টুকরো খবর |
শিল্পের আস্থা ফেরাবে নয়া আইন, দাবি সচিনের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
শুধু বিদেশি বিনিয়োগ টানা নয়। অর্থনীতির চাকায় গতি ফেরাতে দেশীয় শিল্পপতিদের আস্থা অর্জনেও মরিয়া মনমোহন-সরকার। আর এ জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে নতুন কোম্পানি আইনকে হাতিয়ার করছে তারা। চাইছে, বেআইনি ভাবে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলা বন্ধ করতেও। যাতে সারদা-কাণ্ডের পুনরাবৃত্তি না-ঘটে। সংসদে পাশ হওয়ার পর এই নয়া আইনে রাষ্ট্রপতির সিলমোহর বসে গিয়েছে। এখন নিয়মনীতি তৈরি করছে কর্পোরেট বিষয়ক মন্ত্রক। বৃহস্পতিবার বণিকসভা ফিকি-র আলোচনাসভায় এ প্রসঙ্গে কর্পোরেট বিষয়ক মন্ত্রী সচিন পাইলট বলেন, “অর্থনীতি চ্যালেঞ্জের মুখে। লগ্নি প্রয়োজন। তাই উচিত এমন পরিবেশ তৈরি করা, যাতে বিনিয়োগ সহজ হয়। আর কর্পোরেট সংস্থাগুলি নিজেরাই আইন মেনে চলতে পারে।” কোম্পানি আইনে নিট মুনাফার ২% সামাজিক দায়বদ্ধতা (সি এস আর) খাতে খরচ করার কথা বলা হয়েছে। কিন্তু এ নিয়ে আপত্তি রয়েছে শিল্পমহলের। সচিনের আশ্বাস, এ নিয়ে অর্থমন্ত্রীর কাছে সওয়াল করবেন তিনি। আর্থিক জালিয়াতি রোখা নিয়ে তাঁর দাবি, পুরনো আইনে ‘ফ্রড’ বা ‘জালিয়াতি’ শব্দটি ছিল না। কিন্তু এ বার তার নির্দিষ্ট সংজ্ঞা তৈরি হয়েছে।
|
বড় ঋণের তথ্য ভাণ্ডার গড়বে রিজার্ভ ব্যাঙ্ক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কোনও ব্যাক্তি বা সংস্থা একই সঙ্গে কোন কোন ব্যাঙ্ক থেকে কত ঋণ নিয়েছেন তা দ্রুত জানতে তথ্য ভাণ্ডার (রিপোজিটরি) গড়বে রিজার্ভ ব্যাঙ্ক। মোট ১০ কোটি টাকা বা তার বেশি ঋণ নিলেই ওই ভাণ্ডারে তার বিশদ তথ্য থাকবে বলে জানিয়েছে তারা। শীর্ষ ব্যাঙ্কের দাবি, টাকা ফেরত পাওয়ার ঝুঁকি কমাতেই এই সিদ্ধান্ত। যদি দেখা যায় শোধের ক্ষমতা না-থাকা সত্ত্বেও ঋণ নেওয়া হয়েছে, তবে সে ক্ষেত্রে ফের ঋণ দেওয়া ঝুঁকির বলে ধরা হবে।
|
পড়ল সেনসেক্স
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টানা পাঁচ দিনের লেনদেনে প্রায় ১৭৬২ পয়েন্ট ওঠার পর বৃহস্পতিবার পড়ল সেনসেক্স। ২১৫.৫৭ পয়েন্ট নেমে দাঁড়াল ১৯,৭৮১.৮৮ অঙ্কে। লাভ ঘরে তোলার তাগিদ ও টাকার দামের পতনই এর মূল কারণ বলে বাজার সূত্রে খবর। এ দিন বাজার বন্ধের পর শিল্প বৃদ্ধি ও খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার প্রকাশের কথা থাকাতেও সতর্ক ছিলেন লগ্নিকারীরা। ৫ দিন ওঠার পর ডলারে টাকাও নামে ১২ পয়সা। এক ডলার দাঁড়ায় ৬৩.৫০ টাকায়।
|
ব্যবসায়ী সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
‘ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সঙ্গে যুক্ত হল মেদিনীপুর ব্যবসায়ী কমিটি যুক্ত। বৃহস্পতিবার মেদিনীপুর শহরে সম্মেলনে ‘ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলো সিংহ, সম্পাদক রাজা রায়। সেখানেই মেদিনীপুর ব্যবসায়ী কমিটির ২০০ জন সদস্য সভাপতি অশোক তাপড়িয়া, কার্যকরী সভাপতি গোবর্ধন মুন্দ্রার নেতৃত্বে বৃহত্তর সংগঠনে যোগ দেন। রাজা রায় বলেন, “জেলার বিভিন্ন ব্লকের ৪১টি সংগঠন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এ বার জেলা সদরের ব্যবসায়ীদের একাংশ আমাদের সঙ্গে আসায় কাজকর্মের পরিধি বাড়বে।”
|
কর জমা নিতে শনি, রবি খোলা ব্যাঙ্ক
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আগাম কর জমা নেওয়ার জন্য সামনের শনি ও রবিবার খোলা থাকবে স্টেট ব্যাঙ্ক-সহ বেশ কয়েকটি ব্যাঙ্কের নির্দিষ্ট কিছু শাখা। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, শনিবার ওই শাখাগুলিতে সারাদিনই কর জমা নেওয়া হবে। কেউ ওই দু’দিনের মধ্যে কর দিতে না পারলে, সোমবারও সুযোগ পাবেন। ১৫ সেপ্টেম্বরের মধ্যে ত্রৈমাসিকের আগাম কর জমা দিতে হয়। এ জন্য স্টেট ব্যাঙ্ক, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক ও কোটাক মহীন্দ্রা ব্যাঙ্কের শাখা নির্দিষ্ট করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
|
ফোনে টিকিট-অ্যাপ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মোবাইলে টিকিট কাটা আরও সহজ করতে হাত মেলাল ভারতীয় রেল কেটারিং ও পর্যটন নিগম (আইআরসিটিসি) ও মাইক্রোসফট। দুই সংস্থার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে একটি ‘মোবাইল অ্যাপলিকেশন’। স্মার্ট ফোন ও কম্পিউটার থেকে সহজে টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
|
এয়ারটেলের চুক্তি |
ফোর জি টেলিকম প্রকল্প গড়া নিয়ে এয়ারটেলের সঙ্গে বৃহস্পতিবার চুক্তি হল কলকাতা পুরসভার। ছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও মেয়র পারিষদ (ইঞ্জিনিয়ারিং) অতীন ঘোষ। চুক্তি স্বাক্ষর করেন পুর-সচিব হরিহরপ্রসাদ মণ্ডল ও এয়ারটেলের পূর্বাঞ্চলের সিইও পি ডি শর্মা। ইতিমধ্যেই রিলায়্যান্সের সঙ্গেও চুক্তি হয়েছে। অতীনবাবু বলেন, “এয়ারটেল আগেই কাজ শুরু করেছিল। এই পর্যায়ে তারা মূল রাস্তায় ৫০০ কিমি ফাইবার কেব্ল লাইন পাতার অনুমতি পেল। এর জন্য সংস্থা পুরসভার নির্ধারিত দরে টাকা জমা দেবে। ছোট-বড় রাস্তা মিলিয়ে প্রায় ৩০০০ কিমি পথে কেব্ল বসাতে প্রায় ৬০০০ কোটি টাকা লগ্নি করছে এয়ারটেল।” তিনি আরও জানান, রিলায়্যান্স ও এয়ারটেল কাজ শুরু করলে প্রচুর কর্মসংস্থান হবে।
|
চিপ প্রকল্পে সায় |
চিপ তৈরির দু’টি প্রকল্প নির্মাণে নীতিগত সায় দিল কেন্দ্র। প্রস্তাবিত লগ্নি ২৫ হাজার কোটি টাকা। পরিকাঠামোয় লগ্নির জন্য বিশ্বব্যাঙ্ক থেকে বাড়তি ঋণ পেতে, তাদের বন্ডে ৪৩০ কোটি ডলার ঢালতেও সায় দিয়েছে কেন্দ্র।
|
লগ্নিকারীর স্বার্থে |
আগাম পণ্য লেনদেনে নিশ্চিত রিটার্নের প্রতিশ্রুতি দেওয়া যাবে না। জানাতে হবে ঝুঁকির কথা। এই নির্দেশ দিল নিয়ন্ত্রক এফএমসি। |
|