কুড়ি মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড গোটা একটি গ্রাম। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ১ গ্রাম পঞ্চায়েত এলাকার নন্দখালি গ্রামে। প্রায় একশ বিঘা জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের দাপটে গ্রামবাসীর ২৫ টি বাড়ি ভেঙে গিয়েছে। প্রচুর গাছ ও বাঁশ ঝাড় ভেঙে পড়ে। আশেপাশে ঝড়ের প্রভাব পড়েনি। ধূপগুড়ির বিধায়ক মমতা রায় বলেন, “ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। বহু মানুষের বাড়ি ভেঙেছে। চাষিদের অবস্থা খারাপ। ব্লক প্রশাসনের মাধ্যমে গ্রামবাসীদের ত্রিপল দেওয়া হয়েছে।” এদিন ভোর ৪টে নাগাদ গিলান্ডি নদীর পাড়ের ওই গ্রামে প্রচণ্ড হাওয়া বইতে থাকে। নিমেষের মধ্যে ঝড় শুরু হয়। মিনিট কুড়ির ঝড়ে একের পর এক গাছ ভেঙে পড়তে শুরু করে। বাড়ি ঘর ভেঙে পড়ে। গোয়াল ঘর ভেঙে গ্রামের তিনটি গরু জখম হয়েছে। বিঘার পর বিঘা ধান খেত নুইয়ে পড়ে। শশা, স্কোয়াস,পটোল সহ বহু ফসলের মাচা ভেঙে পড়ে যায়। ঝড় থামার পর বাসিন্দারা বেরিয়ে দেখেন সব কিছু লণ্ডভণ্ড হয়ে আছে। একাধিক জায়গার বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যু বিচ্ছিন্ন গোটা গ্রাম। এলাকার বাসিন্দা সচিন সরকার ও গুরুপ্রসাদ মল্লিক বলেন, “এই ক্ষতি কী ভাবে পূরণ হবে তা ভাবতে পারছি না।”
|
ছেলেকে খুনের করার অভিযোগ উঠল প্রাক্তন এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে কালচিনির চুয়াপাড়া চা বাগান এলাকায়। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি অস্ত্র-সহ পুলিশের কাছে আত্মসর্মপণ করেন। নিহতের নাম দিলরাজ ছেত্রী (২৬)। ধৃতের নাম প্রেমবাহাদুর ছেত্রী। মদ্যপ ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে তাঁকে বাড়িতে কুপিয়ে খুন করেন বলে দাবি করেন প্রেমবাহাদুর। ওসি রিংচেন লামা ভুটিয়া বলেন, ‘‘মঙ্গলবার রাত ১১টা নাগাদ চা বাগানের বাসিন্দারা ঘটনার খবর দেন। রাতেই দেহটি থানায় নিয়ে আসা হয়। এদিন সকালে ওই বৃদ্ধ ভোজালি-সহ থানায় আত্মসর্মপণ করেন। আজ, বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হবে।”
|
১৫ দিন ধরে চিকিৎসাধীন নির্যাতিতা তরুণী। তিনি এখনও পর্যন্ত সুস্থ না হওয়ায় পুলিশি তদন্ত থমকে বলে অভিযোগ। ওই তরুণীকে ধর্ষণের পর দুষ্কৃতীরা শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিসাধীন তরুণীর কথা বলার মত পরিস্থিতি হয়নি। মাঝেমধ্যে চোখ খুললেও কোনও সাড়া দিচ্ছেন না। এখনও পর্যন্ত একজনকে পুলিশ গ্রেফতার করে। এই অবস্থায় পুলিশের আশা, এই তরুণীর কথা বলার মত পরিস্থিতি হলেই তদন্তে এই ঘটনাটি অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।
|
দলীয় সদস্যদের দলত্যাগে শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে নিশ্চিহ্ন হয়ে গেল কংগ্রেস। বুধবার মহকুমা পরিষদে কংগ্রেসের দু’জন সদস্য তৃণমূলে যোগদান করেছেন। নকশালবাড়ি ব্লকের প্রেরণা সিংহ ও ফাঁসিদেওয়ার অঞ্জলিকা কুজুর। কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন বিরোধী দলনেতা তথা কংগ্রেসের আইনুল হকও। ফলে, সাত সদস্যের মহকুমা পরিষদে কংগ্রেসের কেউ রইলেন না। তৃণমূলই এখন মহকুমা পরিষদের বিরোধী দল। চারটি আসন পেয়ে বামেরাই মহকুমা পরিষদ নিয়ন্ত্রণ করছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এ দিন বলেন, “মুখ্যমন্ত্রীর কাজ দেখে যাঁরা আমাদের দলে আসতে চাইছেন। আমরা স্বাগত জানাচ্ছি।” দার্জিলিং জেলা কংগ্রেস নেতৃত্ব অবশ্য জানিয়েছেন, এটা সুবিধাবাদী রাজনীতি। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সুবীন ভৌমিক বলেন, “কংগ্রেসের প্রতীকে জিতে কেন এখন অন্য দলে যোগ দিচ্ছেন? এঁরা সুবিধাবাদী রাজনীতি করছেন। পদত্যাগ না করে কেন দলত্যাগ করলেন?”
|
নানা দাবি নিয়ে শুরু হওয়া ছাত্র পরিষদের অনশন ৩ দিনে পড়ল। নেতা সঞ্জয় সরকার বলেন, “এই আন্দোলন চলবে।” |