টুকরো খবর
ধর্ষণ, খুনের চেষ্টা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চায় মরাঘাট
মরাঘাট চা বাগানের তরুণীকে ধর্ষণ ও খুন করার চেষ্টার ঘটনা নিয়ে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বাগানের বাসিন্দারা। তাঁদের বক্তব্য, শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তরুণীর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ধর্ষণ ও খুনের চেষ্টায় বাকি অভিযুক্তদের খুঁজতে পুলিশের বিশেষ দল গঠনের দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। সোমবার জলপাইগুড়ি জেলাশাসকের কাছে এ দাবি জানান বাসিন্দারা। বাসিন্দাদের তরফে শম্ভু ছেত্রী বলেন, তরুণীর সুচিকিৎসা-সহ সঠিক পুলিশি তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদনপত্র পাঠানো হয়েছে। তিনি বিষয়টিতে হস্তক্ষেপ করবেন বলে আমাদের আশা।” ২৭ অগস্ট বিন্নাগুড়ি বাজার থেকে সন্ধ্যায় ২৪ বছরের ওই তরুণী বাগানে ফিরছিলেন। সেই সময় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে বাগানের পাশে প্রস্তাবিত হিন্দি কলেজের আগাছার জঙ্গলে তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তাঁকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করার চেষ্টাও করা হয়। এক জনকে পুলিশ গ্রেফতারও করে। তবে যে ভাবে ওই তরুণীর উপর অত্যাচার হয়েছে তাতে একাধিক দুষ্কৃতী জড়িত। বিন্নাগুড়ি বাজারে ছাতা সারাই করে ধৃত যুবক সিরাজ আনসারি। তিনি পুলিশকে জানান, ওই ঘটনায় ২ বাইক আরোহী জড়িত। ওই তরুণীকে বাড়ি পৌঁছনোর নাম করে ওই দুই যুবক তুলে নিয়ে গিয়ে ধষর্ণ করে। তবে জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ধৃত যুবক ছাড়া ঘটনাস্থলে আর কেউ ছিল না। তদন্ত চলছে। তরুণী সুস্থ হলে তাঁর বয়ান নেওয়া হবে।”

শহর পরিদর্শনে মার্কিন কনসাল
শিলিগুড়িতে ঘুরে গেলেন কলকাতার মার্কিন দূতাবাসের অর্থনৈতিক ও রাজনীতি বিষয়ক কনসাল গৌরব বনশল। মঙ্গলবার সকালে শিলিগুড়ির হাকিমপাড়ায় অনাথ ও ভবঘুরে শিশুদের আস্তানা সিনি (চাইল্ড ইন নিড ইন্সটিটিউট) তে ঘুরে বাচ্চাদের সঙ্গে কথা বলেন তিনি। এরপরেই ঘোষণা করেন, তাঁর কাছে সাহায্য চাইলে তিনি করতে প্রস্তুত। ছোট বাচ্চাদের শিক্ষা ও পুষ্টি জনিত যে কোনও সাহায্যের আশ্বাস দেন সিনিকে। এদিন একটি ছোট্ট অনুষ্ঠানে অংশ নেন কনসাল। সেখানে বাচ্চাদের নাচে গানে উৎসাহও দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনির নির্দেশক নীলাঞ্জনা ঘোষ, শিলিগুড়ির কো অর্ডিনেটর শেখর সাহা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অন্বেষা মজুমদার। গৌরববাবু বলেন, “সিনির কাজে আমি খুশি। আমি ওঁদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছি। এটাই আমার প্রথম উত্তরবঙ্গ সফর। এখানে শিশু বিশেষ করে মহিলাদের সম্পর্কে শুনলাম। সাহায্যের চেষ্টা করব।”

স্মারক বক্তৃতায় নিরুপম সেন
শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে নিরুপম সেন। মঙ্গলবার তোলা নিজস্ব চিত্র।
পাহাড়ের সমস্যা মেটাতে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ভূমিকা তুলে ধরে রতনলাল ব্রাহ্মণ স্মারক বক্তৃতা দিলেন প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন। মঙ্গলবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে প্রধান বক্তা ছিলেন তিনিই। নিরুপমবাবুর কথায়, বিরোধী দলকে জোতিবাবু মর্যাদা দিতেন। গণতান্ত্রিক অধিকার রক্ষায় তিনি আন্দোলন করেন। দার্জিলিং আলাদা রাজ্য হোক না চাইলেও বাসিন্দাদের ভাষা এবং জাতিসত্ত্বার প্রতি সম্মান জানিয়ে গোর্খা পার্বত্য পরিষদ গড়েন। অন্য বক্তাদের মধ্যে ছিলেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য, সিপিএমের দার্জিলিং জেলার কার্যকরী সম্পাদক জীবেশ সরকার।

গুলিতে মৃত যুবক
দেশি বন্দুকের গুলিতে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি থানার জুরন্তী চা বাগানের ১৬ নম্বর সেকশনে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম দাসো মুন্ডা (২৩)। তিনি জুরন্তী বাগানের ভেগা লাইনের বাসিন্দা। দাসো এদিন বন্ধু আশিস লাকড়ার সঙ্গে শূয়োর মারতে গিয়েছিল। আশিসের দেশি বন্দুকের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দাসোর কোমরের নিচে লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সন্ধ্যায় আশিস লাকড়ার বিরুদ্ধে স্বামীকে খুন করার অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী লক্ষী মুন্ডা। মালবাজারের সার্কেল ইন্সপেক্টর অশোক সাহা জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশিসকে খোঁজা হচ্ছে। আজ, বুধবার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

গাড়ির ধাক্কায় মৃত্যু
গাড়ির ধাক্কায় মৃত্যু হল কিশোরীর। মঙ্গলবার সন্ধ্যায় ডুয়ার্সের মালবাজার থানার ৩১ নম্বর জাতীয় সড়কের ওয়াশাবাড়ি বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত কিশোরীর নাম অশান্তি ওঁরাও (১৩)। সে ওদলাবাড়ি আদর্শ হিন্দি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। তার বাড়ি ওয়াশাবাড়ি চা বাগানের মানা লাইনে। মায়ের সঙ্গে সে ওয়াশাবাড়ি বাজারে এসেছিল। একটি ছোট গাড়ি তাকে ধাক্কা মারে। ঘটনার পরে জাতীয় সড়কে মৃতদেহ আটকে অবরোধ করেন বাসিন্দারা।

সই সংগ্রহ
সিধু কানহু কলেজ পুখুরিয়া থেকে সরিয়ে শামুকতলা বস্তিতে স্থাপনের দাবিতে সই সংগ্রহ শুরু করল শামুকতলা অঞ্চল কংগ্রেস কমিটি। কংগ্রেসের অভিযোগ, শামুকতলা বস্তিতে ২৫ বিঘা জমি রয়েছে। কলেজের জন্য ১৫ বিঘা জমি দরকার। জমিতে একটি খেলার মাঠ রয়েছে। স্থানীয় ক্রীড়া প্রেমীরা খেলার মাঠ বাদ দিয়ে বাকি জমিতে কলেজ স্থাপন করতে বলেছিলেন। তা না করে ছয় কিমি দূরে প্রত্যন্ত এলাকায় পুখুরিয়া এলাকায় কলেজ তৈরির কথা বলা হচ্ছে। এটা বিরুদ্ধে সই সংগ্রহ মঙ্গলবার থেকে শুরু করা হয়েছে। এতে স্থানীয় ছাত্রছাত্রীরা সমস্যায় পড়বেন বলে জানান অঞ্চল কংগ্রেসের নেতা রাজা চক্রবর্তী এবং নিরালা মুর্মু।

হয়রানির অভিযোগ
অসম সীমানার বারবিশা চেকপোস্টে কয়লাবোঝাই গাড়ি আটকে হয়রানি করার অভিযোগ উঠেছে বক্সিরহাট থানার পুলিশের বিরুদ্ধে। হয়রানি বন্ধের দাবিতে আন্দোলনে ট্রান্সপোর্ট ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোশিয়েশন। মঙ্গলবার বারবিশায় মিছিল করে তাঁরা অর্ধেক দিন কাজ বন্ধ রাখেন। অভিযোগ, বারবিশা চেকপোস্ট দিয়ে ৪০০ কয়লার গাড়ি বিহার, রাজস্থান-সহ বিভিন্ন রাজ্যে যায়। পুলিশ কাগজ পত্র দেখার নামে হয়রানি করছে। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জায়সবাল এ দিন বলেন, “অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেব।”

পথ দুর্ঘটনায় মৃত্যু
পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল একজনের। মঙ্গলবার ডুয়ার্সে নাগরাকাটা থানার ৩১ নম্বর জাতীয় সড়কে জলঢাকা নদীর সেতুর ওপর ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক গুড্ডু মহম্মদের (২৮) মৃত্যু হয়। তাঁর বাড়ি শিলিগুড়ির নকশালবাড়িতে। জখম পিকআপের খালাসি মহম্মদ এনাসুলকে উত্তরবঙ্গ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

করমে ছুটির আর্জি
করম পুজোয় ডুয়ার্স এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেওয়ার অনুরোধ করল আদিবাসী বিকাশ পরিষদ। গত বছর থেকে রাজ্য সরকার করম পুজোয় আদিবাসীদের ছুটি ঘোষণা করে। আগামী ১৫ সেপ্টেম্বর, রবিবার সারারাত ব্যাপী আদিবাসী সমাজে এই পুজো আয়োজিত হবে। পর দিন সোমবার আদিবাসী বিকাশ পরিষদ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চেয়েছে।

গ্রেফতার যুবক
ট্রেনে এক বধূর শ্লীলতাহানি এবং তাঁর স্বামীকে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল রেল পুলিশ। সোমবার রাতে মালবাজারের নিউ মাল জংশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ঘটনাটি ঘটে। ধৃত মিঠুন বিশ্বাসের বাড়ি শিলিগুড়ির নকশালবাড়িতে। গ্রেফতারের পর অসুস্থ হওয়ায় তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযোগকারী বধূ জানান, আলিপুরদুয়ার থেকে ট্রেনে আসার সময় ওই যুবক তাঁর গায়ে হাত দেওয়া ছাড়াও গালিগালাজ করে। স্বামী প্রতিবাদ করায় মারধর করা হয়।

অনশনে ৩০ ছাত্র
কলেজের বিভিন্ন দাবি নিয়ে অনশনে বসল ছাত্র পরিষদ সমর্থকরা। সোমবার আলিপুরদুয়ার কলেজের ৩০ জন ছাত্র অনশনে বসেন। অধ্যক্ষ সুব্রত পঞ্চানন বলেন, “প্রাণীবিদ্যার প্র্যাক্টিকাল রুমে সরঞ্জাম, সাইকেল স্ট্যান্ড মেরামতের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। তাও কেন অনশন চলেছে বুঝছি না।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.