|
|
|
|
দু’মাস পর বৃদ্ধির সড়কে ফিরল শিল্প
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কিছুটা চমকে দিয়েই দু’মাস পর ফের বৃদ্ধির সড়কে ফিরল শিল্প। কমলো খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হারও। এই জোড়া সুখবরে স্বাভাবিক ভাবেই হাঁফ ছেড়েছে কেন্দ্র। কিছুটা আশ্বস্ত শিল্পমহলও। সব থেকে খারাপ সময় পিছনে ফেলে দেশের অর্থনীতির চাকা আবার গড়াতে শুরু করেছে, এখনই এতটা বলতে রাজি নন কেউ। কিন্তু সরকার ও শিল্পমহলের একটা বড় অংশ মনে করছে, এই ধারা বজায় থাকলে, এ বার অন্তত আশার ক্ষীণ আলো দেখতে পাওয়ার সম্ভাবনা।
|
|
বৃদ্ধি তো দূর অস্ত। আশঙ্কা ছিল, আগের দু’মাসের মতো (সঙ্গের চার্ট দেখুন) এ বারও সরাসরি কমবে শিল্পোৎপাদন। টানা তিন মাস বজায় থাকবে সঙ্কোচনের ধারা। কিন্তু বৃহস্পতিবার কেন্দ্রের পরিসংখ্যান প্রকাশের পর দেখা গেল, গত জুলাইয়ে (আগের বছরের একই সময়ের তুলনায়) শিল্পোৎপাদন বেড়েছে ২.৬%।শুধু তা-ই নয়। শিল্পমহলকে আরও উৎসাহিত করেছে মূলধনী পণ্যের উৎপাদন বৃদ্ধির হার। এপ্রিল থেকে জুন টানা তিন মাস তা ক্রমাগত সঙ্কুচিত হয়েছে। কিন্তু জুলাইয়ে ওই পণ্যের উৎপাদন এক লাফে বেড়েছে ১৫.৬%। আসলে, এই ধরনের পণ্য সাধারণত ব্যবহৃত হয় অন্য পণ্য তৈরির কাজে। তাই এর উৎপাদন বাড়ার মানে, আগামী দিনে বিভিন্ন পণ্যের চাহিদা ও বিক্রি বাড়বে বলে আশা করছে শিল্প। প্রধানমন্ত্রীর মুখ্য আর্থিক উপদেষ্টা সি রঙ্গরাজনও বলেন, কেন্দ্রের পূর্বাভাস মিলিয়ে অর্থনীতির চাকা ঘুরতে শুরু করবে চলতি অর্থবর্ষের দ্বিতীয়ার্ধ থেকে।
শিল্পকে আরও উৎসাহ জুগিয়েছে গত অগস্টে মূল্যবৃদ্ধির হার সামান্য হলেও নেমে আসা (৯.৫২%)। জুলাইয়ে তা ছিল ৯.৬৪%। শিল্পের আশা, মূল্যবৃদ্ধি কমলে আগামী ঋণনীতিতে সুদ কমানোর পথ প্রশস্ত করা সহজ হবে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষে। |
|
|
|
|
|