আমেরিকায় নয়া রাষ্ট্রদূত জয়শঙ্কর
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আমেরিকায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন এস জয়শঙ্কর। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। ১৯৭৭ ব্যাচের আইএফএস জয়শঙ্কর প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বর্তমানে তিনি চিনে রাষ্ট্রদূতের দায়িত্বে রয়েছেন।
|
শক্তিক্ষেত্রে ভারত-জাপান সহযোগিতা |
শক্তিক্ষেত্রে জোগানের হাহাকার শুরু হয়েছে বিশ্ব জুড়ে। তেল কেনার ক্ষেত্রে ইরানের উপর নির্ভরশীলতা কমাতে ভারতকে চাপ দিচ্ছে আমেরিকা ও ইউরোপ। এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জাপানের সঙ্গে প্রচলিত এবং অপ্রচলিত শক্তি ক্ষেত্রে এক দীর্ঘমেয়াদী সহযোগিতার পথে হাঁটল ভারত। আজ এ নিয়ে বৈঠক করেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়া এবং জাপানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। পরমাণু শক্তি, বিদ্যুৎ ও কয়লা ক্ষেত্রেও সহযোগিতার নতুন দিক নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে।
|
সুস্মিতা খুনের ছক পাকিস্তানে, দাবি |
লেখিকা সুস্মিতা বন্দ্যোপাধ্যায়কে খুনের ছক পাকিস্তানে হয়েছিল বলে দাবি করল ধৃতরা। এই ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে আফগান প্রশাসন। ভারতীয় বিদেশ মন্ত্রকের খবর, জেরার মুখে ধৃতেরা বলেছে যে, সুস্মিতা হত্যায় পাক তালিবানের তিন জঙ্গিও জড়িত ছিল। আদতে পঞ্জাব প্রদেশের বাসিন্দা ওই তিন জঙ্গি আফগান তালিবানের পাকতিকা অঞ্চলের কম্যান্ডার আকবর মুসাফিরের সঙ্গে কাজ করত বলে ধৃতদের দাবি। ওই অঞ্চলে আফগান তালিবানের সঙ্গে হক্কানি নেটওয়ার্কের যোগসাজশের বিষয়টিও স্বীকার করেছে তারা।
পুরনো খবর: জঙ্গি নয়, পরিবারের হাতই দেখছে কাবুল, নয়াদিল্লিও |