মোটা টাকা ঋণ পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তিকে একটি বাড়িতে ডেকে এনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে হুগলির হিন্দমোটরের ঘটনা। পুলিশ জানায়, বাগুইআটির বাসিন্দা দীপক বিট্টারের অভিযোগের ভিত্তিতে ওই চার জনকে ধরা হয়েছে। মঙ্গলবার ধৃতদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীপকবাবু হোর্ডিং তৈরির ব্যবসা করেন। সেই সূত্রে উত্তরপাড়ায় আসেন। কয়েক দিন আগে তাঁর সঙ্গে তিন যুবকের আলাপ হয়। যুবকেরা তাঁকে বলেন, তাঁরা একটি সংস্থার সঙ্গে জড়িত। ওই সংস্থায় ২০ হাজার টাকা জমা দিলে ৩ লক্ষ টাকা ঋণ দেওয়ার বন্দোবস্ত তাঁরা করে দেবেন। সেই মতো সোমবার দুপুরে দীপকবাবু হিন্দমোটরের সুকান্তনগরে জনৈক অজিত দাশগুপ্তের বাড়িতে আসেন। অভিযোগ, তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা কার্যত কেড়ে নেওয়া হয়। বলা হয়, পরে কাগজপত্র তৈরি করে ঋণ দেওয়া হবে।
বেগতিক বুঝে প্রতিবাদ করেন দীপকবাবু। দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। খবর যায় উত্তরপাড়া থানায়। পুলিশ অজিতবাবু, তাঁর স্ত্রী-ছেলেকে গ্রেফতার করে। আটক করা হয় নগদ ৫০ হাজার টাকা। যে তিন যুবক দীপকবাবুর সঙ্গে আলাপ জমিয়েছিলেন তাঁদের মধ্যে অশোক ক্ষুন্না নামে এক জনকে ধরা হয়। বাকি দু’জন পলাতক। পুলিশ জানায়, ধৃতদের বিরুদ্ধে ঋণ দেওয়ার নাম করে টাকা তছরুপ এবং আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। |