ট্রেনে উদ্ধার তরুণী
নিজস্ব সংবাদদাতা • আদ্রা |
বাড়ি থেকে পালিয়ে আসা উত্তরপ্রদেশের এক তরুণীকে উদ্ধার করল আদ্রা রেলপুলিশ। সোমবার রাতে এক মহিলা ট্রেনযাত্রী সোনু চৌহান নামের বছর আঠারোর ওই তরুণীকে উদ্ধার করে রেলপুলিশের হাতে তুলে দেন। সেই রাতে আদ্রার একটি স্বেচ্ছাসেবী সংস্থার হোমে ওই তরুণীকে রাখা হয়। পরে চাইল্ড লাইনের মাধ্যমে তাঁকে মঙ্গলবার পুরুলিয়ার আনন্দমঠ হোমে পাঠানো হয়। রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান-বোকারো প্যাসেঞ্জার ট্রেনে তরুণীটিকে চুপচাপ বসে থাকতে দেখে আদ্রার বাসিন্দা খুশবু সিংহ নামে এক মহিলার সন্দেহ হয়। তিনি জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তরুণীটি পালিয়ে এসেছে। আদ্রা স্টেশনে তরুণীটিকে নিয়ে নেমে তাঁকে রেলপুলিশের হাতে দেন খুশবুদেবী। রেলপুলিশের আদ্রার ওসি জিতেন্দ্রনাথ খাটুয়া জানান, ওই তরুণীর বাড়ি উত্তরপ্রদেশের আজমগড় জেলার জৈনপুর থানা এলাকায়। তাঁর বাবা নরমু চৌহান সিআরপিএফ কর্মী। বর্তমানে তিনি.অসমে কর্মরত। ওই তরুণী তাঁর মা শান্তি চৌহানের সঙ্গে উত্তরপ্রদেশে থাকতেন। তিনি বলেন, “সোনু আমাদের জানিয়েছে, মা তাঁকে বকাঝকা করায়, তিনি রাগ করে বাড়ি থেকে পালিয়ে এসেছেন।” রেলপুলিশ ও শিশু কল্যাণ সমিতি তাঁর পরিবারকে খবর দেয়।
|
বিদুৎ দফতরে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার বিদ্যুৎ দফতরের বাঁকুড়ার লালবাজার, হিড়বাঁধ ও ওন্দার অফিসে বিক্ষোভ দেখাল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি (অ্যাবেকা)। সংগঠনের জেলা সম্পাদক স্বপন নাগ বলেন, “গত দু’বছরে সাত বার বিদ্যুতের মাসুল বেড়েছে। সম্প্রতি কেন্দ্র সরকার ফের মাসুল বৃদ্ধি হবে বলে জানিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
|
সংবর্ধনাসভা
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
লালন পুরস্কার বিজয়ী ঝুমুর শিল্পী মিহিরলাল সিংহ দেওকে সম্প্রতি সংবর্ধনা দিল মানভূম সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্র। জেলা বিজ্ঞান কেন্দ্রে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিধায়ক কে পি সিংহ দেও। ওই সংস্থায় স্বনির্ভরতার প্রশিক্ষণ প্রাপ্ত ৬০ জনকে শংসাপত্র দেওয়া হয়।
|
স্কুলে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • গঙ্গাজলঘাটি |
সাংস্কৃতিক অনুষ্ঠান হল গঙ্গাজলঘাটির খাঁটা ক্ষুদারডাঙা উচ্চবিদ্যালয়ে। মঙ্গলবার ওই অনুষ্ঠানে স্কুলের পড়ুয়ারা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে। এ বছর মাধ্যমিকে কৃতী স্কুলের দুই ছাত্র রাহুল পাল ও প্রলয় তন্তুবায়কে সংবর্ধনা দেওয়া হয়। |