একশো দিনের কাজ প্রকল্পে একটি নালা পরিষ্কারের সময় সেই কাজ নিয়ে কিছু আপত্তি তোলায় এক মহিলা ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ উঠল দুই তৃণমূল নেতার বিরুদ্ধে। সোমবার সকালে গোঘাটের কামারপুকুর পঞ্চায়েতের লাহাবাজার এলাকার ঘটনা। দুই তৃণমূল নেতাই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েতের পক্ষ থেকে ওই কাজের সময়ে ওই মহিলার বাড়ির সামনে নালার স্ল্যাব সরিয়ে রাখা হয়। যাতায়াতে অসুবিধার কথা তুলে মহিলার কলেজ পড়ুয়া ছেলে প্রতিবাদ জানান। বাড়ির সামনে নালার আবর্জনা জমিয়ে রাখারও অভিযোগ তোলেন। ওই কাজের সময় ঘটনাস্থলে ছিলেন স্থানীয় দুই তৃণমূল নেতা। এ নিয়ে দু’পক্ষের বচসা বাধে। তখনই যুবককে এবং পরে তাঁর মাকে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও মঙ্গলবার রাত থানায় অভিযোগ দায়ের হয়নি। প্রহৃত যুবক বলেন, “বাবা অসুস্থ হয়ে পড়ায় ঘটনার কথা থানায় জানানোর সময় পাইনি।” অভিযোগ উড়িয়ে এক তৃণমূল নেতা বলেন, “ওই যুবক ঘর থেকে বেরিয়েই রাস্তা তখনই ঠিক করে দেওয়ার জন্য জোর করছিল। কিছুতেই আমাদের কাজ করার সময় দিচ্ছিলেন না। কটূক্তি করছিলেন, শাসাচ্ছিলেন। বচসা থেকে ধাক্কাধাক্কি হয় ঠিকই। কিন্তু কাউকে মারধর করা হয়নি।” গোটা বিষয়টি নিয়ে কামারপুকুর পঞ্চায়তের তৃণমূল প্রধান সুচাঁদ কারক বলেন, “দু’পক্ষেরই কিছু দোষ-ত্রুটি হয়েছে। তবু, আমি ওই বাড়িতে গিয়ে বিষয়টি জানব। সেই মতো ব্যবস্থা নেব।”
|
পর পর দু’টি মন্দিরের তালা ভেঙে প্রতিমার গয়নাগাটি হাতিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা। সোমবার রাতে শ্রীরামপুরের প্রভাসনগর এবং তারাপুকুরের ঘটনা। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রভাসনগরে গ্রিলের তালা ভেঙে একটি কালীমন্দিরে ঢোকে দুষ্কৃতীরা। প্রতিমার সোনার নথ, কানের দুল এবং রুপোর মুকুট, টিকলি-সহ নানা অলঙ্কার তারা খুলে নিয়ে যায় বলে অভিযোগ। তারাপুকুরে একটি শীতলা মন্দিরে কোলাপসিবল গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। অভিযোগ, প্রতিমার সোনার নথ, টিকলি, চুড়ি-সহ সোনা-রুপোর গয়না হাতিয়ে পালায়। স্থানীয় মানুষজনের একাংশের অভিযোগ, এলাকায় ইদানীং পুলিশি টহলে কিছুটা ভাটা পড়েছে। সেই সুযোগে দুষ্কৃতীদের দাপট বেড়েছে। পুলিশ অবশ্য সে কথা মানেনি। দিন সাতেক আগে রাজ্যধরপুরর পঞ্চায়েতের মাঠপাড়া, দাসপাড়া, ভট্টাচার্য গার্ডেন-সহ কয়েকটি জায়গায় রাস্তার ধার থেকে অন্তত ১০টি টিউব ওয়েলের হাতল খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় নিজেদের উপস্থিতি জানান দিতেই সমাজবিরোধীরা ওই ঘটনা ঘটায়। হাতলগুলি না থাকায় টিউবওয়েলগুলি অকেজো হয়ে পড়েছে। ঘটনাটি লিখিত জানানো হয় পুলিশকে।
|
হাওড়া রামরাজাতলার ড. কানাইলাল ভট্টাচার্য কলেজে পরিচালন সমিতির বৈঠক ডাকার জন্য অধ্যক্ষকে পরামর্শ দিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শকদল। অধ্যক্ষ দিলীপকুমার সাহু সেই পরামর্শ মেনে বৈঠক ডাকার প্রতিশ্রুতি দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। ওই কলেজে শিক্ষক সংসদের নির্বাচনে আংশিক সময়ের শিক্ষকদের ভোট দিতে দেওয়া এবং পরিচালন সমিতির বৈঠক না-ডাকার অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের পরিদর্শকদল কলেজে যায়। শিক্ষক সংসদে ভোটাভুটিতে আংশিক সময়ের শিক্ষকদের যোগ দিতে দেওয়ার ব্যাপারে পরিদর্শকেরা কোনও মন্তব্য করেননি বলে কলেজ সূত্রের খবর। এই বিষয়ে সরকারের মতামত জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়। অধ্যক্ষ বলেন, “পরিদর্শকদলের রিপোর্ট আসুক। সেটা হাতে নিয়েই যা বলার বলব।”
|
‘বসুধৈব্য উৎসপ্রাণ’ পত্রিকার উদ্যোগে সাহিত্য সভা ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আলোচনা হয়ে গেল গত রবিবার, বাগনানের স্নেহাঞ্জলি ভবনে। কবি, সাহিত্যিকেরা নিজেদের লেখা পাঠ করেন। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আলোচনা করেন পত্রিকা সম্পাদক সৌরেন্দুশেখর বসু।
|
বাল্য বিবাহ এবং নারী পাচারের বিরুদ্ধে সচেতনতা ছড়াতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রীদের নিয়ে নাটকের দল গড়েছে শেওড়াফুলি নেতাজি বালিকা বিদ্যামন্দির। মঙ্গলবার রিষড়া বিদ্যাপীঠে শ্রীরামপুর মহকুমা ও তথ্য সংস্কৃতি দফতর আয়োজিত একটি অনুষ্ঠানে তারা ওই নাটক মঞ্চস্থ করে। প্রধান শিক্ষিকা চন্দনা বন্দ্যোপাধ্যায় জানান, নাটকটির সংলাপ থেকে গানের সুর ছাত্রীরাই তৈরি করেছে। পরিচালক পায়েল দলুই স্কুলেরই ছাত্রী। |