|
|
|
|
ব্যান্ড, রণপা-য় রঙিন কর্মসূচি |
জেলা পরিষদ গঠন কাল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জেলা পরিষদ গঠন ঘিরে তৃণমূলের অন্দরে এখন উৎসবের মেজাজ। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচি নিয়েছে তৃণমূল। কাল, মঙ্গলবার জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি নির্বাচন। সেই উপলক্ষে সকালে হবে পদযাত্রা, দুপুরে সভা। কর্মসূচি সফল করতে দলের অন্দরে জোরদার প্রস্তুতি চলছে। রবিবার সাঁকরাইল, কেশিয়াড়ি সহ বেশ কিছু ব্লকে প্রস্তুতি সভা হয়েছে। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি দীনেন রায়, কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ প্রমুখ। |
|
কলেজিয়েট স্কুলের মাঠে মঞ্চ বাঁধার কাজ চলছে।—নিজস্ব চিত্র। |
মঙ্গলবার দুপুরে কলেজ মাঠে সভা হবে। রবিবার থেকেই শুরু হয়েছে মঞ্চ বাঁধার কাজ। সভায় থাকার কথা মুকুল রায়, সুব্রত বক্সীদের। জেলার দলীয় বিধায়কেরাও থাকবেন। তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, সভায় লক্ষাধিক মানুষের জমায়েত হবে। দলীয় সূত্রে খবর, পদযাত্রাকে বর্ণময় করতে সব রকম চেষ্টা চলছে। থাকার কথা ব্যান্ড, রণপা, ধামসা মাদল প্রভৃতি। গঙ্গাজলের ঘট হাতে সবুজ পাড় সাদা কাপড় পরিহিতা মহিলারা শোভাযাত্রা করবেন। ইতিমধ্যে ৬০টি সবুজ পাড় সাদা কাপড় কেনা হয়েছে। জেলা পরিষদের পুরুষ এবং মহিলা সদস্যরা যাতে এক রঙের পোশাক পরেন, সেই চেষ্টাও চলছে। পদযাত্রা শেষে ঘটের গঙ্গাজল জেলা পরিষদ চত্বরের সামনে ঢালা হতে পারে। দলীয় সূত্রে খবর, আজ, সোমবার বুদ্ধ মণ্ডল, রাজু মাইতির মতো টিএমসিপি নেতার কলকাতায় গিয়ে গঙ্গাজল আনার কথা। তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলছেন, “পদযাত্রা বর্ণময় হবে। একদল মহিলার হাতে ঘট থাকবে। ঘটে গঙ্গাজল থাকবে।” পশ্চিম মেদিনীপুরে জেলা পরিষদের সদস্য সংখ্যা ৬৭। এর মধ্যে তৃণমূলের ৬৪, সিপিএমের ২ এবং কংগ্রেসের সদস্য ১ জন। মঙ্গলবার প্রথমে জেলা পরিষদের ৬৭ জন সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। তারপর হবে সভাধিপতি, সহ-সভাধিপতি নির্বাচন। জেলা পরিষদের সভাধিপতি হতে চলেছেন উত্তরা সিংহ। ইতিমধ্যে তাঁর নাম সভাধিপতি হিসেবে ঘোষণা করেছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদটি মহিলা সংরক্ষিত। উত্তরাদেবী মহিলা তৃণমূলের জেলা সভানেত্রীর পদেও রয়েছেন। সহ-সভাধিপতি হিসেবে সমায় মাণ্ডির নাম ঘোষণা করা হয়েছে। |
|
|
|
|
|