সভাধিপতির শপথ গ্রহণ
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
উত্সবের মেজাজে সোমবার জেলা পরিষদের সভাধিপতি হিসাবে শপথ নিলেন তৃণমূলের বিকাশ রায়চৌধুরী। শপথ পাঠ করিয়েছেন জেলা পরিষদের এগজিকিউটিভ অফিসার তথা এডিএম বিধান রায়। শপথ নিলেন ২৪ জন তৃণমূল ও ২ জন কংগ্রেস সদস্য। সিপিএমের নির্বাচিত সদস্যেরা এ দিন হাজির হননি। |
দ্বন্দ্ব ভুলে এক মঞ্চে অনুব্রত মণ্ডল ও আশিস বন্দ্যোপাধ্যায়রা। জেলা পরিষদে শপথ গ্রহণের পরে
সিউড়ির একটি স্কুল প্রাঙ্গণে
জয়ী দলীয় সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজন।—নিজস্ব চিত্র। |
উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরোধী বলে পরিচিত নানুরের বিধায়ক গদাধর হাজরা, সিউড়ির বিধায়ক স্বপনকান্তি ঘোষ এবং রামপুরহাটের বিধায়ক অশিস বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে অবশ্য অনুব্রত ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে উপস্থিত থাকতে দেখা যায়নি। শপথ গ্রহণের পরে জেলা স্কুল প্রাঙ্গণে একটি সভা হয়। ওই সভায় জেলা সভাপতি ও মন্ত্রী উপস্থিত ছিলেন।
|
শ’দুয়েক খুদে বিজ্ঞানীর প্রদর্শনী
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
স্কুল পড়ুয়াদের তৈরি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একাধিক মডেল নিয়ে একটি প্রতিযোগিতা মূলক বিজ্ঞান প্রদর্শনী হল বোলপুরের শ্রীনন্দা স্কুলে। সোমবার তিন মহকুমার প্রায় ২৩১টি মডেল নিয়ে হাজির হয়েছিল সমসংখ্যক খুদে বিজ্ঞানী। বিশ্ব উষ্ণায়ন, প্রাকৃতিক সম্পদের ক্রমাগত বহুল ব্যবহার প্রভৃতি বিষয় ওই প্রদর্শনীতে উঠে এসেছে। |
সোমবার তোলা নিজস্ব চিত্র। |
মাঠপলসা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির পড়ুয়া আজিমা সুলতানার বিশ্ব উষ্ণায়ন, নওপাড়া হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী মনীষিতা ঘোষের সোলার ওয়াটার হিটার-সহ একাধিক খুদে বিজ্ঞানীর মডেল নজর কেড়েছে। অনুষ্ঠানে জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) আশরাফ আলি মির্ধা, বিশ্বভারতীর অধ্যাপক শুধেন্দু মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির বীরভূম জেলা সভাপতি প্রলয় নায়েক বলেন, “কেন্দ্র ও রাজ্য সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি।” বাছাই করা মডেল রাজ্য স্তরের জন্য মনোনীত হবে। |