বধূকে মেরে শ্মশানে, পুলিশে নালিশ দাদার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
এক বধূকে শ্বাসরোধ করে খুন করার পর তাঁর দেহ সাপে কাটা রোগী বলে সৎকারের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। পরে যদিও ভাতার থানার পুলিশ এসে দেহটি ময়নাতদন্তে পাঠায়। ওই বধূর নাম রিনা তুরি (৩০)। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ভাতার থানার কর্জনা গ্রামে। বৃহস্পতিবার সকালে স্বামী সুশান্ত তুরি ও তাঁর পরিবারের লোকেরা রিনাদেবীর দেহ শ্মশানে সৎকার করতে নিয়ে গেলে সন্দেহ হয় প্রতিবেশীদের। প্রতিবেশীদের দাবি, আগের রাতে রিনাদেবীর বাড়িতে তাঁর চিৎকার শুনতে পেয়েছিলেন তাঁরা। এ দিন শ্মশানে ওই বধূর দাদা ও প্রতিবেশীরা তাঁর গলায় কালো দাগ দেখতে পান বলে দাবি করা হয়েছে। এর পরই খবর দেওয়া হয় পুলিশে। মৃতার দাদা সঞ্জয় তুরি বলেন, ‘‘আমাকে সকালে বোনের বর সুশান্ত ফোন করে বলে, বোনকে সাপে কেটেছে। গিয়ে দেখি শ্মশানে দেহ নিয়ে যাওয়া হয়েছে। বোনের গলায় কালো দাগ দেখে আমার সন্দেহ হয়। আমি পুলিশকে খবর দিতে বোনের শ্বশুরবাড়ির লোকেরা পালিয়ে যায়।”
|
পুরভোটের আগে অসহায় প্রশাসন, বললেন মানস
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পুরভোটের আগে প্রশাসন সম্পূর্ণ অসহায় বলে মন্তব্য করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভুঁইয়া। বৃহস্পতিবার বর্ধমানের ভেড়িখানা মোড়ে দলের এক জনসভায় তিনি বলেন,“পুরভোটে আমাদের এক নিরাপত্তাহীন অবস্থায় ভোটে লড়তে হচ্ছে। জেলাশাসক, এসপি, থানার ওসিরা ভয়ে কাঁপছেন। রাজ্যে না কি সুশাসন বজায় রয়েছে। রাজ্য ইলেকশন কমিশনার মীরা পাণ্ডে পঞ্চায়েত ভোটে মাত্র একজন ওসিকে বদলি করিয়েছিলেন। কিন্তু বহু ওসির বিরুদ্ধে অভিযোগ ছিল। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি ব্যর্থ। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকে আনা হলেও তাদের বসিয়ে রাখা হয়েছে। পুরভোটে তো সেই বাহিনীও নেই। তাই ভোটের দিন রিগিং চলবে বলে আমাদের আশঙ্কা।”
|
নকল মদ উদ্ধার করল আবগারি দফতর। বর্ধমান থানার খেতিয়ায় হানা দিয়ে নকল মদ উদ্ধার হয় বৃহস্পতিবার। বর্ধমান জেলা পূর্ব আবগারি দফতরের ডেপুটি এক্সাইজ কালেক্টার সদর ও কালনা সুরজিৎ সরকার ও কল্যাণ সিংহের নেতৃত্বে এই অভিযানে ৪৬০ লিটার নকল মদ তৈরির রেক্টিফায়েড স্পিরিট, ১২ লিটার দেশি নকল মদ, বোতলের ছিপি, লেবেল, রং উদ্ধার করা হয়েছে। নকল মদ তৈরির কাজে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে সুমঙ্গল সামন্ত নামের এক যুবককে। তিনি এই নকল মদ তৈরির ঘটনায় এর আগেও গ্রেফতার হয়েছিলেন। সেই মামলা এখনও চলছে।
|
বর্ধমান
বর্ধমান মহিলা কলেজ। বিবেকানন্দ বিষয়ে আলোচনা চক্র। দর্শন বিভাগ। সেমিনার হল। দুপুর ১২টা। |