সল্টলেকে বৃক্ষ-নিধন চলছেই। মঙ্গলবার সল্টলেকের দত্তাবাদে ফের গাছ কাটার অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সল্টলেকের পুর-প্রতিনিধিরা ঘটনাস্থল ঘুরে দেখেন। সল্টলেক পুর-কর্তৃপক্ষ জানান, শহর জুড়ে বিভিন্ন জায়গায় গাছ কাটা চলছে। তাই এ বার বিশেষ নজরদারি অভিযান শুরু হবে।
এ দিন সকালে ইএম বাইপাস সংলগ্ন সল্টলেকের ২৫ নম্বর ওয়ার্ডে দত্তাবাদ এলাকায় গাছ কাটার ঘটনাটি কাটে। বাসিন্দারা জানান, ভারী কিছু পড়ার শব্দ পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। ততক্ষণে একটি সজনে গাছ কাটা হয়ে গিয়েছে, আর একটি বেল গাছ অর্ধেক কেটে রেখে কয়েক জন লোক চম্পট দেয়। যাওয়ার সময়ে তাদের গাড়ির নম্বরও লিখে রাখেন বাসিন্দারা। |
অর্ধেক কাটা গাছ। মঙ্গলবার, সল্টলেকের দত্তাবাদে।—নিজস্ব চিত্র। |
বাসিন্দাদের একাংশের অভিযোগ, গাছগুলির জন্য বিজ্ঞাপনের হোর্ডিং কিংবা ব্যানার আড়াল হয়ে যায়। সে কারণেই গাছগুলি কাটা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্নিগ্ধা মজুমদার-সহ পুর আধিকারিকেরা। অর্ধেক কাটা বেল গাছটি বিপজ্জনক অবস্থায় ছিল। পুর-কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেন।
গত কয়েক বছরে সল্টলেকে একাধিক গাছ কাটার ঘটনা ঘটেছে। কয়েকটি ক্ষেত্রে থানায় অভিযোগও দায়ের হয়েছে। একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হলেও গাছ কাটা বন্ধ করা যায়নি। স্থানীয় কাউন্সিলর স্নিগ্ধাদেবী জানান, বাসিন্দাদের অভিযোগ পুরসভাকে জানানো হয়েছে। সল্টলেক পুরসভার চেয়ারম্যান পারিষদ দেবাশিস জানা বলেন, “গাছ কাটার কোনও চক্র সক্রিয় হয়েছে। নজরদারি অভিযান চালাব। তবে গত দু’বছরে সল্টলেকে প্রায় ২৭০০ গাছ রোপণও হয়েছে। সেই কাজও বজায় রাখা হবে।” |