রাজারহাট রোডের হাল দেখতে সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ রাস্তা পরিদর্শনে এলেন পূর্তমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার। বর্ষায় রাস্তার বেহাল দশা। তবে বৃষ্টির মধ্যেই রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি জানান, রাজারহাট রোডের চিনার পার্ক থেকে শুরু করে আটঘরা পেরিয়ে বাদু রোড পর্যন্ত রাস্তা দ্রুত মেরামত হবে। সুদর্শনবাবু বলেন, “এয়ারপোর্ট থেকে বারাসতের ডাকবাংলো মোড় পর্যন্ত যশোহর রোডের চার লেনের কাজও শুরু হবে দ্রুত। তবে কাজের সময়ে ওই রাস্তায় যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দরকার একটি বিকল্প রাস্তা। এই বিকল্প রাস্তা হিসেবে রাজারহাট রোডের কথা ভাবা হয়েছে।” সুদর্শনবাবু জানান, এই রাস্তা সংকীর্ণ বলে বড় গাড়ি বা ট্রাক হয়তো যেতে পারবে না, তবে ছোট গাড়ি যাবে। বারাসতগামী ছোট গাড়ি চিনার পার্ক থেকে বাদু রোড ধরে মধ্যমগ্রাম পর্যন্ত পৌঁছতে পারবে। তা হলে চার লেন রাস্তা তৈরির সময়ে যশোহর রোডে যানজট কিছুটা কমবে।
|
আলমবাজারে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যাওয়া দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে বরাহনগর থানার বনহুগলি এলাকার বাসিন্দা ইন্দ্রনীল ভট্টাচার্য (১৬) এবং দীপক সাউ (১৭) গঙ্গার ঘাটে আসে। তাদের দু’জনের কেউই সাঁতার জানতো না। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, এক জনকে জলের টানে ভেসে যেতে দেখে অন্য জন বাঁচাতে যায়। তার পরে দু’জনই ভেসে যায়। ওই রাতেই গঙ্গার ঘাটের কাছ থেকে ইন্দ্রনীলের মৃতদেহ উদ্ধার করে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দফতর। সোমবার সকালে ফের তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা দফতর। আলমবাজার ঘাটের কিছুটা দূর থেকে দীপকের মৃতদেহ উদ্ধার করা হয়।
|
প্রতিবেশীর মারে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল। সোমবার, বারুইপুর থানার মধ্য সীতাকুণ্ড এলাকায়। মৃতের নাম নিতাই নস্কর (৪৫)। এই ঘটনায় দেবব্রত মণ্ডল নামে নিতাইবাবুর এক প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সব্জি ব্যবসায়ী নিতাই, দেবব্রত-র থেকে কয়েক হাজার টাকা পেতেন। রবিবার নিতাইয়ের ছেলে মদন ওই টাকা চাইতে গেলে দেবব্রত তাঁকে মারধর করে তাড়িয়ে দেন। গণেশ মারধরের বিষয়টি নিতাইকে জানান। এই নিয়ে নিতাইয়ের সঙ্গে বচসা বাধে দেবব্রতর। অভিযোগ, এর পরে নিতাইকে মাটিতে ফেলে বেধড়ক মারেন দেবব্রত। গুরুতর জখম নিতাইকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় নিতাইয়ের।
|
মূল্যবৃদ্ধির প্রতিবাদে খানিকটা জঙ্গি আন্দোলনের পথে যাচ্ছে কলকাতা জেলা বামফ্রন্ট। কয়েক দিন আগে বাম শরিক ফরওয়ার্ড ব্লক খাদ্য ভবন অভিযান করে। এ বার কলকাতা জেলা বামফ্রন্টও খাদ্য ভবন অভিযানের কর্মসূচি নিয়েছে। কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বায়ক দিলীপ সেন জানান, ৩০ সেপ্টেম্বর খাদ্য ভবনের দু’দিক থেকে দু’টি মিছিল নিয়ে ওই দফতরে অভিযান করা হবে। তার আগে ১২ সেপ্টেম্বর ১৫টি জায়গায় পথ অবরোধ হবে। |