কলকাতার সঙ্গে আকাশপথে বাঁধা পড়ছে গুয়াংঝো।
কলকাতা থেকে দক্ষিণ চিনের ওই শহরে সরাসরি উড়ান চালু করছে স্পাইসজেট। পাশাপাশি, এটাই হবে কলকাতা থেকে স্পাইসজেটের প্রথম আন্তর্জাতিক উড়ান। ইতিমধ্যে তারা দিল্লি ও মুম্বই থেকেও আন্তর্জাতিক উড়ান চালাচ্ছে। দিল্লি থেকেও গুয়াংঝো যাচ্ছে স্পাইসজেটের উড়ান।
কলকাতা থেকে আন্তর্জাতিক উড়ান চালানোর জন্য স্পাইসজেটের এই আবেদনে সোমবারই সবুজ সঙ্কেত দিয়েছে বিমান পরিবহণের নিয়ন্ত্রক ‘ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ)। এই খবর জানিয়ে দিল্লি থেকে ফোনে ডিজিসিএ প্রধান অরুণ মিশ্র বলেন, “কলকাতার জন্য আরও একটা সুখবর। এই শীতে কলকাতা থেকে সিঙ্গাপুরে উড়ান চালু করছে বিমানসংস্থা ইন্ডিগো। তারাও অনুমতি পেয়েছে।” এখন শুধু কলকাতা থেকে ব্যাঙ্ককে নিয়মিত আন্তর্জাতিক উড়ান চালায় ইন্ডিগো। ইদানীং কলকাতার বহু ছোট ব্যবসায়ীর মূল গন্তব্য হয়ে উঠছে চিন। সস্তায় জিনিস কিনতে গত কয়েক বছরে গুয়াংঝো বা ক্যান্টন চিনের অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। বছরে একবার সেখানে বাণিজ্য-মেলা হয়। চিনের শেনজেন ইলেকট্রনিক্স জিনিসের জন্য বিখ্যাত। গুয়াংঝো জনপ্রিয় খেলনা ও জামাকাপড়ের জন্য। কলকাতা তথা বিশ্বের বাজার এখন ছেয়ে গিয়েছে সেখানকার খেলনা-জামাকাপড়ে।
ব্যবসা সূত্রে চিনে নিয়মিত যাতায়াত রয়েছে এমন এক জন প্রীতিময় চক্রবর্তীর কথায়, “কলকাতা থেকে গুয়াংঝো-এর সরাসরি উড়ান চালু হলে খুব সুবিধা হবে ব্যবসায়ীদের। এখন কলকাতা থেকে কুনমিং ঘুরে গুয়াংঝো পৌঁছতে গোটা একটা দিন চলে যায়। সরাসরি উড়ান মাঝরাতে হলেও সেটা সুবিধাজনক।”
একটি ভ্রমণ সংস্থার তরফে দিব্যেন্দু ঘোষ বলেন, “তিন বছর আগে কলকাতা থেকে চিনের কুনমিং-এ উড়ান চালু করেছিল চায়না-ইস্টার্ন বিমানসংস্থা। গুয়াংঝো যাওয়ার জন্য তখন সেই উড়ানই ব্যবহার করতেন ব্যবসায়ীরা। তার পরে বছরখানেক আগে কলকাতা থেকে হংকং-এ সরাসরি উড়ান চালু করে ড্র্যাগন এয়ার। তখন ব্যবসায়ীদের অনেকেই কুনমিং-এর বদলে হংকং ঘুরে গুয়াংঝো যেতে শুরু করেন। আর এখন তো স্পাইসজেট সরাসরি কলকাতা-গুয়াংঝো উড়ান চালু করতে চলেছে।”
স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, বাজার সমীক্ষা করে দেখা গিয়েছে, বহু মানুষ এই মুহূর্তে গুয়াংঝো যাচ্ছেন। শহরটি এখন প্রধান বাণিজ্যনগরী হিসেবে উঠে এসেছে। তবে, ঠিক কবে থেকে এই উড়ান চালু হবে তা এখনও ঠিক হয়নি। আশা করা যাচ্ছে, শীতকালেই চালু করে দেওয়া যাবে।
এই মুহূর্তে কলকাতা থেকে সবচেয়ে বেশি উড়ান চালায় ইন্ডিগো। এ বার, এ শহর থেকে উড়ান বাড়ানোর পরিকল্পনা নিয়েছে স্পাইসজেটও। শুধু গুয়াংঝো নয়, কলকাতা থেকে বাগডোগরায় তাদের দু’টি নতুন উড়ান চালু হচ্ছে। যার মধ্যে একটি সন্ধ্যায়, অন্যটি সকালে। সকালের উড়ানটি কলকাতা থেকে বাগডোগরা হয়ে উড়ে যাবে কাঠমাণ্ডুতে। সংস্থার মুখপাত্রের কথায়, “দিল্লি-মুম্বই থেকে নতুন উড়ানের সম্ভাবনা কমছে। সেখানে এখন প্রচুর উড়ান। আমরা গত কয়েক মাসে পাঁচটি নতুন বিমান কিনেছি। আগামী কয়েক মাসে আরও পাঁচ-ছ’টি নতুন বিমান আসছে আমাদের হাতে।” সম্ভবত সেই কারণেই কলকাতাকে এখন বেশি গুরুত্ব দিচ্ছে স্পাইসজেট। |