টুকরো খবর |
সিপিএম নেতার দোকানে হামলা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
এক সিপিএম নেতার দোকানে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাতে কেশিয়াড়ি ব্লকের কুলবনি গ্রামে সিপিএমের শাখা সদস্য শৈবালকান্তি ঘোষের দোকানে স্থানীয় তৃণমূল নেতা মিহির মাইতি-সহ ১৫ জন চড়াও হয় বলে অভিযোগ। তবে সোমবার সন্ধ্যে পর্যন্ত থানায় লিখিত অভিযোগ হয়নি। কুলবনি গ্রামে মুদি দোকান রয়েছে শৈবালবাবুর। পঞ্চায়েত ভোটের পরেই তৃণমূলের লোকজন তাঁর দোকান বন্ধ করে দেয় বলে অভিযোগ। দু’দিন আগে দোকান খোলেন ওই সিপিএম নেতা। শৈবালবাবু বলেন, “মিহির মাইতির নেতৃত্বে তৃণমূলের লোকজন দোকান ভাঙচুর করে। পুলিশকে ফোনে জানিয়ে কিছুই হয়নি। থানায় ভয়ে যেতে পারছি না।” সিপিএমের জোনাল সম্পাদক ভবানী গিরি বলেন, “শুধু শৈবাল ঘোষের দোকান নয়, সর্বত্র সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। পুলিশে জানালে অত্যাচারের মাত্রা বেড়ে যাচ্ছে।” ঘটনার কথা মানছেন তৃণমূলের ব্লক সভাপতি জগদীশ দাস। তাঁর বক্তব্য, “আমি ঘটনার কথা শুনেছি। মিহির মাইতিদের সাবধান করা হয়েছে। পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি।”
|
মালগাড়িতে আগুন বেলদায়
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে আগুন লাগল সোমবার। এ দিন সকালে বেলদা স্টেশনে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। তবে বড় দুর্ঘটনা ঘটার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। মালগাড়িটি স্টেশনে দাঁড়িয়ে থাকায় ট্রেন চলাচলে প্রভাব পড়েনি। রেল সূত্রের খবর, রবিবার রাতেই ভদ্রক থেকে খড়্গপুরগামী কয়লা বোঝাই মালগাড়িটি বেলদা স্টেশনে এসে পৌঁছয়। ইঞ্জিন বদলের জন্য সারারাত ট্রেনটি স্টেশনেই ছিল। |
|
আগুন নেভাচ্ছেন দমকল কর্মীরা। ছবি: রামপ্রসাদ সাউ। |
এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ মালগাড়ির ৮ নম্বর বগি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। দমকলে খবর দেন রেল কর্তৃপক্ষ। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খড়্গপুরের এডিআরএম প্রকাশকুমার মণ্ডল বলেন, “কয়লা থাকায় কোনওভাবে সামান্য আগুন লেগেছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাটি স্টেশনে ঘটায় অন্য ট্রেন চলাচলে এর কোনও প্রভাব পড়েনি।
|
বিষক্রিয়ায় বৃদ্ধার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বিষক্রিয়ায় মৃত্যু হল বেলদার এক বৃদ্ধার। রবিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে স্থানীয় দেউলি গ্রামে। মৃত তারামণি ঘোষ (৬১) ওই গ্রামেরই বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাংসারিক অশান্তিতে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিলেন ওই বৃদ্ধা। মাঝেমধ্যে বাড়ি ছেড়ে চলেও যেতেন। রবিবার রাতে খাওয়ার সময় ডাকতে গিয়ে তাঁকে পাননি পরিজনেরা। পরে গ্রামের পুকুরের ধারে তাঁর মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। অবসাদে ওই বৃদ্ধা বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান।
|
পুকুরে দেহ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুকুরে ভেসে উঠল এক যুবকের দেহ। সোমবার সকালে পিংলার কুসুমদায় ঘটনাটি ঘটে। পুলিশ এসে সূর্যকান্ত সিংহ (৩২) নামে ওই যুবকের দেহ উদ্ধার করে। পেশায় শ্রমিক সূর্যকান্ত রবিবার রাতে বাড়ি ফেরেননি। এ দিন সকালে স্থানীয় পুকুরে তাঁর দেহটি ভাসতে দেখেন এলাকাবাসী। খবর যায় পিংলা থানায়। পুলিশের অনুমান, রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে কোনওভাবে পা পিছলে জলে পড়ে যান ওই যুবক। এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা শুরু করেছে।
|
কাজ পর্যালোচনা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
মেদিনীপুর সদর মহকুমার বিভিন্ন ব্লকের উন্নয়নমূলক কাজকর্ম খতিয়ে দেখতে সোমবার ‘মনিটরিং কমিটি’র বৈঠক হল মেদিনীপুরে। সদর মহকুমাশাসক অমিতাভ দত্তের দফতরেই এই বৈঠক হয়। উন্নয়নমূলক প্রকল্পগুলোর কাজ কী ভাবে চলছে, কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না,হলে তা কী, বৈঠকে এ সব নিয়েই আলোচনা হয়। প্রয়োজনীয় নির্দেশ দেন মহকুমাশাসক। মহকুমা প্রশাসন জানিয়েছে, এটি রুটিন বৈঠক। উন্নয়নমূলক প্রকল্পগুলোর কাজ পর্যালোচনা করা হয়েছে।
|
শ্রমিকদের মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ-সহ নানা দাবিতে সোমবার মেদিনীপুর শহরে এক মিছিল করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। বাস পরিবহণ শ্রমিক-সহ সংগঠিত- অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা মিছিলে যোগ দেন। মেদিনীপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে শহর ঘুরে ফের বাসস্ট্যান্ড চত্বরেই শেষ হয় মিছিল। কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রতি বঞ্চনা করছে বলে মিছিল থেকে স্লোগান তোলা হয়।
|
পুকুরের ধারে দেহ |
এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় মেদিনীপুর কোতয়ালি থানার পাচরা এলাকায়। স্থানীয় একটি পুকুরের ধারে দেহটি পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করা হয়। মৃতার নাম- পরিচয় অবশ্য জানতে পারেনি পুলিশ। |
|