|
|
|
|
|
মৃত্যুদণ্ড ব্যতিক্রমই,
জানাল সুপ্রিম কোর্ট
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
|
নির্ভয়া কাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ডের দাবিতে সরব নানা শিবির। আগামিকাল ওই মামলায় দোষীদের শাস্তি ঘোষণা করবে দায়রা আদালত। আজই এক মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, খুনের শাস্তি সাধারণ ভাবে যাবজ্জীবনই হওয়া উচিত। ব্যতিক্রমী ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া যায়। তবে তা দেওয়ার আগে আসামির দারিদ্র, আর্থ-সামাজিক অবস্থা, মানসিক পরিস্থিতি খতিয়ে দেখা উচিত। কেন ওই বিশেষ মামলা ব্যতিক্রমী তাও উল্লেখ করতে হবে।
নিজের স্ত্রী ও দুই ছেলেকে খুন করার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছিল দায়রা আদালত ও সংশ্লিষ্ট হাইকোর্ট। সেই ব্যক্তিরই আপিল-মামলার রায় দেওয়ার সময়ে এই মন্তব্য করেছে শীর্ষ আদালত। বিচারপতি এস জে মুখোপাধ্যায় ও বিচারপতি কুরিয়ান জোসেফের বেঞ্চ জানিয়েছে, দারিদ্রের ফলে পরিবারের ভরণপোষণ করতে পারছিলেন না ওই ব্যক্তি। তাই তিনি স্ত্রী-পুত্রকে মেরে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বেঞ্চের মতে, আসামির আর্থিক ও মানসিক পরিস্থিতি নিম্ন আদালত বা হাইকোর্ট খতিয়ে দেখেনি। |
যে পথে |
• ১৬ ডিসেম্বর, ২০১২: দিল্লির বাসে গণধর্ষিতা নির্ভয়া
• ১৮ ডিসেম্বর:
অভিযুক্ত রাম ও মুকেশ সিংহ, বিনয় শর্মা, পবন গুপ্ত ধৃত
• ২১ ডিসেম্বর: অভিযুক্ত নাবালক ধৃত
• ২২ ডিসেম্বর:
উত্তাল রাজধানী, আরও এক অভিযুক্ত অক্ষয় ঠাকুর ধৃত
• ২৩ ডিসেম্বর: দিল্লিতে জনতা-পুলিশ সংঘর্ষ
• ২৬ ডিসেম্বর: সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হল নির্ভয়াকে
• ২৯ ডিসেম্বর: রাত সওয়া ২টোয় নির্ভয়ার মৃত্যু
|
|
• ১৭ জানুয়ারি, ২০১৩: বিচার শুরু ফাস্ট ট্র্যাক কোর্টে
• ২৮ জানুয়ারি:
ষষ্ঠ অভিযুক্ত নাবালক, জানাল জুভেনাইল জাস্টিস বোর্ড
• ১১ মার্চ: তিহাড় জেলে আত্মঘাতী রাম সিংহ
• ১১ জুলাই: নাবালক দোষী সাব্যস্ত
• ৩১ অগস্ট: নাবালকের সাজা, ৩ বছর বিশেষ সংশোধনাগারে
• ৩ সেপ্টেম্বর: ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি শেষ
• ১০ সেপ্টেম্বর:
ধর্ষণ, খুন-সহ ১৩টি অপরাধে দোষী সাব্যস্ত মুকেশ, বিনয়, পবন, অক্ষয় |
|
|
|
|
|
|
|