পুরভোটেও চলবে তালিকা সংশোধন |
রাজ্যের ১২টি পুরসভার নির্বাচনের জন্য সংশ্লিষ্ট এলাকায় ভোটার তালিকা সংশোধনের কাজ আটকাবে না। ভোট প্রক্রিয়া চলাকালীন বুথের কাছাকাছি কোনও জায়গা ঠিক করে সেখানেই তালিকায় নাম তোলা ও বাদ দেওয়ার কাজ হবে বলে জানান রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্ত। ২১ সেপ্টেম্বর ১২টি পুরসভার নির্বাচন। ১০৭৯টি বুথে ভোট নেওয়া হবে। তখন সারা রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজও চলবে। রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকেরা জানান, সাধারণত বুথে বসেই তালিকা সংশোধনের কাজ হয়। কিন্তু ভোট চললে বুথে সেই কাজ করা সম্ভব নয়। তাই ২১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ স্থগিত রাখার জন্য সুনীলবাবুকে চিঠি দেয় কমিশন। এ ব্যাপারে প্রশ্ন করা হলে সুনীলবাবু বলেন, “এতে কোনও সমস্যা হবে না। কারণ এনআই অ্যাক্ট-এ ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় ছুটি থাকায় এমনিতেই তালিকার কাজ হবে না। তবে তার আগে ও পরে কয়েক দিন ভোটের কাজের জন্য বুথ পাওয়া যাবে না। ওই সব দিনে বুথের কাছাকাছি কোনও জায়গায় তালিকা সংশোধনের কাজ করা যাবে।”
|
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তিন দিনের সফরে কলকাতায় আসছেন। পুলিশি সূত্রের খবর, ১৪ সেপ্টেম্বর, শনিবার বিকেল ৪টে নাগাদ রাষ্ট্রপতি কলকাতা বিমানবন্দরে নামবেন। ওই দিন সন্ধ্যায় যোগ দেবেন বেঙ্গল চেম্বার্স অফ কমার্সের অনুষ্ঠানে। রবিবার রেসকোর্স থেকে হেলিকপ্টারে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে যাবেন রাষ্ট্রপতি। রাতে থাকবেন রাজভবনে। সোমবার উত্তর কলকাতার শ্যামপুকুরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে দুপুরে রাজভবনে বিশ্রাম নেবেন। বিকেলে দিল্লি রওনা দেবেন তিনি। |