টুকরো খবর |
সিপিএমের পাশে নির্দল, উপ-সমিতি হারাল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
নির্দল সদস্যরা সিপিএমকে সমর্থন করায় উপ-সমিতি হাতছাড়া হল তৃণমূলের। বুধবার ডেবরার খানামোহন গ্রাম পঞ্চায়েতের উপ-সমিতি গঠনে এমনটাই হয়েছে। নির্দল প্রার্থী মীনা মণ্ডল এবং সিপিএমের তপন রাণা নারী ও শিশুকল্যাণ, নির্দলের শেফালি মান্না এবং সিপিএমের বাবলু বীরুয়া শিক্ষা ও জনস্বাস্থ্য, নির্দলের মন্দিরা দাশগুপ্ত ও সিপিএমের মাধব মান্না কৃষি ও প্রাণিসম্পদ বিকাশের দায়িত্ব পান। শিল্প ও পরিকাঠামোর দায়িত্ব পান সিপিএম সদস্যরা। এই পঞ্চায়েতের ১৬টি আসনের ৮টিতে জেতে সিপিএম। ৩টি পায় নির্দল ও ৫টিতে জেতে তৃণমূল। অঙ্ক মেনেই পঞ্চায়েতের বোর্ড গঠন করে সিপিএম। তবে উপ-সমিতির নির্বাচন নিয়ে আশাবাদী ছিল তৃণমূল। তবে সে আশা পূরণ হল না। এর ফলে পড়ে থাকা অর্থ ও পরিকল্পনা দফতরে তৃণমূলের বিরোধী দলনেতাকে গুরুত্বহীন হয়ে থাকতে হবে।
|
গৌতম চৌবে স্মরণে সভা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
|
খড়্গপুরে গৌতম চৌবের স্মরণে মশাল মিছিল |
নিহত গৌতম চৌবের স্মরণে সভা ও মশাল মিছিল করল তৃণমূল। বুধবার বিকেলে খড়্গপুর শহরের মালঞ্চ জলযোগের কাছে অনুষ্ঠানটি হয়। মশাল মিছিল হয় মন্দিরতলা পর্যন্ত। ২০০১ সালে ১১ সেপ্টেম্বর ওই এলাকাতেই দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়েছিলেন প্রাক্তন সিপিআই সাংসদ নারায়ণ চৌবের বড় ছেলে গৌতম। তিনি জেলা যুব তৃণমূলের কার্যকরী সভাপতি ছিলেন। প্রতি বছরই গৌতম চৌবের স্মরণসভা করে শহর তৃণমূল। তবে এ দিনের অনুষ্ঠানে একসময় গৌতমের ছায়াসঙ্গী শহর তৃণমূল সভাপতি দেবাশিস চৌধুরী ছাড়া বিশেষ কেউ ছিলেন না। দেবাশিস বলেন, “জেলা পরিষদ ও পঞ্চায়েতের উপসমিতি গঠন থাকায় অনেকেই আসতে পারেননি।”
পুরনো খবর: ভরদুপুরে তাণ্ডব, রামবাবুর সঙ্গী গুলিবিদ্ধ |
ফি ফেরতের দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অতিরিক্ত ফি ফেরত দেওয়ার দাবিতে বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখান পাঁশকুড়ার এক বিএড কলেজের ছাত্রছাত্রীদের একাংশ। তাঁদের বক্তব্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৪৩ হাজার টাকা ফি নির্দিষ্ট করে দেওয়ার পরেও তাঁদের থেকে ৬০ হাজার টাকা নেওয়া হয়েছে। অতিরিক্ত ফি ফেরতের দাবি জানান তাঁরা। নতুন পাঠক্রমের মডেল প্রশ্ন দেওয়া, সেমিস্টারের তথ্য বিশদে জানানোর দাবিও ওঠে।
|
রাস্তার কাজ শুরু
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
কয়েক মাস ধরে বন্ধ হয়ে থাকা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজ চালু হল মোহনপুরে। বুধবার থেকে শুরু হয়েছে আলাদপুর-ডোবারিয়া রাস্তা পিচ করার কাজ। এই রাস্তাটি সাউটিয়া ও নীলদা দু’টি গ্রাম পঞ্চায়েত থেকে ব্লকের অন্যতম বাজার এলাকা গোমুণ্ডার সঙ্গে যুক্ত। |
|