সাংসদ তহবিলের অর্থে গড়ে তোলা সম্পদ দখল করে নিচ্ছে তৃণমূল, এমনই অভিযোগ তুলে সোমবার দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ভ্যামবে এলাকায় একটি প্রতিবাদ সভা করল সিপিএম। তাঁদের আরও অভিযোগ, কমিউনিটি সেন্টার দখল করে কোথাও দলীয় কার্যালয়, কোথাও বা ক্লাব করে নিচ্ছে তৃণমূল। সরিয়ে দেওয়া হচ্ছে সিপিএম সাংসদদের নামের ফলকও। সভায় ছিলেন সাংসদ সাইদুল হক। তাঁর অভিযোগ, তৃণমূল অগণতান্ত্রিক উপায়ে সাংসদ কোটার অর্থে নির্মিত সম্পদ দলীয় কাজে ব্যবহার করছে। সাংসদ বলেন, “এডিডিএ ও দুর্গাপুর পুরসভার মাধ্যমে সাংসদ তহবিল থেকে বাসস্ট্যান্ড নির্মাণ-সহ বেশ কিছু উন্নয়নমূলক কাজ করার ইচ্ছে ছিল। কিন্তু পুরনো কাজগুলির এই হাল দেখে আর ইচ্ছে করছে না।” সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধাননগর-জেমুয়া লোকাল কমিটির সম্পাদক পঙ্কজ রায় সরকার। তাঁর অভিযোগ, সভার আয়োজন করতে গিয়ে তৃণমূলের পক্ষ থেকে দফায় দফায় বাধা দেওয়া হয়েছে। দলীয় পতাকা খুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, “শেষে পুলিশ যাওয়ার পরে আমরা সভা করতে পারি।” তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
|
গ্রামোন্নয়নের প্রতিশ্রুতি রাখা তো হয়ইনি, বিপজ্জনক ভাবে জনবহুল এলাকার নীচ দিয়েই পাতা হচ্ছে পাইপলাইন। এসার অয়েল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সোমবার গলসির ফরওয়ার্ড ব্লক বিধায়ক সুনীল মণ্ডলের নেতৃত্বে কাঁকসা ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন কিছু স্থানীয় বাসিন্দা। সুনীলবাবু অভিযোগ করেন, “এসার কর্তৃপক্ষ গায়ের জোরে কাজ করছেন। এলাকাবাসীর কথা শুনছেন না।” তাঁর দাবি, সেই কারণেই গত শনিবার কাঁকসার পোড়ালপাড়ায় কাজ বন্ধ করে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এর আগে, গত ২৪ অগস্ট সুভাষপল্লিতে সুনীলবাবুর নেতৃত্বেই কাজে বাধা দেওয়া হয়েছিল। ব্লক অফিস সূত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে।
|
বিধবা বোনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করছেন দাদা-এই অভিযোগে জামুড়িয়ার বীরকুলটি গ্রামের বাসিন্দারা রবিবার সন্ধ্যায় জামুড়িয়ার ওসিকে একটি দাবিপত্র দেন। তাঁদের দাবি, ওই মহিলার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা পার্বতী রুইদাসের স্বামী মারা যায় দশ বছর আগে। তার পর থেকে তিনি তাঁর বাপেরবাড়িতে থাকেন ও পরিচারিকার কাজ করেন। অভিযোগ, তাঁর দাদা বিনয় রুইদাস তাঁকে নানা অজুহাতে নির্যাতন করেন। ১০ দিন আগে পার্বতীদেবীকে হাসপাতালেও ভর্তি হতে হয়। পার্বতীদেবী বলেন, “পুলিশ ব্যবস্থা নিলে খুশি হব।” বিনয়বাবু কোনও মন্তব্য করতে চাননি। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। |