রাস্তা সংস্কারের দাবিতে বুধবার পথ অবরোধ করেন মুরারই থানার পাইকর গ্রামের বাসিন্দাদের একাংশ। গ্রামের বাসস্ট্যান্ডে মুরারই-রঘুনাথগঞ্জ রাস্তায় সকাল থেকে দুপুর পর্যন্ত অবরোধ করার পাশাপাশি এলাকায় পৌঁছলে সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিককে ২ ঘণ্টার বেশি সময় ধরে ঘেরাও করে রাখেন তাঁরা। বাসিন্দাদের অভিযোগ, ২০১০ সালে মুরারই-রঘুনাথগঞ্জ রাস্তার ১৩ কিলোমিটার অংশ সংস্কার হয়নি। দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। তার ওপর পাথর, বালি বোঝাই লরি চলাচলের ফলে রাস্তাটি আরও বেহাল হয়ে পড়ছে। প্রশাসনকে জানিয়েও সমস্যা না মেটায় অবরোধ করেন বাসিন্দারা। এর জেরে এ দিন ওই রাস্তায় কোনও যানবাহন চলাচল করেনি। রাস্তাটি দেখভালের দায়িত্বে রয়েছে পূর্ত (সড়ক) দফতর। বিভাগের রামপুরহাট মহকুমার সহকারী বাস্তুকার সুজয়রায় প্রতিহার এলাকায় পৌঁছলে বিক্ষোভের মুখে পড়েন। তিনি বলেন, “রাস্তাটির কিছু অংশ মাঝে মেরামতি করা হয়েছিল। সম্পুর্ণ সংস্কারের প্রয়োজন রয়েছে। শীঘ্রই যাতে রাস্তাটি সংস্কার করা যায়, সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চেষ্টা চালানো হবে।”
|
সিউড়ি-সাঁইথিয়ার মূল রাস্তাটি ৪০ ফুট চওড়া। কিন্তু দিন দিন রাস্তার উপরে দোকান চলে আসায় তা ২০ ফুটে দাঁড়িয়েছে। ফলে পার্কিংয়ের যেমন জায়গা নেই, তেমনি সমস্যায় পড়ছেন রিকশায় করে বাজার করতে আসা মানুষজনও। বিভিন্ন পুজো-অনুষ্ঠানের সময় সমস্যা আরও বাড়ে। পুজোর মরসুম শুরু হতেই দোকান মালিকেরা আরও রাস্তা দখল করে পণ্য সামগ্রী সাজাচ্ছেন। সেই সঙ্গে রয়েছে যানজটও। পুলিশের বক্তব্য, বিষয়টি পুরসভার। |
রাস্তা দখল করে চলছে ব্যবসা। যানজট যেন নিত্য দিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
টিনবাজারে তাপস বন্দ্যোপাধ্যায়ের তোলা ছবি। |
আর পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায় বলছেন, “যাঁরা রাস্তা দখল করছেন, তাঁরা তো পুর-এলাকার বাসিন্দা। তাঁরা যদি শহরকে নিজের বলে ভাবতে না পারেন আমরা কী করতে পারব? শহরটা অবৈধ দখলদারিদের হাতে চলে গিয়েছে।” তাঁর দাবি, “বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দখলদারিতে নর্দমাগুলি বন্ধ হয়ে গিয়েছে। সম্প্রতি নর্দমাগুলি পরিষ্কার করতে গিয়ে রাজনৈতিক দলের বাধায় সরে আসতে হয়েছে।”
|
তৃণমূল সমর্থকদের উপরে হামলার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। সাঁইথিয়ার নবগ্রামের ঘটনা। তৃণমূলের দাবি, মঙ্গলবার রাত ১০টা নাগাদ স্থানীয় কয়েক জন সিপিএম সমর্থক তাঁদের বাড়িতে বোমা মারে ও দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। নবগ্রামের তৃণমূল সমর্থক রঞ্জন চক্রবর্তীর অভিযোগ, “এলাকায় সিপিএম জেতার পর থেকে তৃণমূল সমর্থকদের উপরে নানাভাবে অত্যাচার শুরু করেছে সিপিএম। ওই রাতে আমাদের কয়েকজনের বাড়িতে বোমা মারে ওরা। কয়েক জনের নামে থানায় অভিযোগ করা হয়েছে।” উদ্দেশ্যপ্রণোদিত কারণে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন সিপিএমের সাঁইথিয়া জোনাল কমিটির সম্পাদক জুরান বাগদি।
|
পঞ্চায়েতের পর এলাকার স্কুল পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। এ বারের পঞ্চায়েত ভোটে নানুরের বড়াসাওতা পঞ্চায়েতটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। বুধবার ছিল ওই পঞ্চায়েতের অধীন বড়া গৌরাঙ্গ বিদ্যাপীঠের পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। কিন্তু তৃণমূল ছাড়া অন্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারেনি। তাই ৬টি আসনে তৃণমূল প্রার্থীদেরই জয়ী ঘোষণা করা হয়। এর আগেও এই স্কুল পরিচালন সমিতি তৃণমূলের দখলেই ছিল।
|
সাঁইথিয়ার কামারপাড়া থেকে বুধবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম মিলন দাস (২৮)। মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার ঘোষপলশা গ্রামে বাড়ি হলেও ওই যুবক কামারপাড়ায় থাকতেন। পারিবারিক কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে পুলিশের অনুমান। দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। |