দিন মজুরির কাজের জন্য অগ্রীম যে টাকা পাওয়ার কথা তার একাংশ মেলেনি। সেই টাকা চাইতে যাওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য-সহ তাদের পাঁচ জন সমর্থকের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ কালিয়াচক থানার চরিঅনন্তপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। হামলায় জখম চারজন তৃণমূল কর্মীকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মোহন মণ্ডল নামে এক তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে। মালদহ জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “অভিযুক্তরা গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছে। তাদের ধরতে পুলিশ তল্লাশি শুরু করেছে।”
তৃণমূলের অভিযোগ, চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল করার পর থেকেই কংগ্রেস পরাজয়ের জ্বালা সহ্য করতে পারছিল না। তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যের নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, “ভিন রাজ্যে দিনমজুরির কাজ করায় আমাদের এক পঞ্চায়েত সদস্যের আত্মীয় তাঁর পাওনা বকেয়া টাকা চাইতে গিয়েছিলেন কংগ্রেসের এক কর্মীর বাড়িতে। সেই অজুহাতে পঞ্চায়েত সমিতিতে পরাজিত কংগ্রেস প্রার্থী সুদান মণ্ডল দলবল নিয়ে আমাদের পাঁচজন সদস্যের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।” অপরাধীদের ধরতে পুলিশ সুপারকে তিনি ব্যবস্থা নিতে বলেছেন বলে জানান। জেলা কংগ্রেস সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী ওই অভিযোগ মানতে নারাজ। তাঁর কথায়, ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। দাদনের টাকা দেওয়া নেওয়া নিয়ে গ্রামবাসীদের মধ্যে গোলামাল হয়েছে। যারা এই গোলামাল করেছে তারা কংগ্রেসের কেউ নয়। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস রাজনীতির রং লাগিয়ে ফয়দা তুলতে চাইছে।”
চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান মতিউর রহমান। তাঁরও অভিযোগ, কংগ্রেসের লোকজন তাঁদের পঞ্চায়েত সদস্য এবং চারজন কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে। তবে তাঁরা পাল্টা হামলা না চালিয়ে দলের কর্মীদের সংযত থাকতে বলেছেন। চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হওয়ার পর থেকেই কংগ্রেস তাঁদের দলের কর্মীদের নানাভাবে হেনস্থা করছে বলে তিনি দাবি করেছেন।
জখমদের একজন মোহন মণ্ডল। তাঁর দাদা ভাগীরথ মন্ডল বলেন, “ভাই দাদন নিয়ে ভিন রাজ্যে দিনমজুরির কাজে গিয়েছিল। যে অগ্রিম টাকা পাওয়ার কথা ছিল সীতারাম মণ্ডলের কাছে সেই ব্যাপারে ৫০০ টাকা পেত। কালকে রাতে ভাই সেই টাকা চাইতে সীতারামের বাড়িতে গিয়েছিল।” কেন টাকা চাইতে বাড়িতে গিয়েছিল সেই রাগে এ দিন সকালে সীতারাম কংগ্রেসের ৪০-৫০ জন কর্মী-সমর্থক নিয়ে তাদের পাঁচ জনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। |