টুকরো খবর |
পূর্বে জেলা পরিষদ গঠন হবে আজ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
জেলা পরিষদ গঠন ঘিরে তৃণমূলের অন্দরে এখন উত্সবের মেজাজ। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ক্ষমতায় ফিরেছে তৃণমূল। আজ বুধবার বেলা ১২টায় জেলা পরিষদের নতুন সভাধিপতি ও সহ-সভাধিপতি নির্বাচনের জন্য সভা ডাকা হয়েছে। যদিও দলীয় ভাবে জেলা পরিষদের নতুন সভাধিপতি পদে মধুরিমা মণ্ডল, সহ-সভাধিপতি পদে শেখ সুফিয়ান ও দলনেতা হিসেবে মামুদ হোসেনের নাম আগেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। এ দিন প্রথমে জেলা পরিষদের সব সদস্যদের শপথ গ্রহণ হবে। এরপর সভাধিপতি ও সহ-সভাধিপতি নির্বাচন হবে। নবনির্বাচিত সভাধিপতি ও সহ-সভাধিপতিকে সংবর্ধনা দেওয়ার জন্য পরিষদ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠান হবে। আগামী শুক্রবার জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বন্যা দুর্গতদের হাতে সরকারি সাহায্য তুলে দিতে কোলাঘাট তাপবিদ্যুত্ কেন্দ্রের উপনগরীর ফুটবল ময়দানে এক প্রশাসনিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার আগে নতুন সভাধিপতির শপথ গ্রহণ পর্ব ঘিরে চলছে জোর তত্পরতা। এ দিকে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচন নিয়ে তৃণমূলের অন্দরে জল্পনা তুঙ্গে। কারণ বিগত জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা ছাড়াও ৯ জন কর্মাধ্যক্ষের মধ্যে ৪ জনই এবার জেলা পরিষদের সদস্য হিসেবে নেই। আবার বিদায়ী জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পদে থাকা শেখ সুফিয়ান এবার সহ-সভাধিপতি পদে। ফলে তাঁর পদে কে বসবেন তা নিয়েও জল্পনা রয়েছে। আবার বিগত কর্মাধ্যক্ষদের মধ্যে যারা ফের জিতে এসেছেন তাঁদের দফতর বদল হয় কি না, তা নিয়েও কৌতূহল রয়েছে।
|
বিদ্যুতের বিলে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
গ্রাহকদের কাছে পাঠানো হচ্ছে হাজার হাজার টাকার ভুতুড়ে বিদ্যুতের বিল। এরই মধ্যে বিদ্যুতের মাশুল পুনরায় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ বিদ্যুত্ বণ্টন সংস্থা। উপর্যুপরি ভুতুড়ে বিল এবং বিদ্যুতের মাশুল পুনরায় বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার বিদ্যুত্ বণ্টন সংস্থার ঝাড়গ্রাম গ্রাহক পরিষেবা কেন্দ্রের সামনে সারা বাংলা বিদ্যুত্ গ্রাহক সমিতি অবস্থান-বিক্ষোভ করল। এ দিন সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত অবস্থান-বিক্ষোভ চলে। বিদ্যুত্ গ্রাহক সমিতির ঝাড়গ্রাম আঞ্চলিক কমিটির সহ-সভাপতি তপন রায়ের অভিযোগ, “জঙ্গলমহলে মাওবাদী অশান্তি পর্বে অনেক ক্ষেত্রেই গ্রামাঞ্চলের গ্রাহকদের মিটার রিডিং নেওয়া হয়নি। এখন ওই সব বিলের বোঝা একসঙ্গে গ্রাহকদের কাছে পাঠানো হচ্ছে। জঙ্গলমহলের গরিব আদিবাসী এলাকার মানুষের উপর বিপুল অঙ্কের বিলের বোঝা চাপানো হচ্ছে।” ওই সব অতিরিক্ত বিল মকুবের দাবি করেছেন তপনবাবুরা। এ দিন সংগঠনের পক্ষ থেকে ঝাড়গ্রাম গ্রাহক পরিষেবা কেন্দ্রের স্টেশন ম্যানেজার সরোজকুমার দে-র হাতে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। সরোজবাবুর অবশ্য দাবি, “কোনও বিলই ভুতুড়ে নয়। মাওবাদী সমস্যার জন্য তিন বছর গ্রামাঞ্চলের মিটার রিডিং নেওয়া সম্ভব হয়নি। তাই বিলের অঙ্ক বেশি হচ্ছে।”
|
২৪ বছর পর ধৃত
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
দীর্ঘ ২৪ বছর পালিয়ে বেড়ানোর পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন স্ত্রী খুনে অভিযুক্ত এক ব্যক্তি। সুতাহাটা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, চৈতন্যপুরের বাসিন্দা অমিত রায় নামে ওই ব্যক্তিকে মঙ্গলবার ভোরে কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ দিনই তাঁকে তমলুক জেলা আদালতে তোলা হলে চোদ্দো দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অমিতবাবুর নামে এতদিন গ্রেফতারি পরোয়ানা ছিল। কিন্তু পুলিশ তাঁকে ধরতে না পারায় ওই মামলার বিচার প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছিল। ১৯৮৯ সালে স্ত্রীকে খুনের অভিযোগে অমিত রায়-সহ তাঁর পরিবারের কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু হয়। তারপর অন্যান্য অভিযুক্তেরা গ্রেফতার হলেও তিনি ফেরার ছিলেন। সম্প্রতি পুলিশ খোঁজ পায়, কোতোয়ালি পুলিশ লাইনের কাছাকাছি একটি ঘর ভাড়া করে রয়েছেন ওই ব্যক্তি। এরপরই সুতাহাটা থানার পুলিশ ওই ব্যক্তিকে ধরে।
|
ব্যবসায়ীকে খুনের চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
এক ব্যবসায়ীকে খুনের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মহিষাদল থানার কেশবপুর জলপাই গ্রামে। ওই গ্রামেরই বাসিন্দা বছর পঁয়ত্রিশের বাবুলাল সাঁতরাকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ উদ্ধার করে মহিষাদল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। মঙ্গলবার তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। কে বা কারা তাঁকে খুনের চেষ্টা করল সে বিষয়ে অন্ধকারে তাঁর স্ত্রী সুতপা সাঁতরা। তিনি জানান, সোমবার সন্ধ্যায় ব্যবসার কাজ আছে বলে উনি বাড়ি থেকে বেরিয়ে যান। গ্রামেরই খালের পাড়ে চিত্কার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁরাই রক্তাত্ত অবস্থায় বাবুলালবাবুকে দেখতে পান। পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
|
অবস্থান বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে জেলা জুড়ে অবস্থান কর্মসূচী পালন করল সারা বাংলা বিদ্যুত্ গ্রাহক সমিতি। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা, মোহনপুর, দাঁতন, ঘাটাল, পিংলা সহ বিভিন্ন জায়গায় অবস্থান হয়। বিদ্যুত্ দফতরে স্মারকলিপিও দেওয়া হয়। অভিযোগ, বিদ্যুত্কে বানিজ্যিক পণ্যে পরিণত করে বড় বড় বিদেশি শিল্পপতিদের সাহায্য করা হচ্ছে। অথচ, এরফলে সাধারণ গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারই প্রতিবাদে এ দিন ৪ ঘণ্টার অবস্থান কর্মসূচি।
|
প্রাণিবন্ধুদের দাবি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ন্যূনতম ৬,৬০০ টাকা মাসিক ভাতা-সহ বিভিন্ন দাবিদাওয়া জানিয়ে পূর্ব মেদিনীপুরের জেলা প্রাণিসম্পদ দফতরের আধিকারিকের কাছে স্মারকলিপি দিলেন পশ্চিমবঙ্গ প্রাণিবন্ধু সমিতির জেলা সদস্যরা। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ তমলুকে জেলা প্রাণিসম্পদ দফতরের অফিসের সামনে জড়ো হয়ে বিভিন্ন দাবিতে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান তাঁরা। মাসিক ন্যূনতম ৬,৬০০ টাকা ভাতা ও প্রাণিবন্ধুদের দফতরের রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার দাবি জানানো হয়।
|
ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার হলদিয়া-পাঁশকুড়া রেলপথে রাজগোদা স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। বছর পঁচিশের ওই যুবকের পরিচয় জানা যায়নি। এদিন সকালে হলদিয়া থেকে হাওড়াগামী একটি লোকাল ট্রেনে দরজার কাছে দাঁড়িয়ে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে পড়ে যান তিনি। উলুবেড়িয়ায় রেলের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
|
বধূর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পান বরজের ধার থেকে উদ্ধার হল এক বধূর দেহ। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে নন্দকুমার থানার টিকারামপুর গ্রামে। মৃতার নাম শীলা সাহু (৩০)। সকালে তিনি পান বরজে গিয়েছিলেন। কিন্তু কী ভাবে মারা গেলেন জানা যায়নি। |
|