টুকরো খবর |
রাজ্যে লগ্নি মঞ্জুরের একজানালা ব্যবস্থা এ বার অনলাইনে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে লগ্নি প্রকল্পের আবেদন ও তাতে ছাড়পত্র দেওয়ার জন্য একজানালা ব্যবস্থা আগেই চালু হয়েছে। সম্প্রতি লগ্নি টানতে ঘোষণা করা হয়েছে নয়া শিল্পনীতি। আর এ বার শুরু হচ্ছে একজানালা ব্যবস্থা আরও সরল করতে ইন্টারনেটে সেই পরিষেবা দেওয়ার তোড়জোড়। লগ্নি টানতে প্রশাসনিক স্তরে এ ভাবেই আরও সংস্কার পর্বের দিকে হাঁটার ইঙ্গিত দিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার ভারত চেম্বারের ১১৩ তম বার্ষিক সভায় শিল্পমন্ত্রী জানান, রাজ্য শিল্পোন্নয়ন নিগমের একজানালা ব্যবস্থা অনলাইনে চালু করতে চান তাঁরা। এর জন্য তথ্যপ্রযুক্তি দফতরের কর্তাদের নিয়ে শীঘ্রই বৈঠক করবেন। আগে লগ্নির জন্য বিভিন্ন দফতরের ছাড়পত্র নিতে আলাদা ভাবে আবেদনপত্র জমা দিতে হত। এখন একজানালা ব্যবস্থায় একটি সাধারণ আবেদনপত্র নিগমে জমা দেওয়া যায়। এই পরিষেবাই এ বার অনলাইনে দিতে চায় রাজ্য। মন্ত্রী বলেন, “লগ্নিকারীদের স্বার্থেই ব্যবস্থাটির আরও সরলীকরণ আমাদের লক্ষ্য।” বণিকসভাটির বিদায়ী প্রেসিডেন্ট অশোক আইকত জানান, শিল্পনীতির সুফল পেতে হলে সব স্তরে তা সঠিক ভাবে কাযর্কর করতে হবে।
|
ন’মাস বাদে বাড়ল দেশে যাত্রী গাড়ি বিক্রি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টানা ন’মাস কমার পর অবশেষে অগস্টে বাড়ল দেশে যাত্রী গাড়ির বিক্রি। গাড়ি সংস্থাগুলির সংগঠন সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম)-এর পরিসংখ্যানে জানানো হয়েছে, ওই সময়ে তা ১৫.৩৭% বেড়ে দাঁড়িয়েছে ১,৩৩,৪৮৬-তে। তবে এই বৃদ্ধিতে এখনই আশান্বিত হওয়ার কোনও কারণ দেখছে না সংগঠনটি। সিয়ামের ডেপুটি ডিরেক্টর জেনারেল সুগত সেন জানান, মূলত মারুতি-সুজুকির হাত ধরেই অগস্টে মোট গাড়ি বিক্রি বেড়েছে। গত বছর অগস্টে শ্রমিক বিক্ষোভের কারণে সংস্থার গুড়গাঁওয়ের কারখানা বন্ধ থাকায় মার খেয়েছিল তাদের বিক্রি। সেই কারণেই এ বার মারুতির বিক্রি গত বছরের থেকে বেড়েছে অনেকটাই। যা টেনে তুলেছে যাত্রী গাড়ি বিক্রি বৃদ্ধির সামগ্রিক হারকে। তবে ইউটিলিটি ভেহিক্ল বিক্রি কমেছে ১২.৬১%। পাশাপাশি, দেশের বেহাল অর্থনীতির প্রভাব পড়েছে ভারী ও মাঝারি বাণিজ্যিক গাড়ি বিক্রিতে। অগস্টে যা কমেছে ৩৮ শতাংশেরও বেশি। তবে অগস্টে ভাল ফল করলেও, সামগ্রিক ভাবে চলতি অর্থবর্ষে দেশের যাত্রী গাড়ি বিক্রির হার কমতে পারে বলেই মত প্রকাশ করেছে সিয়াম।
|
৪জি প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফোর জি টেলিকম প্রকল্পের কাজ শুরু হচ্ছে কলকাতায়। মঙ্গলবার রিলায়্যান্স গোষ্ঠীর সঙ্গে এই মর্মে চুক্তি হল কলকাতা পুরসভার। চুক্তিতে সই করে সংস্থার বিজনেস হেড (পূর্বাঞ্চল) তরুণ ঝুনঝুনওয়ালা বলেন, “পুজোর পরেই কাজ শুরু হবে।” পুরসভার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পুর-সচিব হরিহরপ্রসাদ মণ্ডল। ছিলেন মেয়র পারিষদ (ইঞ্জিনিয়ারিং) অতীন ঘোষ এবং পুর-কমিশনার খলিল আহমেদ। অতীনবাবু জানান, শহরের প্রায় ৭৫০ কিলোমিটার রাস্তায় ফাইবার কেব্ল বসাবে ওই সংস্থা। পুরসভার নির্ধারিত দরে কেব্ল বসানোর চার্জও তাঁরা দিতে সম্মত হয়েছেন। তবে লাইসেন্স ফি বাবদ মাত্র এক টাকা তাঁদের থেকে নেওয়া হচ্ছে। তরুণবাবু বলেন, “পুরসভার দেওয়া চুক্তি নিয়ে কোনও আপত্তি নেই। সব কিছু ঠিকঠাক থাকলে ২০১৪ সালের প্রথম চার মাসের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে পারব।”
পুরনো খবর: রিলায়্যান্সকে লাইসেন্স দিতে সিদ্ধান্ত পুরসভার
|
সেবি-র নিষেধাজ্ঞা
সংবাদ সংস্থা • মুম্বই |
বেআইনি ভাবে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার বিরুদ্ধে নয়া বিধি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল বাজার নিয়ন্ত্রক সেবি। তার নির্দেশ, এ ভাবে বাজার থেকে টাকা তুললে, এ বার থেকে তা জালিয়াতি হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে এই ঘটনায় জড়িত সংস্থা বা ব্যক্তিকে ২৫ কোটি টাকা বা মুনাফার তিন গুণ (যেটি বেশি) জরিমানা করা হবে বলেও জানিয়েছে সেবি। বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে, এ ভাবে টাকা তুললে শুধু সংস্থা নয়, তার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদেরও সমান দোষী বলে অভিযুক্ত করা যাবে। ৬ সেপ্টেম্বর থেকেই নির্দেশ কার্যকর হয়েছে।
|
হাতি-সাফারি |
|
ছবি: নারায়ণ দে। |
পুজোর আগেই ডুয়ার্সের হাসিমারার জঙ্গলে শুরু হবে হাতি-সাফারি। এত দিন জলদাপাড়ার পর্যটকরা কেবল হলংয়ে এই সুযোগ পেতেন। তাতে ভিড় উপচে পড়ায় পর্যটকদের একটা বড় অংশ হাতির পিঠে অরণ্য-ভ্রমণের সুযোগ থেকে বঞ্চিত হতেন। নিকটবর্তী হাসিমারার জঙ্গলে সাফারি শুরু হলে সেই সমস্যা কিছুটা মিটবে বলে মনে করছেন বনকর্তারা। দু’টি হাতি নিয়ে সাফারির উদ্বোধন হবে ১৪ সেপ্টেম্বর। ১৬ তারিখ থেকে পর্যটকরা ওই সুযোগ পাবেন।
|
দামি, কম দামি দুই নতুন আইফোন আনল অ্যাপল |
আইফোন এ বার আরও মজাদার, আরও রঙিন। ঠিক এই ভাবেই নতুন আইফোন ৫সি-র সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অ্যাপলের সিইও টিম কুক। ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় একই অনুষ্ঠানে মঙ্গলবার আত্মপ্রকাশ করল আরও একটি মডেল আইফোন ৫এস। হলুদ, গোলাপি, সবুজ, নীল, সাদা পাঁচ রঙে মিলবে আইফোন ৫সি। দাম শুরু ৯৯ ডলার থেকে। |
|
স্যামসাং-হুয়াউইয়ের সঙ্গে পাল্লা দিয়ে চিন আর ভারতের বাজার ধরতেই অ্যাপল তুলনায় সস্তা আইফোন ৫সি বাজারে আনল বলে মনে করা হচ্ছে। অনেকের সন্দেহ, এর পর তারা চিনের বৃহত্তম নেটওয়ার্ক চায়না মোবাইলের সঙ্গে গাঁটছড়া বাঁধবে। আইফোন ৫এসের দক্ষিণা অবশ্য বেশি ১৯৯, ২৯৯ এবং ৩৯৯ ডলার। এতে থাকছে টাচ-আইডি, যার সুবাদে শুধুমাত্র ব্যবহারকারীর আঙুলের ছাপ চিনবে আইফোন। ‘আনলক’ হবে শুধু তাঁরই হাতে। এ বছরের শেষে দু’টি মডেলই ভারতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সঙ্গের ছবিতে অ্যাপলের অনুষ্ঠানে সিইও স্বয়ং।
|
নতুন নিয়োগ |
নীতিন নোহরিয়া টাটা সন্সের পরিচালন পর্ষদে নন-এগ্জিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হয়েছেন। তিনি হার্ভার্ড বিজনেস স্কুলের ডিন। |
|