টুকরো খবর
বাঁদরভুলার নাম দেবেন মুখ্যমন্ত্রী
শহরের অদূরে বাঁদরভুলা জঙ্গলের মাঝে সদ্য তৈরি হওয়া প্রকৃতি-পর্যটন কেন্দ্রটির নামকরণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রামে এক প্রশাসনিক বৈঠকে এ কথা জানান জঙ্গলমহল সংক্রান্ত স্পেশাল টাস্ক ফোর্স-এর চেয়ারপার্সন জয়া দাশগুপ্ত। এ দিন ওই প্রকৃতি-পর্যটন কেন্দ্র পরিদর্শন করতে এসেছিলেন জয়াদেবী। রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের বরাদ্দ টাকায় ঝাড়গ্রাম বন বিভাগের মাধ্যমে বাঁদরভুলায় ও গোপীবল্লভপুরের হাতিবাড়িতে দু’টি প্রকৃতি-পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে। চলতি মাসে পশ্চিম মেদিনীপুর জেলা সফরে আসার কথা মুখ্যমন্ত্রীর। তখনই ওই কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। কিন্তু বাঁদরভুলা নামটি নিয়ে প্রশাসনের একাংশের আপত্তি রয়েছে। সে জন্য শহরের অদূরের ওই পর্যটন কেন্দ্রটির নামকরণ কী হবে তা মুখ্যমন্ত্রীই চূড়ান্ত করবেন বলে প্রশাসনিক সূত্রের খবর। বুধবার বাঁদরভুলায় এসে পর্যটন কেন্দ্র ঘুরে দেখার পর সেখানেই বৈঠক করেন জয়াদেবী।

ঝাড়গ্রামের বাঁদরভুলায় জয়া দাশগুপ্ত।
তিনি বলেন, “চলতি মাসের শেষ নাগাদ প্রকৃতি-পর্যটন কেন্দ্র দু’টি চালু হয়ে যাবে। আগামী নভেম্বরের মধ্যে ঝাড়গ্রাম স্পোর্টস্ অ্যাকাডেমি চালু করার ব্যাপারে আমরা আশাবাদী।” সবশেষে জয়াদেবী ঝাড়গ্রাম রাজবাড়ি পরিদর্শন করে রাজ পরিবারের উত্তরসূরি দুর্গেশ মল্লদেবের সঙ্গে বৈঠক করেন। দুর্গেশবাবু বলেন, “পর্যটন দফতরের উদ্যোগে ঝাড়গ্রাম রাজবাড়িতে অত্যাধুনিক পরিষেবা-সহ একটি ‘ট্যুরিস্ট কমপ্লেক্স’ তৈরি করা হবে। সেখানে থাকবে সুইমিং পুল, রেস্তোঁরা, নৌকাবিহার করার জায়গা প্রভৃতি। এখন রাজবাড়ির এক তলায় ‘দি প্যালেস রিসর্টটি রাজ পরিবার ও পর্যটন দফতরের যৌথ উদ্যোগে পরিচালিত হয়।

টাকার মালা দিয়ে সাজসজ্জা নিষেধ করল আরবিআই
বিয়ে বা সামাজিক অনুষ্ঠান, পুজো এমনকী রাজনৈতিক সমাবেশেও দৃশ্যটি অতি পরিচিত। টাকার মালা দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেল বা কোনও প্রিয় নেতার গলায় পরানো হয়েছে ওই মালা। এ ধরনের শখ-আহ্লাদে এ বার কড়া আপত্তি জানাল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এক বিবৃতিতে শীর্ষ ব্যাঙ্ক সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে, এ ভাবে টাকার অপব্যবহার যেন তাঁরা না-করেন। এতে টাকা ছিঁড়ে যায়, তার আয়ুও কমে যায় বলে জানিয়েছে আরবিআই। তারা বলেছে, ব্যাঙ্ক নোট সার্বভৌম ভারত রাষ্ট্রের প্রতীক। তাই সে তার মর্যাদা রাখতে হবে।

গাড়িঋণ নয় কম আয়ে: স্টেট ব্যাঙ্ক
চাকরিজীবীদের ক্ষেত্রে বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম হলে গাড়িঋণ দেবে না স্টেট ব্যাঙ্ক। অনাদায়ী ঋণ কমাতে চার চাকার গাড়িতে ঋণের শর্ত আরও কড়া করছে ব্যাঙ্ক। এর আগে আয়ের নিম্নসীমা ছিল ২.৫ লক্ষ।

স্যামসাঙের প্রয়াস
ব্যবসা বাড়াতে এ বার ‘প্রিমিয়াম’ বা দামি পণ্যের উপরেই বাজি ধরছে স্যামসাং। উৎসবের মরসুমে এগুলির বিক্রি আরও বাড়বে বলে মনে করছেন সংস্থার অন্যতম কর্তা অতুল জৈন। টিভি-র উদাহরণ দিয়ে তিনি বলেন, “ইতিমধ্যেই এলইডি টিভির বিক্রি দাঁড়িয়েছে ৮৮%। অন্যান্য পণ্যেও দামি জিনিসের দিকে ঝুঁকছেন ক্রেতারা।”

নতুন নিয়োগ
আর পি এস কাহালোঁ বিশাখাপত্তনম বন্দরের চেয়ারম্যানের বাড়তি দায়িত্ব নিয়েছেন। তিনি কলকাতা বন্দরের চেয়ারম্যান। বুধবার থেকেই তিনি নতুন দায়িত্বে কাজ শুরু করেছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.