ফুটবল স্কুল তৈরি করছেন মেহতাব-নবি
দু’জনে যেখানেই যে ক্লাবে খেলুন, অভিন্ন হৃদয় বন্ধু। দু’জনে দু’জনকে ডাকেন ভাই বলেই। এই মুহূর্তে জাতীয় দলের অপরিহার্য দুই ফুটবলার মেহতাব হোসেন এবং রহিম নবি ফুটবল স্কুল করতে চলেছেন সামনের বছর। কাজকর্ম অনেকটাই এগিয়েছে। স্পনসরদের সঙ্গে কথাবার্তা চলছে। খোঁজ চলছে মাঠের।
তবে ভাইচুং ভুটিয়ার স্কুল বা মোহনবাগানের অ্যাকাডেমির মতো পয়সা দিয়ে খেলতে হবে না কোনও জুনিয়র ফুটবলারকে। পুরো বিনা পয়সায় স্কুলে খেলতে পারবে নির্বাচিত ফুটবলাররা। স্পনসর না পেলে নিজের গাঁটের কড়ি খরচা করে অ্যাকাডেমি চালাবেন, ঠিক করে ফেলেছেন মেহতাব-নবি। দু’জনে যা পরিকল্পনা করেছেন তাতে ১০ থেকে ১৫ বয়সের মোট তিনটি বিভাগে নেওয়া হবে চল্লিশজন ফুটবলারকে। মঙ্গলবার ভারতীয় শিবিরে বসে মেহতাব বললেন, “আমরা অ্যাকাডেমি করছি না। চালাতে পারব না। অত টাকা নেই। তাই ফুটবল স্কুল করছি। কাকে কোচ করব এখনও ঠিক করিনি। তবে ছোটদের নিয়ে কাজ করে সফল কাউকে রাখব। ছোটদের যে শেখাতে পারবে। ব্যবসা নয়, বাংলা ও দেশের জন্য ফুটবলার তৈরিই লক্ষ্য হবে।”
সাফ কাপে খেলতে এসেও ভারতকে জেতানোর পাশাপাশি নবি এবং মেহতাবের মধ্যে আলোচনা চলছে কী ভাবে এগোতে হবে। নবি বলছিলেন, “গরিব ছেলেদেরই নিয়ে আসব। প্র্যাক্টিস করাব। খাবার দেব। আসা যাওয়ার খরচ দেব।” দুই বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছেন সাফ কাপ শেষ হওয়ার পর কলকাতায় গিয়ে ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের কাছে একটা জায়গা চাইবেন স্কুলের জন্য। মেহতাব বললেন, “কিশোর ভারতী স্টেডিয়ামটাই আমার আর নবির পছন্দ। ফুটবল খেলে যা পেয়েছি তার কিছুটা ফুটবলের জন্য দিতে চাই।” দু’জনে ঠিক করেছেন, যেহেতু এখনও বেশ কিছুদিন ক্লাব ও দেশের হয়ে খেলবেন, তাই নিজেদের নামে স্কুলের নামকরণ করবেন না। নাম হবে সম্ভবত কলকাতা ফুটবল স্কুল। “আমরা শুধু স্পনসর জোগাড় করব। দেখভাল করব। কোচেরা বাকি কাজ করবেন। দু’তিন জন ভাল স্পনসরের সঙ্গে কথাবার্তা চলছে। সরকারের সাহায্য চাইব। বেটো-ব্যারেটো যদি বিদেশ থেকে এসে এখানে অ্যাকাডেমি করতে পারে, আমরা একটা স্কুল করতে পারব না?” বলছিলেন মেহতাব। সাফেও দুর্দান্ত ফর্মে যিনি।
গত দু’তিন মাস ধরেই মেহতাব-নবি আলোচনা চালাচ্ছেন এই স্কুল নিয়ে। পরিকল্পনা নিয়ে কথাবার্তা বলেছেন অনেকের সঙ্গে। তাঁদের মনে হয়েছে, এটা ভাল ভাবে করা সম্ভব। “কলকাতার আশেপাশের ভাল ফুটবল খেলে অথচ সুযোগ পায় না তাদের জন্যই আমাদের এই চেষ্টা,” বলছিলেন নবি। দেখার, দেশের দুই তারকা ফুটবলারের স্বপ্ন সফল হয় কিনা।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.