টুকরো খবর |
রাঁচিতে চার মেয়েকে নিয়ে আত্মঘাতী মহিলা
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ব্রত পালন করতে স্বামীর কাছে একটি শাড়ি চেয়েছিলেন এক মহিলা। অভাবের সংসারে স্ত্রী-র অনুরোধ রাখতে পারেননি স্বামী। পুলিশের দাবি, অভিমানে চার কন্যাসন্তানকে নিয়ে আত্মঘাতী হন ওই মহিলা। রাঁচির পাণ্ডারা থানা এলাকার লক্ষীনগরের ঘটনা। আজ রাঁচির কাঁকে জলাধার থেকে রীতাদেবী (৩১), রিদ্ধি (৯) এবং সিদ্ধির (৯) মৃতদেহ উদ্ধার করা হয়। রবিবার অঞ্জলি (৭) ও স্নেহা (৪) নামে ওই মহিলার আরও দুই সন্তানের দেহ উদ্ধার করা হয়েছিল। রবিবার কাঁকে জলাধারে মাছ ধরতে গিয়ে দু’টি শিশুর মৃতদেহ দেখতে পান স্থানীয় মৎসজীবীরা। খবর যায় পুলিশের কাছে। শনিবার চার মেয়েকে নিয়ে রীতাদেবী নিখোঁজ হওয়ায় পর থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর স্বামী সঞ্জয়কুমার। পরদিন কাঁকে জলাধারে দুটি শিশুর মৃতদেহ উদ্ধার হওয়ার পর সঞ্জয়কে দিয়ে তাদের শনাক্ত করানো হয়। ওই দিন থেকেই জলাধারে তল্লাশি শুরু হয়। নামানো হয় ডুবুরি। আজ বিকেলে কাঁকে জলাধারের নীচে মাটি, পাথরের মধ্যে আটকে থাকা তিনটি দেহের খোঁজ মেলে। পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি দোকানে নিরাপত্তাকর্মীর কাজ করেন সঞ্জয়। সামান্যই বেতন পান। অভাবের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া হত। সংসারের মঙ্গলের জন্য ব্রত পালন করতে চেয়েছিলেন ওই মহিলা। স্বামীর কাছে একটি শাড়ি চেয়েছিলেন তিনি। কিন্তু সঞ্জয় তা দিতে পারেননি। শনিবার মেয়েদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান রীতা।
|
বিহারে শত কোটি ডলার ঋণ-লগ্নির চিন্তা
সংবাদসংস্থা • পটনা |
বিহারে উন্নয়নের কাজকে আরও ত্বরান্বিত করতে বিশ্ব ব্যাঙ্কের স্বল্পসুদের ঋণের পরিমাণ বাড়ানোর জন্য নীতীশ কুমারের পক্ষে সওয়াল করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। মঙ্গলবার পটনায় এক সাংবাদিক বৈঠকে বিশ্বব্যাঙ্কের কান্ট্রি ডিরেক্টর (ইন্ডিয়া) ওননো রাউল জানান, “বিহারের উন্নয়নের হারকে মাথায় রেখেই রাজ্যের জন্য এখন বরাদ্দ ৫০০ মিলিয়ন ডলারের (৩ হাজার ২০০ কোটি টাকা) ঋণকে বাড়িয়ে, দ্বিগুণ করে এক বিলিয়ন ডলারে (৬ হাজার ৪০০ কোটি টাকা) নিয়ে যাওয়ার কথা বিশ্বব্যাঙ্ক ভাবছে। ভারতীয় অর্থ মন্ত্রক তেমন সুপারিশই আমাদের কাছে করেছে।” বিশ্ব তথা দেশিয় অর্থনীতির এই অবস্থার মধ্যেও নীতীশ সরকার যে ভাবে রাজ্যে বৃদ্ধির হার দশের উপরে রেখেছে তার ভূয়সী প্রশংসা করেন রাউল। তাঁর কথায় লালুপ্রসাদ সরকার সম্পর্কে কটাক্ষ থাকলেও তিনি নীতীশের বিহার মডেলের সঙ্গে নরেন্দ্র মোদীর গুজরাত মডেলের তুলনা টানার বিষয়টি এড়িয়ে গিয়েছেন। এ সংক্রান্ত প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে রাউলের বক্তব্য, “গুজরাত সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না।”
|
প্রধানমন্ত্রী হোক রাহুলই, মন্তব্য গগৈয়ের
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
প্রধানমন্ত্রীর চেয়ারে রাহুল গাঁধীকে চান তরুণ গগৈও। আজ এক সাংবাদিক সম্মেলনে গগৈ বলেন, “আমি অনেক দিন থেকেই রাহুল গাঁধীকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার কথা দলীয় শীর্ষনেতৃত্বকে বলে চলেছি। এ বার মনমোহন সিংহও তা চাইছেন শুনে ভালো লাগছে।” অসমের মুখ্যমন্ত্রী বলেন, “রাহুলকে কাছ থেকে দেখছি। কাজের প্রতি তাঁর নিষ্ঠা ও সততা নিয়ে প্রশ্নই নেই। কংগ্রেস দেশের মানুষের জন্য অনেক জনহিতকর পদক্ষেপ করেছে। তা-ই দেশের কাছে কংগ্রেস ও রাহুলই ভবিষ্যতের সেরা বিকল্প।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোচ-রাজবংশী, বড়ো, কার্বি প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রের ইতিবাচক আলোচনা হয়েছে। এনডিএফবি-র ধীরেণ বড়ো ও রঞ্জন বসুমাতারি গোষ্ঠীর সঙ্গেও কেন্দ্রের আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। গগৈ জানান, অ-মিসিং এলাকাগুলিকে মিসিং স্বায়ত্বশাসিত এলাকা থেকে বাদ দেওয়ার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।
|
বিমানের খোঁজ মার্কিন দলের
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির কোনও বিমান দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভেঙে পড়েছিল কি না, তার খোঁজে ত্রিপুরায় পৌঁছেছে মার্কিন অনুসন্ধান দল। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ এশিয়ায় বিভিন্ন প্রান্তে মিত্রশক্তির শ’খানেক যুদ্ধবিমান ভেঙে পড়ে। বেশিরভাগই ছিল আমেরিকার। ত্রিপুরার স্বরাষ্ট্র দফতরের উপ-সচিব মুসলিউদ্দিন আহমেদ জানান, ৫ সেপ্টেম্বর থেকে পাঁচ সদস্যের ওই মার্কিন দল লংতরাই পাহাড় অঞ্চলে অনুসন্ধান শুরু করেছেন। পুরনো নথি অনুযায়ী, ত্রিপুরার জম্পুই পাহাড় এবং ধুমাছড়ায় লংতরাই পাহাড়েও ভেঙে পড়ে কয়েকটি বিমান।
|
পৃথক রাজ্যের দাবিতে অনশন
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
অসমের ডিমা হাসাও এবং কার্বি আংলং জেলা নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে ৩৬ ঘণ্টার অনশন পালন করল ‘হিল স্টেট ডেমোক্র্যাটিক পার্টি’র (এইচএসডিপি) নেতা-কর্মী-সমর্থকেরা। গতকাল সকালে হাফলঙে জেলাশাসক অফিসের সামনে ওই কর্মসূচি শুরু হয়। হাজির ছিলেন দলের কেন্দ্রীয় উপসভাপতি রথীন্দ্র থাওসেন, স্বশাসিত পার্বত্য পরিষদের প্রাক্তন অধ্যক্ষ দেপোলাল হোজাই, জেলা সভাপতি সুরজ নাইডিং। দেপোলাল জানান, পৃথক রাজ্যের দাবিপূরণ না-হলে আন্দোলন চলবে। পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করার জন্য ২০ সেপ্টেম্বর হাফলঙে একটি আন্দোলন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
|
রেলের অফিসে আগুন গুয়াহাটিতে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হল গুয়াহাটির রেল নিয়োগ বোর্ডের ভবন। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুগত লাহিড়ী জানান, গত রাতে ওই ভবনের নিরাপত্তাকর্মী আগুন দেখতে পেয়ে পুলিশ, দমকলে খবর দেয়। কিন্তু পুরনো কাঠে তৈরি বাড়িটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘণ্টাদুয়েকের চেষ্টায় দমকল পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দমকল জানিয়েছে, ওই বাড়িতে থাকা সমস্ত নথিপত্রই পুড়ে গিয়েছে।
|
জলে বন্দি ১০০ গ্রাম
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
ব্রহ্মপুত্র নদের জল বিপদ সীমার প্রায় ৭০ সেন্টিমিটার উপর দিয়ে বইতে থাকায় ধুবুরির দক্ষিণ শালমারা-মানকাচর মহকুমার ১০০ গ্রাম প্লাবিত হয়েছে। দুর্গতদের সংখ্যা প্রায় ২ লক্ষ। দক্ষিণ শালমারা, ফকিরগঞ্জ, পাম পারা, মাটিফাটা, বালাডোবা, রাভা টারি, টুমনি, মনিরচর, পাটাকাটা, হাজিরহাট, নিলোখিয়া গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়। ব্রহ্মপুত্রের জলে চর এলাকার কৃষি জমিও প্লাবিত হয়েছে। বানভাসিরা নিজেদের ঘর বাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। অভাব দেখা দিয়েছে খাবার ও জলের। তবে ত্রাণ দেওয়া হয়নি বলে অভিযোগ। ধুবুরির জেলাশাসক কুমুদ কলিতা জানান, ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে।
|
ভটকলের ডিএনএ সংগ্রহে অনুমতি |
তদন্তের জন্য ইয়াসিন ভটকল ও তাঁর শাগরেদ আসাদুল্লাহ আখতারের ডিএনএ নমুনা এবং হাতের লেখা সংগ্রহের অনুমতি দিল দিল্লি আদালত। একই সঙ্গে জাতীয় তদন্তকারী সংস্থার(এনআইএ) হেফাজতে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ভটকল এবং আসাদুল্লাহকে রাখার অনুমতিও মিলেছে। মঙ্গলবার জেলা বিচারক আইএস মেটার সামনে কড়া নিরাপত্তার মধ্যে পেশ করা হয় ইন্ডিয়ান মুজাহিদিনের অন্যতম ‘মাথা’ ভটকল ও আসাদুল্লাহকে। গত বারো দিন ধরে জেরার পর যে সব তথ্য এনআইএর হাতে এসেছে, তার ভিত্তিতেই তাঁরা এ দিন হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন করেন আদালতে। এনআইএ জানিয়েছে, একাধিক ই-মেল অ্যাকাউন্ট এবং চ্যাটের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখত ওই দু’জন।
পুরনো খবর: টুন্ডার পর এ বার ইন্ডিয়ান মুজাহিদিন পাণ্ডা
|
ডিএনএ পাঠানোর আবেদন |
পরিচয়হীন দেহগুলির শনাক্তকরণের জন্য এ বার উত্তরাখণ্ডের প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ ব্যক্তিদের পরিজনের ডিএনএ নমুনা পাঠানোর আবেদন করল উত্তরাখণ্ড পুলিশ। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ পুলিশ বলেছে, “উত্তরাখণ্ডের ডিজিপি চিঠি লিখে নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়দের ডিএনএ নমুনা পাঠানোর আবেদন জানিয়েছেন।” যাঁরা নমুনা পাঠাতে ইচ্ছুক, তাঁদের দুন হাসপাতালের এন কে মিশারার সঙ্গে যোগাযোগ করতে বলেছে উত্তরাখণ্ড প্রশাসন।
|
খুলতে গিয়ে |
হাতুড়ি দিয়ে খোলা হচ্ছিল লাউডস্পিকারটি। তখন লাউডস্পিকারটিতে বিস্ফোরণ ঘটে মারা গেলেন সঞ্জয় কুমার নামে এক ব্যক্তি। জখম আরও এক। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের গোন্ডা এলাকায়। |
|