টুকরো খবর
শিক্ষকের পুরস্কার-অর্থে ছাত্রের স্মৃতিতে পুরস্কার
রাজ্য সরকারের ‘শিক্ষারত্ন’ পুরস্কারের অর্থে এক ছাত্রের স্মৃতিতে ‘পুরস্কার’ ঘোষণা করেছেন জলপাইগুড়ি জেলা স্কুল প্রধানশিক্ষক ধীরাজমোহন ঘোষ। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে শিক্ষারত্ন পুরস্কার পান ধীরাজবাবু। পুরস্কারের অর্থমূল্য হিসেবে ২৫ হাজার টাকা পেয়েছেন ধীরাজবাবু। ওই দিন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ক্যানসারে আক্রান্ত কৌশিক দে’র মৃত্যু হয়। মুম্বইয়ের এক হাসপাতালে চিকিৎসা চলছিল। গত মাসে কৌশিকের রক্তে ক্যানসার ধরা পড়ে। কৌশিকের বাবা রতনবাবু পেশায় রাজমিস্ত্রি। ছেলের চিকিৎসা করানোর সামর্থ্য না থাকায় পরিবারের তরফে স্কুল কর্তৃপক্ষের কাছে আর্জি জানানো হয়। জেলা স্কুলের শিক্ষক থেকে শুরু করে ছাত্ররা সকলেই অর্থ সংগ্রহ করে কৌশিকের চিকিৎসার তহবিলে দেয়। স্কুলের প্রধান শিক্ষক ধীরাজবাবু শিক্ষারত্ন পুরস্কার পাওয়ার কথা জেনে, পুরস্কার বাবদ প্রাপ্য অর্থমূল্য সহকর্মীদের কাছে কৌশিকের চিকিৎসা তহবিলে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। সে কারণেই পুরস্কার বাবদ প্রাপ্ত অর্থ দিয়ে, কৌশিকের নামে একটি স্মৃতি পুরস্কার চালু করার সিদ্ধান্ত বলে ধীরাজবাবু জানিয়েছেন। প্রধান শিক্ষকের কথায়, “যে দিন পুরস্কার পেলাম, সেদিনই কৌশিকের মৃত্যু সংবাদ পেয়েছি। তাই পুরস্কার বাবদ প্রাপ্ত অর্থ দিয়ে ওর নামে একটি স্মৃতি পুরস্কার চালু করব।”

বীরপাড়ায় জোড়া খুন
ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সকাল সাড়ে ১১টার সময় কাকা-ভাইপোকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটেছে ডুয়ার্সের বীরপাড়ায়। রবিবার বীরপাড়া থানার লঙ্কাপাড়া চা বাগানের পাশে পূর্ত সড়কের উপর দু’জনকে খুন করে দুষ্কৃতীদের পালায় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, তুলসীপাড়া চা বাগানের বাসিন্দা হত দু’জনের নাম বিকাশ স্যানবো (৩৮) এবং বীরবল পাখরিন (২৮)। বীরবল বিকাশের দূর-সম্পর্কের ভাইপো বলে পুলিশ জানিয়েছে। দুপুরে লঙ্কাপাড়ার চা শ্রমিকরা রাস্তায় দুই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। বিকাশের মাথার চারটি জায়গায় ও গলায় ধারাল অস্ত্র দিয়ে কোপ দেওয়ার চিহ্ন রয়েছে, বীরবলের গলার নালি কেটে খুন করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, বিকাশ স্যানবোর বিরুদ্ধে খুন সহ খুনের চেষ্টা, নারী পাচারের একাধিক অভিযোগ রয়েছে। বীরবলের নামে এলাকায় তোলাবাজি সহ অপরাধ মূলক কাজের অভিযোগ রয়েছে। দু’জনে তোলাবাজির ঘটনায় জড়িত ছিল বলে পুলিশ জানায়। টাকার ভাগাভাগি নিয়ে বচসার জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তের পরে পুলিশ মনে করেছে।

আলোচনা সভা
অলক চক্রবর্তী তৃণমূলে যোগ দেওয়ার পরে তাঁকে বাদ দিয়ে আইএনটিইউসি সংগঠন চাঙা করতে আসরে নামল দার্জিলিং জেলা নেতৃত্ব। রবিবার কংগ্রেসের জেলা কার্যালয় ভবনের সভায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেস (সমতল)-এর সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক শঙ্কর মালাকার, মেয়র গঙ্গোত্রী দত্ত প্রমুখ। উপস্থিত ছিলেন চা বাগানের অন্যতম শ্রমিক নেতা নকুল বাগোয়ার যিনি সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন। এ দিন সভায় উপস্থিত নেতৃত্ব স্থানীয়দের নিয়ে সংগঠন চাঙা করতে ইতিবাচক আলোচনা হয়েছে বলে দাবি করেন আইএনটিইউসি’র অন্যতম রাজ্য সম্পাদক পুরসভার মেয়র পারিষদ সঞ্জয় পাঠক। জেলা নেতৃত্ব জানান, আগামী ১৮ সেপ্টেম্বর শিলিগুড়িতে আইএনটিইউসি মহিলাদের সম্মেলন।

১০ বছরে পা ‘কনর্সান’-এর
ছবি তুলেছেন বিশ্বরূপ বসাক।
দেখতে দেখতে ১০ বছরে পা দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘কনর্সান’। শিলিগুড়ির এনজেপি রেল স্টেশনে ভবঘুরে শিশুদের নিয়ে ২০০৩ সাল থেকে পথচলা শুরু। জন্মলগ্ন থেকেই সংস্থার সঙ্গে জড়িয়ে আছেন রাজ্যের প্রাক্তন ডিজি ভূপিন্দর সিংহ এবং তাঁর স্ত্রী গোবিন্দ কৌর। সময়ের সঙ্গে কনর্সান গড়ছে তিনটি হোম। ভবঘুরে আশ্রয়ের জন্য ‘আপনে’। আর বাড়ি থেকে নানা কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশু-কিশোরদের জন্য ‘বচপন’ এবং ‘পরিবতর্ন।’ এক দশক পার করার খুশিতে রবিবার সন্ধ্যায় এনজেপি স্টেশন চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করে কনর্সান। উপস্থিত ছিলেন সস্ত্রীক প্রাক্তন ডিজি।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.