পর্দায় বেশ জমাটি ক্লাইম্যাক্স হতে পারত দৃশ্যটা। কলম্বিয়ার বোয়োটা বিমানবন্দরে এক অন্তঃসত্ত্বাকে আটক করলেন সন্দিহান নিরাপত্তারক্ষীরা। তল্লাশিতে দেখা গেল, তাঁর স্ফীত গর্ভটি নকল। পেটের সঙ্গে সাঁটা ল্যাটেক্সের খোলের মধ্যে থেকে বেরিয়ে এল কেজি দু’য়েক কোকেন।
মনে পড়বে ‘কহানি’র বিদ্যা বাগচীকে। তবে বিদ্যা (বালন) বাগচী নকল গর্ভ ব্যবহার করেছিলেন ন্যায়বিচার পেতে। তাঁর সঙ্গে তাই কলম্বিয়ায় ধৃত বছর আঠাশের কানাডীয় যুবতী তাবিথা লিয়া রিচির ঠিক তুলনা টানা যায় না। বোয়োটার পুলিশকর্তা এস্তেবান আরিয়া জানিয়েছেন, ৬ অগস্ট সমাজকর্মী পরিচয়ে সে দেশে এসেছিলেন তাবিথা। বুধবার এয়ার কানাডার বিমানে টরন্টো ফেরার কথা ছিল তাঁর। গর্ভরহস্য ফাঁস হয়ে যাওয়ায় আপাতত তিনি পুলিশি জিম্মায়।
|
এই নকল গর্ভেই লুকনো ছিল কোকেন। |
পুলিশের মতে, তাবিথা সম্ভবত ভেবেছিলেন অন্তঃসত্ত্বা দেখে তাঁকে আর স্ক্যানারের ভিতর দিয়ে যেতে বলবেন না নিরাপত্তাকর্মীরা। ফলে ধরা পড়বে না তাঁর সূক্ষ্ম কারিকুরি। হিসেব কষে এগোচ্ছিলেনও। কিন্তু সাধারণ দেহতল্লাশির সময়েই এক পুলিশকর্মীর মনে হয়, তাবিথার গর্ভ যেন ভীষণ ঠান্ডা আর শক্ত। সন্দেহ হওয়ায় খুঁটিয়ে দেখতে শুরু করেন তিনি। নকল গর্ভ সরাতেই ভিতর থেকে বেরিয়ে পড়ে কালো কাপড়ে মোড়া কোকেনের প্যাকেট।
সিনেমায় যেমন হয়! তাবিথার সঙ্গে ‘কহানি’র বিদ্যা বাগচীর চেয়ে বরং ‘খুদ্দার’ ছবির মেরির মিলই বেশি। |
খোলার পর নকল গর্ভটি। কলম্বিয়ায়। |
অমিতাভ বচ্চনের বিপরীতে ওই চরিত্রটিতে অভিনয় করেছিলেন পরভিন বাবি। ওই ছবিতে নকল গর্ভের ভিতরে চোলাই পাচার করতেন পরভিন। এক দিন অবশ্য ধরাও
পড়ে গেলেন অমিতাভের চোখে। জিজ্ঞাসা করায় জবাব দিলেন, “বাচ্চার জন্ম হয়ে গিয়েছে।” আর তার পরেই এ কে হাঙ্গলের সেই জনপ্রিয় ডায়ালগ, “কভি পেটওয়ালি তো কভি পেট খালি!” উদাহরণ আছে হলিউডেও। ২০০৪-এর ছবি ‘টেকিং লাইভস’-এ দেখা গিয়েছিল, অপরাধীকে ফাঁদে ফেলতে নকল গর্ভের সাহায্য নিচ্ছেন এফবিআইয়ের এক গোয়েন্দা। অভিনয়ে খোদ অ্যাঞ্জেলিনা জোলি!
এখানে অবশ্য উল্টো ‘কহানি’। ফাঁদে পড়ে গিয়েছেন তাবিথা নিজেই।
|