হরিহরপাড়ার চোঁয়ার গণধর্ষণের ঘটনার দু’দিন পরেও কেউ গ্রেফতার হয়নি। জেলা পুলিশের তরফ থেকে তৎপরতা দেখানো হলেও অপরাধীরা অধরাই। বুধবার জেলা পুলিশের তরফ থেকে এক অপরাধীর স্কেচ প্রকাশের পরে হরিহরপাড়ার পুলিশ সন্দেহজনক এক জন ব্যক্তিকে আটক করে। কিন্তু তার কাছ থেকে সন্দেহজনক কিছু না পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ওই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি ‘পোট্রেট পার্লে’ প্রকাশ করা হয়েছে। পুলিশের একটি দল নির্দিষ্ট ভাবে ওই ঘটনার তদন্ত করছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।” বৃহস্পতিবার চোঁয়ায় গিয়ে দেখা যায়, ওই তরুণী দুই সন্তানকে নিয়ে ঘরে রয়েছেন। তাঁর স্পষ্ট জবাব, “দুষ্কৃতীদের সম্বন্ধে যা বলার পুলিশকে জানিয়েছি। থানায় লিখিত দিয়েছি। ওই সংক্রান্ত আমার আর কিছু বলার নেই।” প্রতিবেশীরা জানান, ওই দিন দুষ্কৃতীরা একটি মোবাইলও চুরি করেছিল। ফোনের সূত্র ধরেই পুলিশ অপরাধীদের ধরার চেষ্টা করছে।
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতের নাম গায়ত্রী সরকার (২৪)। বুধবার দুপুরে বহরমপুর থানার পাঁচবেড়িয়া এলাকার ঘটনা। মৃতার বাপেরবাড়ির তরফে মৃতার স্বামী গৌতমকুমার সাহার বিরুদ্ধে ‘বিষ খাইয়ে মেরে ফেলার’ অভিযোগ দায়ের করা হয়েছে। বহরমপুর থানার আইসি মোহায়মেনুল হক বলেন, “ঘটনার তদন্ত চলছে। তবে ঘটনার মূল অভিযুক্ত এখনও পলাতক।” আড়াই বছর আগে ভগবানগোলার মহিষাস্থলী গ্রামের বাসিন্দা গায়ত্রীদেবীর সঙ্গে বিয়ে হয় গৌতম সাহার সঙ্গে। তাঁদের সাত মাসের একটি পুত্রসন্তান রয়েছে। গৌতম সাহা ছিলেন অর্থলগ্নি সংস্থার এজেন্ট। ব্যবসায় ভরাডুবি হওয়ার পরে আমানতকারীরা চাপ দিচ্ছিলেন। গায়ত্রীদেবীর মামী রাধা সরকার জানান, প্রায় তিন লক্ষ টাকার জন্য আমনাতকারীরা চাপ সৃষ্টি করে। ওই টাকা শ্বশুরবাড়ির লোকজনকে দেওয়ার জন্য গায়ত্রীকে বলে। এই নিয়ে স্বামী-স্ত্রী’র সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। বুধবার দুপুরে পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে ফোন পেয়ে বাবার বাড়ির লোকজন এসে দেখেন গায়ত্রীদেবীর মৃতদেহ বাড়ির উঠোনে পড়ে রয়েছে।
|
প্রায় এক লক্ষ টাকা কেপমারির ঘটনা ঘটেছে জিয়াগঞ্জে। বৃহস্পতিবার দুপুরে জিয়াগঞ্জ বাজারের কাছে একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক থেকে ওই টাকা তুলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বহরমপুর ডিপোর সরকারি বাসের পরিচালক সমীর বিশ্বাস বাড়ি ফিরছিলেন। সেই সময়ে কেপমারির ঘটনা ঘটে। তিনি বলেন, “ব্যাঙ্ক থেকে টাকা তুলে সাইকেলে বাড়ি ফিরছিলাম। ব্যাগটি সাইকেলের সামনে ঝোলানো ছিল। বাড়ি ঢোকার মুখে সাইকেলের পিছনের চাকার সঙ্গে রুমাল জড়িয়ে যায়। তখনই আমার অসতর্কতার সুযোগে দুষ্কৃতীরা টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। মোটরবাইকে চেপে চার দুষ্কৃতী ব্যাগ ছিনতাই করে পালায়। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।
|
এক কিশোরীকে ধর্ষণের অপরাধে বছর চল্লিশের এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার আসরাফুল শেখ নামে ওই যুবককে সাজার নির্দেশ দেন জঙ্গিপুরের প্রথম ফাস্ট ট্রাক কোর্টের বিচারক শৈলেন্দ্রকুমার সিংহ। সেই সঙ্গে ২০ হাজার টাকা আদায়েরও নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৭-এর ৮ অক্টোবর সামসেরগঞ্জের ওই ঘটনা ঘটেছিল। সরকারি আইনজীবী অশোক সাহা জানান, পড়শি আসরাফুল ওই কিশোরীকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল। পরে অভিযুক্তকে গ্রেফতার করলেও জামিনে মুক্তি পেয়েছিল সে।
|
নৈশ প্রহরীকে এলোপাথারি কুপিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে বুধবার আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার রাতে নদিয়ার বগুলা পুলিশ ফাঁড়ি থেকে হাত বিশেকের মধ্যেই সোনার দোকানে হানা দেয় দুষ্কৃতীরা। দোকানের সিসিটিভি-র ফুটেজ পরীক্ষা করে পুলিশের অনুমান, বহিরাগত ডাকাতরাই ওই চুরি সঙ্গে জড়িত। যে দু’জনকে আটক করা হয়েছে তারা স্থানীয় বাসিন্দা নয় বলে জানিয়েছে পুলিশ। বগুলায় দুষ্কৃতী হানা নতুন নয়। দিন কয়েক আগেই সন্ধ্যায় একটি মুদ্রা বিনিময়ের দোকানে হানা দিয়ে ডাকাতি করে পালায় দুষ্কৃতীরা। এলাকায় ক্রমবর্ধমান চুরি-ডাকাতির প্রতিবাদে বৃহস্পতিবার ১২ ঘণ্টা বগুলা বন্ধের ডাক দেয় বাজার কমিটি ও সিপিএম।
পুরনো খবর: প্রহরীকে কুপিয়ে সোনার দোকানে ডাকাতি
|
নদিয়ার শান্তিপুরে রেল লাইনের ধার থেকে বৃহস্পতিবার সকালে রানাঘাট জিআরপি থানার পুলিশ অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার করল। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ওই যুবককে অন্য কোথাও খুন করে রেল লাইনের পাশে ফেলে দেওয়া হয়েছে।
|
মজুরি বৃদ্ধির দাবিতে আগামী ২৬ সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলায় বিড়ি শিল্পে ধর্মঘটের ডাক দিল বামফ্রন্টের শ্রমিক সংগঠন গুলি। এ কথা জানিয়ে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলাশাসক রত্নাকর রাও-এর কাছে বামফ্রন্টের শ্রমিক সংগঠন গুলির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। সিটুর মুর্শিদাবাদ জেলা সম্পাদক তুষার দে বলেন, “দু’ বছরে খাদ্যদ্রব্য থেকে যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক হারে মূল্য বেড়েছে, বিড়ির দাম বেড়েছে কিন্তু বিড়ি শ্রমিকের মজুরি বাড়েনি।” |