বাড়ির গ্রিল ভেঙে চুরির ঘটনা ঘটল ক্যানিংয়ে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের ঘুটিয়ারী শরিফের নজরুল পল্লিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক আবদুল অহিদ তরফদার গত ২৮ অগস্ট সপরিবারে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে। সোমবার সকালে গ্রামবাসীরা দেখেন, তাঁর বাড়ির গ্রিল ভাঙা। খবর দেওয়া হয় আবদুল ওহিদকে। মঙ্গলবার সকালে ফিরে আসেন ওহিদ ও তাঁর পরিবার। দেখেন ঘরের মধ্যে সমস্ত জিনিস ছড়ানো। দুটি আলমারি ভাঙা। বিষয়টি থানায় জানান ওহিদ। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
|
নকল বিদেশি মদের কারখানার হদিস পেল পুলিশ। আর ওই অবৈধ কারখানা চালানোর অভিযোগে সোমবার গ্রেফতার করা হল উত্তর ২৪ পরগনার হাবরার বাসিন্দা চানু সাউ নামে এক ব্যক্তিকে। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি জানান, সোমবার রাতে সোনারপুর থানার প্রতাপগড় এলাকায় হানা দিয়ে ওই কারখানার হদিস মিলেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রায় বছর দুয়েক ধরে ওই কারখানাটি চলছিল। পুলিশ জানায়, কারখানা থেকে নানা ব্র্যান্ডের নকল মদ, খালি বোতল, ছিপি-সহ প্রায় ১৬ লক্ষ টাকার জিনিস উদ্ধার হয়েছে। পুলিশি জেরায় চানু স্বীকার করেছে, দক্ষিণ শহরতলির বিভিন্ন মদের দোকানে ওই নকল মদ পাচার করত সে। পুলিশ জানায়, কয়েকটি দোকানও শনাক্ত করা হয়েছে। সেগুলিতেও তল্লাশি অভিযান চালানো হবে। |