪) ও গৌতম হালদার (৪০)। পুলিশ জানায়, বাসটি প্রথমে জাহানারা ও গৌতমকে এবং তার পর রাস্তার পাশের একটি দোকানে ধাক্কা মারে। আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বাসচালকও গুরুতর জখম হন। বাসটি আটক করা হয়েছে। |