অবসরের মুখে পর্যটন থেকে বদলি বিক্রম সেন |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পর্যটনের উন্নতি চায় সরকার। কিন্তু পর্যটন দফতরের কাজে খুশি নন মুখ্যমন্ত্রী। এই অবস্থায় অবসরের মাসখানেক আগে বদলি করে দেওয়া হল পর্যটনসচিব বিক্রম সেনকে। স্বরাষ্ট্র (কর্মী) দফতরের সচিব অজিতরঞ্জন বর্ধনকে পর্যটনসচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বিক্রমবাবুকে পাঠানো হয়েছে রাজ্য প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্র (এটিআই)-এর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পদে।
মহাকরণে এক মুখপাত্র জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজতে চান। সেই জন্য সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে বেশ কিছু পরিকল্পনাও ঘোষণা করেছে সরকার। কিন্তু সেই সব পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে পর্যটন দফতরের কাজে সন্তুষ্ট হতে পারছেন না মুখ্যমন্ত্রী। এর আগে ওই দফতরের সচিবের পদ থেকে সরতে হয়েছিল রাঘবেন্দ্র সিংহকে। তাঁর জায়গায় এসেছিলেন বিক্রমবাবু। বুধবার তাঁকেও বদলির নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এক সরকারি মুখপাত্র জানান, বিক্রমবাবুর কাজে গত কয়েক মাস ধরে মোটেই সন্তুষ্ট ছিলেন না মুখ্যমন্ত্রী। ঘনিষ্ঠ মহলে বারবার তা বলেওছিলেন।
পর্যটনে আসার আগে বিক্রমবাবু স্কুলশিক্ষা দফতরের সচিব ছিলেন। রাঘবেন্দ্রবাবুকে সরিয়ে তাঁকে পর্যটনসচিবের দায়িত্ব দেওয়া হয়। কর্মজীবনের শেষ বেলায় তাঁকে সরানোর কারণ স্পষ্ট করে কেউ জানাননি। তবে মহাকরণের খবর, পর্যটন শিল্প মুখ্যমন্ত্রীর অগ্রাধিকারের তালিকায় আছে। সেই লক্ষ্য পূরণে আরও জোর কদমে এগিয়ে যাওয়ার জন্যই অজিতবাবুকে পর্যটনসচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
তথ্য-সংস্কৃতি দফতরের সচিবের পদ থেকে সরে যাওয়ার কয়েক মাস পরে এ দিন ফের একটি দফতরের স্বাধীন দায়িত্ব পেলেন নন্দিনী চক্রবর্তী। দফতরটি হল সুন্দরবন উন্নয়ন। ওই দফতরের দায়িত্বে ছিলেন অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার অফিসার কে সত্যবাসন। নন্দিনীদেবী তাঁর অধীনে সচিব-পদে ছিলেন। সত্যবাসনকে ওই দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় নন্দিনীদেবী স্বাধীন দায়িত্ব পেলেন। ভূমি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব এ কে সিংহকে প্রাণিসম্পদ বিকাশ দফতরের বাড়তি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন ওই দফতরের সচিব হিসেবে স্বাধীন দায়িত্ব পালন করবেন রাজীব কুমার।
|