টুকরো খবর
রাত-পরিষেবা চালাবে পুলিশ
রাতের শহরে নিরাপত্তা বাড়াতে বালুরঘাটে ‘নাইট কমিউনিটি সার্ভিস ডেস্ক’ চালু করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। শনিবার বালুরঘাট বাস স্ট্যান্ডের সামনে ওই সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন জেলাশাসক তাপস চৌধুরী। ওই কেন্দ্র থেকে রাত ১০টার পরে পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা দেওয়া হবে। এ দিন জেলার পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “বালুরঘাট শহরের ২৫টি ওয়ার্ডকে পাঁচ ভাগে ভাগ করে রাতে শহরের অলিগলিতে ১টি বাইকে করে দুজন সশস্ত্র পুলিশ টহল দেবেন। বাসস্ট্যান্ডে কমিউনিটি ডেস্কে ৭৬০২৭-২৬২০০ মোবাইল নম্বরে ফোন করলে পুলিশ পৌঁছে যাবে। বিপদে পড়া শহরবাসীকে দ্রুত সহায়তা দিতেই বাইকের ব্যবস্থা করা হয়েছে।” কারণ, শহরের অনেক অলিগলিতে গাড়ির আগে বাইক নিয়ে অনেক দ্রুত ও সহজে পুলিশকর্মীরা পৌঁছতে পারবেন। রাত ১০টার পরে শহরের যে কোনও এলাকার অসুস্থ রোগীকে হাসপাতালে ভর্তি করতে মোবাইলে ফোন করলে অ্যাম্বুল্যান্স পৌঁছে যাবে। ডিএসপি উত্তম ঘোষ বলেন, “এই পরিষেবা দেওয়া হবে বিনামূল্যে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত মোবাইল চালু থাকবে।”

জলমগ্ন কোচবিহার
ছবি: হিমাংশুরঞ্জন দেব
রাতভর বৃষ্টিতে পুরসভার বিভিন্ন এলাকা জলমগ্ন। শনিবার রাত থেকে বৃষ্টিতে শহরে সুভাষপল্লি শিবযজ্ঞ রোডের একাংশ, কলাবাগান, নিউ টাউন, রবীন্দ্রনগর, গোলবাগান, নতুন বাজার, বাদুর বাগান ও স্টেশন রোড পুরাতন পোস্ট অফিস পাড়া লাগোয়া এলাকার রাস্তায় জল জমে যায়। বাড়িতে জল ঢুকে দুর্ভোগে পড়েন বাসিন্দারা। সুভাষপল্লির বাসিন্দা নিখিল দে বলেন, “শহরে নিকাশি বলে কিছুই নেই। একরাতের বৃষ্টিতেই তা জলমগ্ন হয়ে পড়ে।” পুরসভার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ বলেন, “ভারী বৃষ্টি হওয়ায় কিছু এলাকায় জল জমে। নর্দমা সাফাইয়ের পাশাপাশি স্থায়ী সমাধানের চেষ্টা হচ্ছে।”

জাল নোট, গ্রেফতার ২
৬ লক্ষ টাকা মূল্যের জাল নোট-সহ দুই ব্যক্তিকে ধরেছে মালদহের বৈষ্ণবনগরের পুলিশ। শনিবার রাতে ১৬ মাইল এলাকা থেকে ধৃত লালাবাহাদুর সাহানি ও মহম্মদ আলি বিহারের বাসিন্দা। পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “ধৃত দু’জন বিহার থেকে জাল নোট নিতে মালদহে আসে। বৈষ্ণনগরের এক গ্রাম থেকে তারা জালনোট নিয়ে বিহারে ফিরছিল। তারা কার থেকে জালনোট নেয়, চিহ্নিত করতে জেরা করা হচ্ছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১ লক্ষ টাকার বিনিময়ে সাধারণত ৫ লক্ষ টাকার জলনোট সরবরাহ করা হয়ে থাকে। গ্রামের যুবকদের ১০ থেকে ২০ শতাংশ কমিশনেরর বিনিময়ে মালদহ থেকে দেশের নানা প্রান্তে ওই নোট ছড়িয়ে দেওয়া হয়। যদিও জাল নোটের বাহকদের পুলিশ গ্রেফতার করলেও, মূল পান্ডারা এখনও অধরা বলে অভিযোগ।

নিয়োগে অনুমোদন
মৃত কর্মীদের পরিবারের সদস্যদের ৩৮টি পদে নিয়োগে কোচবিহার পুরসভাকে অনুমোদন দিল রাজ্য পুর দফতর। প্রায় এক দশক ধরে মৃত কর্মীদের পরিবারের ৭০ জন কর্মী নিয়োগের বিষয়টি ফাইল বন্দি হয়ে পড়েছিল। রাজ্য পুর দফতরের অনুমোদন না মেলায় আবেদনকারীদের নিয়োগ করতে পারছিল না পুরসভা। গত অগস্টে আবেদনকারীদের মধ্যে পিওন পদের ৮ টি ও চতুর্থ শ্রেণির কর্মী পদে ৩০টি পদে নিয়োগের ছাড় মেলে। প্রথম দফায় নিয়োগ পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পুরসভা চেয়ারম্যান বীরেন কুণ্ডু এ দিন বলেন, “বোর্ড মিটিংয়ে ওই সব খালি পদ পূরণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত ৩৮ জনকে নিয়োগপত্র দেওয়া হবে।”

চাল-সহ ধৃত তিন
চোরাই চাল ভর্তি ট্রাক-সহ ৩ জনকে ধরেছে পুলিশ। শনিবার রাতে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া থেকে পুলিশ তাদের ধরে। ধৃতদের থেকে ৫ টন চালও আটক করে পুলিশ। মহম্মদ হামিদ, শাহ আলম ও বাবু রাম নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা ইসলামপুরের বাসিন্দা। ৩০ অগস্ট ডালখোলা নাগরাকাটা পথে চাল-ভর্তি ট্রাক উধাও হয়ে যায়।

কর্মবিরতির হুঁশিয়ারি দিলেন শিক্ষকরা
বাম মনোভাবাপন্ন শিক্ষক ও শিক্ষাকর্মীরা ইটাহার-কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা গৌতম পালকে গ্রেফতারের দাবি তুললেন। রবিবার ইটাহারের জেলা পরিষদ হলে নাগরিক কমিটির তরফে সম্মেলনে শিক্ষক ও শিক্ষাকর্মীদের তরফে পুলিশ-প্রশাসনকে হুঁশিয়ারিও দেওয়া হয়। তাঁদের হুঁশিয়ারি, অধ্যক্ষা স্বপ্না মুখোপাধ্যায়-সহ তিন শিক্ষক শিক্ষিকা ও এক শিক্ষাকর্মীর উপর থেকে মামলা প্রত্যাহার করা না হলে, বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষিকারা অনির্দিষ্ট কাল কর্মবিরতি শুরু করবেন। সম্মেলনের পরে কলেজ শিক্ষক সংগঠন ওয়েবকুটা-র রাজ্য সভাপতি শুভদ্বয় দাশগুপ্ত বলেন, “টোকাটুকি আটকাতে গিয়ে অধ্যক্ষা স্বপ্নাদেবী সহ তিন শিক্ষক শিক্ষিকা তৃণমূলের নেতা কর্মীদের হাতে নিগৃহীত হওয়ায় বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষিকারা আতঙ্কে।” গৌতমবাবু বলেন, “রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.